জেনিভা: ফেসবুকে জনপ্রিয়তার মাপকাঠিতে তাবড় বিশ্বনেতাদের চেয়ে এগিয়ে নরেন্দ্র মোদী। সেই রথী-মহারথীদের তালিকায় আছেন ডোনাল্ড ট্রাম্পও। এক সাম্প্রতিক সমীক্ষায় প্রকাশ, ফেসবুকে মোদীর জনপ্রিয়তা মার্কিন প্রেসিডেন্টের দ্বিগুণ। ভারতের প্রধানমন্ত্রীকে ফেসবুকে ফলো করেন ৪ কোটি ৩২ লক্ষ মানুষ, সেখানে মার্কিন প্রেসিডেন্টের গুণগ্রাহী ২ কোটি ৩১ লক্ষ মানুষ। তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। সমীক্ষাটি করেছে বারসন কোহন অ্যান্ড উলফ সংস্থা।
ওয়ার্ল্ড লিডার্স অন ফেসবুক শিরোনামে হওয়া সমীক্ষায় ২০১৭-র ১ জানুয়ারি থেকে বিভিন্ন রাষ্ট্রপ্রধান, সরকারি প্রধান ও বিদেশি মন্ত্রীদের ৬৫০টি ফেসবুক পেজের ক্রিয়াকলাপ বিশ্লেষণ করা হয়েছে। তবে গত ১৪ মাসে বিশ্বনেতাদের মধ্য়ে ট্রাম্পের ফেসবুক পেজে সবচেয়ে বেশি যোগাযোগ হয়েছে। কমেন্টস, লাইক, শেয়ার সব মিলিয়ে তাতে মোট ২০৪.৯ মিলিয়ন সংযোগ হয়েছে, মোদীর ফেসবুক পেজে সংযোগের প্রায় দ্বিগুণ।মোদীর পেজে সংযোগ হয়েছে ১১৩.৬ মিলিয়ন।
প্রসঙ্গত, জনতার সঙ্গে সরাসরি সম্পর্ক গড়ে তোলার জন্য় মোদী বরাবর সোস্যাল মিডিয়াকে কাজে লাগানোয় জোর দেন।
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইডোডো, কাম্পোডিয়ার প্রধানমন্ত্রী সামডেক হুন সেন, আর্জেন্টিনার প্রেসিডেন্ট মরিসিও মাকরির ফেসবুক পেজে সংযোগ হয়েছে যথাক্রমে ৪৬ মিলিয়ন, ৩৬ ও ৩৩.৪ মিলিয়ন।
সমীক্ষায় এও প্রকাশ, রাষ্ট্রপুঞ্জের ১৯৩টি সদস্য দেশের ৯১ শতাংশ বা ১৭৫টি সরকারি ভাবে ফেসবুক পেজ চালায়। পাশাপাশি ১০৯ জন রাষ্ট্রপ্রধান, ৮৬ জন সরকারি প্রধান ও ৭২ জন বিদেশি মন্ত্রীর ব্যক্তিগত ফেসবুক পেজ আছে।
বিশ্বনেতারা, বিভিন্ন দেশের সরকারের কাছেও জনগণ, দলীয় কর্মী-সমর্থক ও ভোটারদের সঙ্গে যোগাযোগ রাখার মূল মাধ্যমে পরিণত হয়েছে ফেসবুক। চলতি বছরের ১৫ মার্চ পর্যন্ত বিশ্ব নেতাদের সব পেজের মোট ফলোয়ার ৩০৯. ৪ মিলিয়ন। গত বছরের ১ জানুয়ারি থেকে তাঁরা সর্বমোট ৫৩৬৬৪৪টি পোস্ট করেছেন, যা থেকে ৯০০ মিলিয়নের কাছাকাছি আদানপ্রদান ঘটেছে।
ফেসবুকে ট্রাম্পের চেয়ে বেশি ফলোয়ার মোদীর, সমীক্ষা
Web Desk, ABP Ananda
Updated at:
02 May 2018 07:50 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -