নয়াদিল্লি: নরেন্দ্র মোদি চিঠি দিয়ে ক্রাইস্টচার্চে দুটি মসজিদে গুলিচালনায় অন্তত ৪৯ জনের প্রাণহানির পর শোক জানালেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেনকে লেখা চিঠিতে অসংখ্য মৃত্যুতে গভীর শোক, বেদনা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এই কঠিন পরিস্থিতিতে নিউজিল্যান্ডের জনগণকে ভারতের পক্ষ থেকে সহমর্মিতা জানিয়েছেন প্রধানমন্ত্রী। সন্ত্রাসবাদ ও এ ধরনের হিংসাত্মক কার্যকলাপ সমর্থন করে, এরকম সবাইকে ভারত যে কঠোর নিন্দা করে, তাও জানিয়েছেন তিনি।
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকবাজের এলোপাথাড়ি গুলিবৃষ্টির পাশাপাশি একাধিক স্থানে বিস্ফোরক উদ্ধার হয়েছে। যদিও বিস্ফোরণের আগেই সেগুলি নিষ্ক্রিয় করে পরিকল্পিত সন্ত্রাসের ছক ভেস্তে দেওয়া গিয়েছে। নয়াদিল্লিতে ভারতের বিদেশমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, ক্রাইস্টচার্চে ধর্মস্থানে জঘন্য সন্ত্রাসবাদী হামলায় নিরপরাধ মানুষের জীবনহানিতে গভীর শোক, বেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী। সব ধরনের, যে কোনও চেহারার সন্ত্রাসবাদ, যারা এ ধরনের হিংসার সমর্থক, তাদের প্রতি ভারতের কঠোর নিন্দার কথা বলেছেন তিনি। বৈচিত্র্যমুখী, বিভিন্নতায় ভরা, গণতান্ত্রিক সমাজে ঘৃণা ও হিংসার যে কোনও স্থান হতে পারে না, তাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। গুলিচালনায় নিহতদের পরিবারবর্গের প্রতি গভীরতম সমবেদনা জানিয়েছেন, আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।




ইসলামাবাদের খবর, ক্রাইস্টচার্চের ২টি মসজিদে নির্বিচার গুলিচালনার ঘটনার নিন্দা করে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান ট্যুইট করেছেন, আমেরিকায় ৯/১১র সন্ত্রাসবাদী হামলার পর মাথাচাড়া দেওয়া ইসলামোফোবিয়াই এমন ক্রমবর্ধমান আক্রমণের জন্য দায়ী। কোনও একজন মুসলিমের সন্ত্রাসবাদী কাজের জন্য ইসলাম ও সমগ্র ১.৩ বিলিয়ন মুসলিম সমাজকেই দায়ী করা হয়। ন্যয়সঙ্গত মুসলিম রাজনৈতিক লড়াইকে দানবীয় বলে দেখাতে পরিকল্পনামাফিক এটা করা হচ্ছে। জোড়া গুলিচালনার ঘটনার ‘কঠোর নিন্দা’ করে তিনি এও লিখেছেন, সন্ত্রাসবাদের কোনও ধর্ম হয় না, আমরা বরাবর যা বলছি, সেটাই সঠিক প্রমাণ হল। নিহতদের ও তাদের পরিবারগুলির জন্য প্রার্থনা করছি। নিন্দা করেন পাক বিদেশমন্ত্রী শাহ মেহমুদ কুরেশিও।