বেজিং: দীর্ঘ টানাপোড়েন পর সম্পর্কের বরফ গলানোর প্রক্রিয়ার মধ্যে যদি কোনও রোমান্টিক গান শুরু হয়, তাহলে এর থেকে ভালো আর কী হতে পারে। আসলে চিন সফরে গিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার মোদী ও চিনের প্রেসিডেন্ট শি জিনপিং বুহানে একটি অনুষ্ঠানে পৌঁছন। সেখানে বাজতে শুরু করে 'তু তু হ্যায় ওহি দিল নে জিসে আপনা কাহা' গানের সুর। দুই নেতাই গানের সুর মন দিয়ে শুনলেন। গানের সুরে যে মোদী মুগ্ধ হয়েছেন, তা তাঁর হাসি দেখেই স্পষ্ট। তিনি করতালি দিলেন। সঙ্গে সঙ্গে শি জিনপিংও। দুই নেতাই যন্ত্রশিল্পীদের অভিনন্দিত করলেন।



১৯৮২-তে মুক্তিপ্রাপ্ত 'ইয়ে ওয়াদা রহা' সিনেমার এই গানটি গেয়েছিলেন কিশোর কুমার ও আশা ভোঁসলে। আর ডি বর্মন গানটিতে সুরারোপ করেছিলেন। ঋষি কপূর ও পুনম ধিলোঁ-র জুটির ওই গান রূপোলি পর্দায় দর্শকদের খুবই পছন্দ হয়েছিল।
ডোকলাম ঘিরে ৭২ দিনের উত্তেজনার পর এই প্রথম গতকাল ভারতের প্রধানমন্ত্রী ৪০ মিনিটের ঘরোয়া বৈঠকে বসলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে। সেই বৈঠকের আগে দু’দেশের সম্পর্কের বরফ গলাতে চিনফিংয়ের সঙ্গে মোদী ঘুরে দেখলেন মধ্য চিনে হুবেই প্রদেশের রাজধানী, চিনের প্রয়াত নেতা মাও জে দঙের অত্যন্ত প্রিয় শহর উহানের ঐতিহ্যবাহী মিউজিয়াম, গেলেন সেখানকার একটি হ্রদে। আর সেই হ্রদে গিয়ে নৌকাবিহার করলেন দু’জনে। ঘুরতে ঘুরতে, নৌকাবিহারের আনন্দ উপভোগ করতে করতেই জিনপিংয়ের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা হল ভারতের প্রধানমন্ত্রীর। আগে থেকে সেই আলাপ-আলোচনার কোনও সরকারি অ্যাজেন্ডাও ঠিক করা ছিল না। যা মনে এসেছে দু’জনের, মুখোমুখি দেখা হলে যে যে বিষয়গুলি তুলবেন বলে ভেবেছিলেন, সম্ভবত সেই সব বিষয়েই খোলাখুলি আলোচনা হয়েছে দু’জনের। পূর্ব নির্ধারিত আনুষ্ঠানিক বৈঠক ছাড়া আলাপ-আলোচনার জন্য চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আগামী বছরে ভারতে আসার আমন্ত্রণও জানিযেছেন প্রধানমন্ত্রী মোদী।
সফরের শেষ দিনে, আজ শনিবার বেজিংয়ে আনুষ্ঠানিক ভাবে বৈঠকে বসার কথা মোদী ও জিনপিংয়ের। সেই বৈঠকের কোনও অ্যাজেন্ডা নেই বলে বিদেশ মন্ত্রকের তরফে আগেই জানানো হয়েছে।