ওয়াশিংটন: আমেরিকায় আরলিংটন ন্যাশানাল সেমেন্ট্রিতে ইন্দো-মার্কিন মহাকাশচারী প্রয়াত কল্পনা চাওলার স্মৃতির উদ্দেশ্যে সম্মান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানকার শহিদ সেনা জওয়ানদের মালা দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ টুইটারে লিখেছেন বলিদান, বীরত্বকে সম্মান, স্যালুট জানিয়ে প্রথাগত আলাপচারিতা শুরু। অন্য একটি টুইটে তিনি লেখেন, বীরত্ব ও অদম্য সাহসের প্রতি শ্রদ্ধা।
মোদীর সঙ্গে সাক্ষাত হয় কল্পনা চাওলার স্বামী ও পরিবারের লোকজনদের। কল্পনা চাওলার জীবনী নিয়ে লেখা একগুচ্ছ বই মোদীকে উপহার দিয়েছেন চাওলার স্বামী জিন পিয়ের হ্যারিসন। উপহারের মধ্যে ছিল হ্যারিসনের নিজের হাতে লেখা চাওলার জীবনীও।
নাসার আধিকারিকদের সঙ্গেও আলাপচারিতা হয় মোদীর। স্পেস শাটল্ কলম্বিয়া মেমোরিয়ালে মোদীর সঙ্গে সাক্ষাত হয় আরও এক ভারতীয়-মার্কিন মহাকাশচারী সুনীতা উইলিয়ামস্ ও তাঁর বাবার। গুজরাতি ভাষায় কল্পনার বাবার সঙ্গে কথা হয় মোদীর। ভারতে আসার জন্য তাঁদের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। সুনীতার বাবাও জানিয়েছেন, শরীর ভালো থাকলে নিশ্চয়ই এদেশে আসবেন তিনি। মোদীর সঙ্গে আলাপচারিতায় আপ্লুত সুনীতা। তিনি জানিয়েছেন, আমরা সম্মানিত।
এই অনুষ্ঠানে মোদীর সঙ্গে ছিলেন মার্কিন প্রতিরক্ষা সচিব আশটন কার্টার। এছাড়াও ছিলেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় দূত অরুণ কে সিংহ, বিদেশ সচিব এস জয়শঙ্কর, ভারতে নিযুক্ত মার্কিন দূত রিচার্ড বর্মা এবং দক্ষিণ ও মধ্য এশিয়ার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট নিশা দেশাই বিসওয়াল।
আমেরিকায় ভারতীয় মহাকাশচারী কল্পনা চাওলার স্মৃতিতে শ্রদ্ধা মোদীর, সাক্ষাৎ সুনীতা উইলিয়ামস্-এর সঙ্গে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
07 Jun 2016 03:33 AM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -