সশস্ত্র বাহিনী-বিরোধী ভাষণের অভিযোগে থানায় রিপোর্ট নওয়াজ শরিফের বিরুদ্ধে
Web Desk, ABP Ananda | 05 May 2017 04:31 PM (IST)
ইসলামাবাদ: সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে লোক খেপানো, ঘৃণা-বিদ্বেষ ছড়ানোর অভিযোগ নওয়াজ শরিফের বিরুদ্ধে। এ ব্যাপারে একটি রিপোর্ট নথিভুক্ত করল পাকিস্তান পুলিশ। রাওয়ালপিন্ডির সিভিল লাইন পুলিশে এক পৃষ্ঠার রিপোর্টটি জমা দেন নিজেকে আই এম পাকিস্তান পার্টির চেয়ারম্যান বলে দাবি করা পেশায় আইনজীবী জনৈক ইশতিয়াক আহমেদ মির্জা। তাঁর দাবি, তিনি হোয়াটসঅ্যাপে একটি ভিডিও ক্লিপ পেয়েছেন, যাতে দেখা যাচ্ছে একটি লোক ভাষণ দিচ্ছে। লোকটি শরিফ নিজে, যিনি জনগণকে প্ররোচনা দিচ্ছিলেন, সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে ঘৃণা ছড়ানো মন্তব্য করছিলেন। পাক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করার দাবি জানিয়েছেন মির্জা। 'দি ডন' সংবাদপত্রের রিপোর্ট, পুলিশের নথিভুক্ত করা রিপোর্টটি এফআইআর নয়, স্থানীয় ভাষায় একে বলা হয় 'রোজনামচা'। তাঁর দল পাকিস্তান নির্বাচন কমিশনের রেজিস্ট্রিভুক্ত বলে দাবি মির্জার। প্রসঙ্গত, পাকিস্তানের শাসন কাঠামোয় বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে দেখা গিয়েছে সামরিক বাহিনীকে। দেশের ৭০ বছরের ইতিহাসে ৩৩ বছরের বেশি সময় শাসন করেছে তারাই।