নয়া দিল্লি: সারাদিন শিফটে কাজ করার পরও ফের কাজের জন্য বসের ফোন আসছে? এর জন্য বড় জরিমানার মুখে পড়তে পারে আপনার বসই। শুনতে অবাক লাগলেও এবার তেমনই আইন পাস হল। স্বাস্থ্যকর কর্ম জীবন ও ব্যক্তিগত জীবনের মধ্যে ভারসাম্য বজায় রাখতে এবার নতুন শ্রম আইন পাস হল পর্তুগালের সংসদে। 


এই আইন অনুসারে, কাজের সময়ের বাইরে কর্মীদের সঙ্গে যোগাযোগ করার জন্য বস-এরা কিন্তু এবার জরিমানার মুখোমুখি হতে পারেন। পর্তুগালের সোশ্যালিস্ট পার্টির  সরকার যে আইন পাস করেছে সেই অনুসারে, শুক্রবার অনুমোদিত আইনটি করোনাভাইরাস অতিমারির পরে ওয়ার্ক ফ্রম হোম আসার পরই এমন ভাবনা চিন্তার শুরু হয়েছে। 


নতুন নিয়মের অধীনে, নিয়োগকর্তারা কাজের পরে কর্মচারীদের সঙ্গে যোগাযোগ করার জন্য জরিমানার সম্মুখীন হতে পারে। এছাড়াও কাজের শিফটের পরেও বাড়ি থেকে কাজ করতে বাধ্য করলে কর্মীদের বর্ধিত খরচের জন্য অর্থ প্রদান করতে বাধ্য হবে - যেমন গ্যাস এবং বিদ্যুৎ বিল ইত্যাদি। 


আরও পড়ুন, শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ এ মাসেই, দেখে নিন দিনক্ষণ


বাড়িতে কর্মীদের সহায়তা করার জন্য আরও নিয়মগুলি প্রয়োগ করা হবে। যেমন নিয়োগকর্তাদের বাড়িতে তাদের কর্মীদের নজরদারি করতে নিষেধ করা এবং কর্মীরা চাইলে তাঁদের বসের সঙ্গে দু মাস অন্তর দেখা করতে পারেন। 


পর্তুগালের শ্রম ও সামাজিক নিরাপত্তা মন্ত্রী আনা মেন্ডেস গোডিনহো গত সপ্তাহে লিসবনে ওয়েব সামিট টেক কনফারেন্সের সময় বলেছিলেন, "অতিমারীটি নিয়ন্ত্রণ করার প্রয়োজনীয়তাকে আইনে আনতে বাধ্য করেছে। টেলিওয়ার্ক একটি 'গেম চেঞ্জার' হতে পারে যদি আমরা সুবিধাগুলি থেকে লাভ করি এবং অসুবিধাগুলি কম করতে থাকি।"


তিনি এও বলেন, "আমরা পর্তুগালকে এই ডিজিটাল নোম্যাডদের এবং কর্মীদের বসবাসের জন্য বেছে নেওয়ার জন্য বিশ্বের সেরা জায়গাগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করি, আমরা তাদের পর্তুগালকে আকৃষ্ট করতে চাই চাকুরীজীবীদের জন্য।"