কাঠমান্ডু: হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৩৬ বছর বয়সেই মারা গেলেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা কমিউনিস্ট পার্টি অফ নেপালের (মাওবাদী) প্রধান পুষ্পকুমার দহাল ওরফে প্রচণ্ডর একমাত্র ছেলে প্রকাশ।


আক্রান্ত হওয়ার পর রবিবার সকালে প্রকাশকে থাপাথালির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এদিন হাসপাতালের তরফে জানানো হয়, এদিন সকাল ৫টা ৫০ মিনিট নাগাদ প্রকাশকে ভর্তি করা হয়। কিন্তু, তাঁর অন্তত তিন-ঘণ্টা আগেই মারা গিয়েছিলেন প্রকাশ।


এক চিকিৎসক বলেন, যখন প্রকাশকে আনা হয়, তখনই তাঁর চোখে কোনও সাড়া মিলছিল না। এমনকী, তাঁর শরীরে পাল্স-ও ছিল না। তিনি যোগ করেন, কোনও রোগী তীব্র হৃদরোগে আক্রান্ত হলে, ৯০ শতাংশ ক্ষেত্রে এই ঘটনাই ঘটে থাকে।


প্রসঙ্গত, বাবা প্রচণ্ডর সচিব ছিলেন প্রকাশ। একইভাবে, দলের কেন্দ্রীয় সদস্যও ছিলেন। ঝাপায় নির্বাচনী প্রচারে ছিলেন প্রচণ্ড। ছেলের মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি চলে আসেন।


প্রকাশের মৃত্যুর খবর পেয়ে বালুয়াতারে প্রচণ্ডর বাসভবনে গিয়ে শোকজ্ঞাপন করেন প্রেসিডেন্ট বিদ্যাদেবী ভাণ্ডারী। শোকপ্রকাশ করেন প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা।


https://twitter.com/SushmaSwaraj/status/932168133267275778

প্রকাশের মৃত্যুতে শোকবার্তা পাঠিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেন, প্রকাশের আচমকা প্রয়াণের খবর শুনে আমরা দুঃখিত। মৃতের পরিবারকে আমাদের গভীর সমবেদনা।


দুসপ্তাহ পরই নেপালে প্রাদেশিক ও সংসদীয় নির্বাচনের প্রথম পর্যায়ের ভোটগ্রহণ হবে। প্রকাশের স্ত্রী বীনা দহাল কাঞ্চনপুর জেলা থেকে সাধারণ নির্বাচনে লড়াই করছেন। প্রচণ্ডর তিন মেয়ে এবং এক ছেলে। চার বছর আগে স্তন-ক্যান্সারে মারা যান এক কন্যা।