নিউইয়র্ক: একটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পত্রিকার সদ্য প্রকাশিত প্রযুক্তি বিভাগে বিশ্বের ১০০ ধনী ব্যক্তির তালিকার প্রথম ২০ জনের মধ্যে জায়গা পেয়েছেন উইপ্রো চেয়ারম্যান আজিম প্রেমজি এবং এইচসিএল-এর সহ-প্রতিষ্ঠাতা শিব নদর।


‘দ্য রিচেস্ট টেক বিলিওনেয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড ২০১৬’ শীর্ষক তালিকাটির শীর্ষ স্থান দখল করেছেন মাইক্রোসফ্ট প্রতিষ্ঠাতা বিল গেটস। গেটস-এর মোট সম্পত্তির পরিমাণ ৭৮ বিলিয়ন মার্কিন ডলার।

প্রেমজি রয়েছেন ১৩ তম স্থানে। তাঁর সম্পত্তির পরিমাণ ১৬ বিলিয়ন মার্কিন ডলার। অন্যদিকে ১১.৬ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তি নিয়ে শিব নদর রয়েছেন ১৭ তম স্থানে।

তালিকায় রয়েছেন দুই ভারতীয়-মার্কিনও। এঁরা হলেন সিম্ফনি টেকনোলজি গ্রুপের সিইও রমেশ ওয়াধওয়ানি (৬৭ তম) এবং সিনটেল ভারতের ভরত ও নীরজা দেশাই।