লন্ডন : নতুন সদস্য আসতে চলেছে ব্রিটেনের প্রয়াত যুবরানি ডায়ানার ছোট ছেলে, রাজকুমার হ্যারির পরিবারে। মা হতে চলেছেন ডাচেস অফ সাসেক্স মেগান। ২০১৯-এর ৬ মে প্রথম মা হন মেগান। তাঁদের ছেলে আর্চির বয়স এখন ১৯ মাস।
সুখবর জানানোর জন্য ভ্যালেন্টাইনস ডে-র দিনটিকেই বেছে নিয়েছেন দম্পতি। হ্যারি ও মেগানের মুখপাত্র রবিবার জানিয়েছেন, খুব শিগগিরি আর্চি বড় দাদা হতে চলেছে। মা হচ্ছেন ৩৯ বছর বয়সী মেগান, হ্যারি এখন ৩৬।
তবে আর্চির জন্মের পর আরও একবার সন্তানসম্ভবা হয়েছিলেন মেগান। কিন্তু সেই প্রাণ পৃথিবীর মুখ দেখেনি। ২০২০ তেই সেই খবর সকলের সঙ্গে ভাগ করে নেন ডাচেস অফ সাসেক্স। সন্তান হারানোর যন্ত্রণা সইতে হয়েছে তাঁকে।
মেগান জানান, তাঁকে গর্ভপাত করাতে হয়েছে। মার্কিন সংবাদপত্র ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’- এ ডাচেস অব সাসেক্সের লেখা একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তা থেকে জানা যায়, করোনা কালেই তাঁর জীবনে বড় ক্ষতি হয়ে যায়। গত বছর জুলাই মাসে এক সকালে আচমকা তাঁর গর্ভপাত হয়ে যায়।
মেগান সেই প্রতিবেদনে লেখেন, তিনি ছেলে আর্চির ডায়পার বদলাচ্ছিলেন। কাঁদছিল একরত্তি আর্চি। সেই সময়ই তাঁর পেটে যন্ত্রণা শুরু হয়। নিজের সন্তানকে বুকে ধরে রেখেই তিনি যুঝে যান যন্ত্রণার সঙ্গে। দ্বিতীয় সন্তানকে গর্ভেই হারান তিনি।
২০১৮ সালে প্রিন্স হ্যারির সঙ্গে বিয়ে। তারপর নানা কারণেই আলোচনায় এসেছেন হ্যারি ও মেগান। ২০২০র প্রথম দিকে ব্রিটিশ রাজপ্রাসাদ ছাড়েন দম্পতি। সারা বিশ্বকে নাড়া দিয়েছিল তাঁদের এই বেরিয়ে আসার সিদ্ধান্ত। রাজ পরিবারে এই পদক্ষেপ বিরলতম। ক্যালিফোর্নিয়ায় সংসার পাতেন যুবরানি ডায়ানার ছোট ছেলে।
হ্যারি-মেগানের পরিবারে আসতে চলেছে নতুন সদস্য, খুশির হাওয়া বাকিংহাম প্যালেসে
ABP Ananda web desk
Updated at:
15 Feb 2021 06:46 AM (IST)
নতুন সদস্য আসতে চলেছে ব্রিটেনের প্রয়াত যুবরানি ডায়ানার ছোট ছেলে, রাজকুমার হ্যারির পরিবারে।
web_harry_meghan_still_140221
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -