ইসলামাবাদ: মৌলবাদীদের চাপে পিছু হঠতে বাধ্য হল পাকিস্তানের নওয়াজ শরিফ সরকার। কট্টরপন্থীদের সামনে নতিস্বীকার করে আইনমন্ত্রী জাহিদ হামিদকে পদত্যাগ করাল তারা। সরকার দাবি মেনে নেওয়ায় মৌলবাদীরাও আপাতত তাদের আন্দোলন তুলে নিয়েছে।

হামিদের পদত্যাগ চেয়ে ৩ সপ্তাহ ধরে কার্যত দেশজুড়ে আন্দোলনে নামে মৌলবাদীরা। ইলেকশনস অ্যাক্ট থেকে শপথগ্রহণের সময় মহম্মদকে সবার ওপরে রাখার ছোট্ট একটি ধারা বাদ পড়ায় তাদের অভিযোগ ছিল, আইনমন্ত্রী ধর্মবিরোধী আচরণ করেছেন। যদিও ইসলামাবাদ বারবার দাবি করে, এটি নেহাতই টাইপের ভুল, ধারাটি আইনে ঢুকিয়েও দেয় তারা।

কিন্তু মৌলবাদীরা শোনেনি। হাজার হাজার কট্টরপন্থী রাস্তায় নেমে কার্যত অচল করে দেয় গোটা পাকিস্তান। ইসলামাবাদ, লাহোর, করাচি, রাওয়ালপিন্ডি, হায়দরাবাদ, পেশোয়ার, গুর্জনওয়ালা- সর্বত্র হিংস্র বিক্ষোভ ছড়িয়ে পড়ে। সেনা নামিয়েও আন্দোলন থামানো যায়নি, উল্টে অন্তত ১০ জনের মৃত্যু হয়, আহত ২৫০-র বেশি, যার মধ্যে বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা তাদের পক্ষে অসম্ভব বুঝে বাধ্য হয়েই মৌলবাদীদের দাবি মেনে নেয় পাক সরকার। মূল আন্দোলনকারী মৌলবাদী গোষ্ঠী তেহরিক ই লাবাইক জানিয়েছে, সরকার তাদের দাবি মেনেছে, তাই আন্দোলন প্রত্যাহার করছে তারা।