বেজিং: অসামান্য ঠান্ডা মাথা ও প্রত্যুৎপন্নমতিত্বের পরিচয় দিয়ে চিনের গুইঝু প্রদেশের এক স্কুল প্রিন্সিপাল বাঁচালেন এক ছাত্রীর প্রাণ। ১৭ তলা বাড়ির ছাদের কার্নিশে দাঁড়িয়ে থাকা মেয়েটি লাফ দিতে যাচ্ছিল। শেষ মুহূর্তে তার কলার ধরে সরিয়ে দেন তিনি।

জানা গিয়েছে, ছোট্ট মেয়েটি মারাত্মকভাবে হতাশাগ্রস্ত। দমকল কর্মীরা এসে যখন তাকে বাঁচানোর চেষ্টা করেন, তখনও সে তাঁদের সরে যেতে বলে।

তখনই এসে হাজির হন স্কুলের প্রিন্সিপাল। এক বোতল জল দেওয়ার ছুতোয় ছাত্রীর কাছাকাছি পৌঁছে যান তিনি। কথা বলতে বলতে পিছন ফিরে থাকা মেয়েটির কলার চেপে ধরেন। সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে তাকে সরিয়ে আনেন টেনে।

দেখুন ভিডিওটি


চিনে অল্পবয়সিদের মধ্যে আত্মহত্যার হার রীতিমত চড়া। পরীক্ষায় পাওয়া গ্রেডকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় সেখানে। তাই তাল রাখতে গিয়ে পিছিয়ে পড়া অনেক ছাত্রছাত্রীই প্রতি বছর আত্মহত্যার পথ বেছে নেয়।