লন্ডন: শনিবার বিবাহবন্ধনে আবদ্ধ হলেন ব্রিটেনের যুবরাজ হ্যারি ও মেঘান মার্কেল। রাজকীয় বিয়েতে আমন্ত্রিত ছিলেন প্রায় ৬০০ জন অতিথি। আর সেই তালিকায় ছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া।
রাজপরিবারের বিয়ে বলে কথা। সেখানে প্রিয়ঙ্কার পোশাক সকলের নজর কেড়ে নেয়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তবে, শুধু পোশাক নয়, নজর কেড়েছে ‘পিসি’-র জুতোজোড়াও। খবরে প্রকাশ, বিয়েতে যে জুতো পরেছিলেন প্রিয়ঙ্কা, তার দাম প্রায় ১.৩৫ লক্ষ টাকা।
জানা গিয়েছে, ভিভিয়েন ওয়েস্টউডের পোশাক পরেছিলেন প্রিয়ঙ্কা। সঙ্গে ছিল ফিলিপ ট্রিসি ফ্যাসিনেটর। আর পায়ে ছিল জিমি চো-এর জুতো। সূত্রের খবর, ভিক্টেরিয়া ১০০ চক স্যাটিন ও প্লেক্সি পোয়েন্টি টো পাম্প জুতো পরেছিলেন প্রিয়ঙ্কা। জুতোয় লাগানো ছিল সোয়ারভস্কি ক্রিস্টাল।