ইসলামাবাদ: পাকিস্তানের রাজধানীর আনাচে কানাচে ভারতপন্থী ব্যানার! যা ভারত-পাকিস্তান সম্পর্কের হালহকিকতের পরিপ্রেক্ষিতে একেবারেই অকল্পনীয়, অভাবিত। ভারত সরকার সোমবার সংসদে জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ অনু্চ্ছেদ রদ করার পর ইসলামাবাদের নানা জায়গায় ওই ব্যানার দেখা গিয়েছে বলে খবর। হাই সিকিউরিটি রেড জোনেও চোখে পড়ে ভারতকে সমর্থনে জানিয়ে দেওয়া ব্যানার। এ ব্যাপারে ব্লু এরিয়া থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে।
ভারতের সংসদে পেশ হওয়া জম্মু ও কাশ্মীর পুনর্গঠন বিলে গোটা রাজ্যকে জম্মু ও কাশ্মীর, লাদাখে ভেঙে দেওয়ার প্রস্তাব রয়েছে। দুটিই হবে কেন্দ্রশাসিত অঞ্চল। জম্মু ও কাশ্মীর বলে কোনও রাজ্যই থাকবে না।
পাক পুলিশ নজরে আসার সঙ্গে সঙ্গে ব্যানারগুলি খুলে ফেলে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে। দি ডন-এর খবর, কয়েকজন পথচারী নজরে পড়ায় পুলিশকে ব্যানারের কথা জানালে তারা পদক্ষেপ করে। ব্যানারে শিবসেনা নেতা সঞ্জয় রাউতের নামে বার্তা রয়েছে। ‘মহা-ভারত, সামনের দিকে একটি পদক্ষেপ’ শিরোনাম লেখা ব্যানারে বলা হয়েছে, আজ জম্মু ও কাশ্মীর নিয়েছি, কাল বালুচিস্তান, পাক-অধিকৃত কাশ্মীর নেব। আমার বিশ্বাস আছে, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অখন্ড ভারতের স্বপ্ন পূরণ করবেন।
অধিকাংশ ব্যানার দেখা যায় কোহসার, আবপারা থানার আওতাভূক্ত এলাকায়।
ব্যানারগুলি লাগানোর পিছনে কে বা কারা আছে, খুঁজে বের করতে সেফ সিটি ক্যামেরার সাহায্য নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের ইনস্পেক্টর জেনারেল আমির জুলফিকার। প্রাথমিক তদন্তে প্রকাশ, মঙ্গলবার সকালে মোটরবাইক চেপে আসা দুজন ব্যক্তি এফ-৬ এলাকায় ওই ব্যানার টাঙায়। সেই ছবি ক্যামেরায় ধরা পড়েছে। ইসলামাবাদের জেলাশাসক কেন প্রায় ৫ ঘন্টা কেটে যাওয়ার পর ব্যানারগুলি খোলা হল, তা তদন্ত করতে বলেছেন।
ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে স্থানীয় এক ব্যক্তিকে ব্যানারগুলি দেখিয়ে কাদের হাত আছে, সে ব্যাপারে বিস্ময় প্রকাশ করতে দেখা যাচ্ছে। লোকটি নিজের পরিচয় দিচ্ছে সাজিদ নামে। সে বলছে, অবাক হয়ে যাচ্ছি, পাকিস্তানিরা কী করছে! আমরা মনে হয় ঘুমিয়ে রয়েছি!