ইসলামাবাদ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আশঙ্কা, জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল হওয়ার পর পুলওয়ামা ধাঁচের হামলা হতে পারে, যা থেকে ভারত, পাকিস্তানের মধ্যে প্রচলিত যুদ্ধও মাথাচাড়া দিতে পারে।
ভারত সরকার জম্মু ও কাশ্মীরকে বিশেষ রাজ্যের মর্যাদা দেওয়া সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল করার পরদিন কাশ্মীরের পরিস্থিতি নিয়ে পাক পার্লামেন্টের যৌথ অধিবেশন বসেছিল। সেখানে ইমরান বলেন, এটা এমন যুদ্ধ হবে যাতে কেউই জিতবে না, তবে যার বিশ্বব্যাপী প্রতিক্রিয়া হবে।
ভারত জম্মু ও কাশ্মীরকে অবিচ্ছেদ্য অংশ বলে দাবি করে, যার মধ্যে পড়ে পাকিস্তান অধিকৃত কাশ্মীরও।
দুই পরমাণু শক্তিধর রাষ্ট্রের মধ্যে চলতি উত্তেজনার আবহে কীভাবে যুদ্ধের পরিস্থিতি তৈরি হতে পারে, ব্যাখ্যা করে ইমরান বলেন, কাশ্মীরীরা প্রতিবাদে নামবে, পাল্টা দমনপীড়নের পথে হাঁটবে ভারত। এই প্রেক্ষাপটে পুলওয়ামার মতো হামলা ফের ঘটতে বাধ্য। আমি এখনই এমন ভবিষ্যদ্বানী করতে পারি। ওরা ফের আমাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করবে। আমাদের ওপর আবার হামলাও করতে পারে, পাল্টা আঘাত করব আমরাও। তখন কী হবে? সেই যুদ্ধে কে জিতবে? কেউ না। তবে সারা বিশ্বে তার ভয়াবহ প্রতিক্রিয়া পড়বে। এটা পরমাণু ব্ল্যাকমেল নয়।
আন্তর্জাতিক মহলকে কাশ্মীরের পরিস্থিতির দিকে নজর রাখার আবেদন করেন ইমরান। অভিযোগ করেন, ওরা কাশ্মীরে যা করল, সেটা ওদের আদর্শের সঙ্গে সঙ্গতিপূর্ণ। ওদের জাতপাতগন্ধী আদর্শ আছে। ওদের সেই আদর্শ যা খুন করেছিল মহাত্মা গাঁধীকে। গোটা বিশ্ব যদি কিছু না করে, তার নিজস্ব আইন প্রয়োগ করে, তবে আমরা দায়ী থাকব না। তাঁর সরকার বিশ্ব নেতাদের দ্বারস্থ হবে, কাশ্মীর পরিস্থিতি সম্পর্কে অবহিত করবে বলে জানান ইমরান। বলেন, আমরা রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদ সহ সব মঞ্চে লড়াই করব। পাকিস্তানের এ নিয়ে আন্তর্জাতিক ন্যয় আদালতে যাওয়ার প্ল্যান আছে বলেও জানান ইমরান। অনুযোগ করেন, তিনি ভারত সহ সব প্রতিবেশীর সঙ্গেই সম্পর্ক ভাল করার চেষ্টা করেছেন, কিন্তু নয়াদিল্লি তাতে সাড়া দেয়নি।
এদিকে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল কামার বাজওয়া জানিয়েছেন, পাক সেনাবাহিনী কাশ্মীরীদের সাহায্য করতে যতদূর যেতে হয়, যেতে তৈরি। ৩৭০ ধারা রদ হওয়ায় এখন জম্মু ও কাশ্মীর ভারতের আর যে কোনও রাজ্যের সমান মর্যাদা পাবে। আজ শুধু কাশ্মীর নিয়ে আলোচনার জন্য পাক সেনার কোর কমান্ডারদের কনফারেন্সে পৌরহিত্য করেন বাজওয়া। তিনি সেখানে বলেন, পাক সেনা কাশ্মীরীদের ন্যয্য লড়াইয়ে তাদের পাশে শেষ অবধি থাকবে। আমরা তৈরি। আমাদের দায়বদ্ধতা পূরণে যতদূর যেতে হয়, যাব। এক বিবৃতিতে পাক সেনা বলেছে, কোর কমান্ডার কনফারেন্স কাশ্মীর নিয়ে পাক সরকারের ‘ভারতের কাজকর্মের প্রত্যাখ্যান’কে পূর্ণ সমর্থন করছে।
পাকিস্তান গতকালই ভারত সরকারের ৩৭০ অনুচ্ছেদ রদের তীব্র প্রতিবাদ করেছে, ভারতের ‘বেআইনি’, ‘একতরফা’ পদক্ষেপ মোকাবিলায় সম্ভাব্য সব রাস্তা প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে।