করাচি: দেশের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যাওয়া জঙ্গি সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুখ খুলেছিলেন তিনি। বলেছিলেন, নিষিদ্ধ করা হোক জঙ্গি গোষ্ঠী লস্কর ই জাঙ্গভি ও পাক তালিবানকে। আবদুল আজিজ নামে এক কট্টরপন্থী মোল্লাকে গ্রেফতারের জন্য নওয়াজ শরিফ সরকারের ওপর চাপও তৈরি করেছিলেন। নিজের জীবন দিয়ে এই দুঃসাহসেরই দাম চোকালেন পাকিস্তানের মানবাধিকার কর্মী খুররম জাকি। শনিবার গভীর রাতে করাচিতে কয়েকজন অজ্ঞাতপরিচয় বন্দুকধারীর গুলিতে খুন হয়ে গেলেন তিনি।
করাচি পুলিশ জানিয়েছে, মধ্য করাচির এক কাফেতে জাকির ওপর হামলা করে ৪ দুষ্কৃতী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়, আহত হন তাঁর এক সঙ্গী। পরে মারা যান তিনিও। পাক তালিবানের একটি অংশ, হাকিমুল্লাহ গোষ্ঠী এই হামলার দায়স্বীকার করেছে। তাদের বক্তব্য, কট্টরপন্থী আবদুল আজিজের বিরুদ্ধে গলা চড়ানোর মাসুলই জাকিকে এভাবে দিতে হল। তাদের দাবি সত্যি কিনা খতিয়ে দেখছে পুলিশ।
সুন্নি সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর ই জাঙ্গভি, পাক তালিবান ও মোল্লা আবদুল আজিজের বিরুদ্ধে বারবার মুখ খুলেছেন খুররম জাকি। ২০১৪-য় পেশওয়ার স্কুল হামলায় ১৩৪জন স্কুল পড়ুয়া খুন হলে আজিজ সেই ঘটনার সাফাই গেয়েছিলেন। এছাড়া তাঁর বরাবর চাহিদা, পাকিস্তানের নির্বাচিত সরকারকে সরিয়ে দিয়ে শরিয়া রাজত্ব কায়েম করা হোক। এর বিরুদ্ধে তীব্র ধিক্কার দিয়ে জাকি তাঁর গ্রেফতারি দাবি করেন, পথে নেমে প্রতিবাদ মিছিলও করেছিলেন তিনি।
সম্ভবত এর দামই শনিবার দিতে হল তাঁকে, নিজের প্রাণের মূ্ল্যে।
তালিবান ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে মুখ খোলার মাসুল, করাচিতে খুন সমাজকর্মী
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 May 2016 12:44 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -