পাকিস্তানে সংখ্যালঘু বালক নৃশংসভাবে খুন
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
08 May 2016 10:55 AM (IST)
NEXT
PREV
করাচি: পাকিস্তানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা অব্যাহত। এমনকী ঘৃণার থাবা থেকে ছাড় পাচ্ছে না শিশুরাও। এপ্রিল মাসে সিন্ধু প্রদেশের হায়দরাবাদ ক্লাবে সুইমিং পুলের মধ্য থেকে মৃত অবস্থায় উদ্ধার হয়েছে ১১ বছরের এক বালক। এ ব্যাপারে তদন্ত চেয়ে বিক্ষোভে ফেটে পড়েছে এলাকার সংখ্যালঘু সম্প্রদায়। মৃত ছেলেটির বাবা চেতন কুমার জানিয়েছেন, ঘটনার দিন এক ঘণ্টার ওপর নিখোঁজ ছিল সে। তারপর তার দেহ উদ্ধার হয় ওই ক্লাবের ৪ ফুট গভীর সুইমিং পুলের মধ্যে। তার মুখে অত্যাচারের চিহ্ন ছিল। মৃতের পরিবারের সদস্যদের অভিযোগ, যৌন নির্যাতন করে খুনের পর তাকে পুলের জলে ছুঁড়ে ফেলে দুষ্কৃতীরা। চেতন কুমার আরও অভিযোগ করেছেন, তাঁদের বারবার অনুরোধের পরেও ঘটনার দিনের সিসিটিভি ফুটেজ দিতে রাজি নয় ক্লাব কর্তৃপক্ষ। স্থানীয় সংখ্যালঘু নেতাদের বক্তব্য, এটি কোনও দুর্ঘটনায় মৃত্যু নয়, ছেলেটিকে অত্যাচার করে খুন করা হয়েছে। তাঁদের দাবি, ঘটনার প্রকৃত তদন্ত করে অপরাধীদের শাস্তি দিতে হবে।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -