ইসলামাবাদ: পাকিস্তানের হবু প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) পার্টিতে যোগ দিলেন তাঁর সৎ মেয়ে মেহরু মানেকা। মেহরু ইমরানের বর্তমান ও তৃতীয় পক্ষের স্ত্রী বুশরা মানেকার মেয়ে। ডন নিউজ টিভি-র খবর, ইমরানের সঙ্গে আলোচনা করেই পিটিআইতে সামিল হলেন মেহরু। সেই আলোচনায় বুশরাও উপস্থিত ছিলেন।
গত ফেব্রুয়ারিতে লাহোরে বিয়ে হয় ইমরান, বুশরার। সুফি মতবাদে বিশ্বাসী পন্ডিত বুশরা আধ্যাত্মিক দিশা দেখান। বিয়ের পরও বলতে গেলে এপর্যন্ত তাঁকে প্রকাশ্যে দেখা দেখা যায়নি, রাজনীতিতেও কোনও ভূমিকা নেই তাঁর। যদিও ২৫ জুলাইয়ের ভোটপর্বে ইমরানের দল দুর্দান্ত ফল দেখানোয় তিনি গোটা দেশকে অভিনন্দন জানিয়ে বলেন, আল্লাহ সর্বশক্তিমান দেশবাসীকে এমন একজন নেতা দিয়েছেন যিনি তাঁদের অধিকারের কথা ভাবেন।
এদিকে ইমরানের নাম আজ সরকারি ভাবে সর্বসম্মতির ভিত্তিতে তাদের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে ঘোষণা করল তাঁর দলের পার্লামেন্টারি কমিটি। এক হোটেলে বৈঠকে বসেছিল তারা। সাধারণ নির্বাচনে ন্যাশনাল অ্যাসেম্বলিতে একক বৃহত্তম দল হয়েছে পিটিআই। ইমরান তাঁর ভাষণে দেশবাসীর প্রত্যাশা পূরণ করে দেশকে বর্তমান আর্থিক সঙ্কট থেকে উদ্ধার করার শপথ নিয়েছেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী বা ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য হওয়া আমার লক্ষ্য ছিল না। দেশবাসী যেসব ইস্যুতে আমাদের ভোটে জিতিয়েছেন, সেগুলি অগ্রাধিকারের ভিত্তিতে মোকাবিলা করতে হবে। দেশে আর্থিক সঙ্কট চলছে, যা থেকে মুক্তি চাই। আমরা ঋণ পরিশোধের ব্যাপারে প্রবাসী পাকিস্তানিদের কাছে আবেদন জানাব। পিটিআই নেতা তথা ইমরানের টিমের সম্ভাব্য অর্থমন্ত্রী আসাদ উমরের হিসাব, আর্থিক ঘাটতি মেটাতে পাক অর্থনীতির প্রয়োজন ১২ বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ। কোথা থেকে তার ব্যবস্থা হবে, ৬ সপ্তাহের মধ্যে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।