মস্কো: করোনা আক্রান্ত রাশিয়ার করোনা হাসপাতালের প্রধান চিকিৎসক। এই খবর সামনে আসতেই বিভিন্ন মহলে দেখা দিয়েছে উদ্বেগ। গত সপ্তাহেই প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়েছিলেন ওই প্রধান। তবে সবাইকে আশ্বাস দিয়ে ক্রেমলিনের তরফে জানানো হয়, এতে চিন্তার কোনও কারণ নেই।


পুতিনে মুখপাত্র ডিমিট্রি পেসকোভ বলেন, ‘এতে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ নেই। নিয়মিত পর্যবেক্ষণের মধ্যেই থাকেন পুতিন। রোজ চলছে তাঁর পরীক্ষাও। সবকিছু ঠিকঠাকই রয়েছে।’

করোনা আক্রান্ত রোগীদের সঙ্গে কথা বলার জন্য হাসপাতালে একটি বায়োহার্ড স্যুইট দান করেন ভ্লাদিমির পুতিন। সেই সূত্রেই হাসপাতালে এসেছিলেন তিনি। সেখানে তাঁকে হাসপাতাল এর সফর করান চিকিৎসক ডেনিশ প্রোটসেনকো। এর কয়েকদিন পরেই জানা যায় করোনা আক্রান্ত হয়ে পড়েছেন খোদ ওই চিকিৎসকই।

পরে ফেসবুক পোস্টে ওই চিকিৎসক জানান, তাঁর শরীরে করোনার লক্ষণ অত্যন্ত সামান্য। তিনি মধ্যেই আইসোলেশনে চলে গিয়েছেন তিনি। তবে সেখানে থেকেও সামলাবেন হাসপাতালের কাজ।