এডেন (ইয়েমেন): প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমলে ঘটা প্রথম মার্কিন সামরিক বাহিনীর জঙ্গিদমন অভিযানে ইয়েমেনে ৪১ জন সন্দেহভাজন আল-কায়দা জঙ্গির মৃত্যু হয়েছে। নিহত হয়েছেন ১৬ নাগরিকও।
খবরে প্রকাশ, এদিন ভোরবেলা মার্কিন বোমারু বিমান হানা দেয় ইয়েমেনে। সেখানে বাইদা প্রদেশের ইয়াকলা জেলায় বোমাবৃষ্টি করে মার্কিন যুদ্ধ-হেলিকপ্টারগুলি। তাতে ৪১ জন সন্দেহভাজন আল-কায়দা জঙ্গির মৃত্যু হয়েছে। পাশাপাশি, ৮ মহিলা ও ৮ শিশুরও মৃত্যু হয়েছে ওই হানায়।
মার্কিন বিদেশ দফতরের এক আধিকারিক জানান, আল-কায়দার উপজাতি প্রধানদের মূলত এদিন টার্গেট করা হয়েছিল। জানা গিয়েছে, একটি স্কুল, একটি মসজিদ এবং একটি মেডিক্যাল সেন্টারও গুঁড়িয়ে দেওয়া হয়। মার্কিন প্রশাসনের দাবি, ওই সবকটি জায়গা আল-কায়দার দখলে ছিল।
সূত্র মারফৎ যে খবর প্রকাশিত হয়েছে, তাতে জানানো হয়েছে, এদিনের হানায় আল-কায়দার উপজাতি প্রধান আব্দুল রউফ ও সুলতান আল-জাহাব এবং সঈফ আলাওয়ি আল-জাওফি। এর মধ্যে আব্দুল ও সুলতান সম্পর্কে ভাই। এদের আরও ২ ভাই মার্কিন ড্রোন হানায় আগেই মারা গিয়েছে।
পাশাপাশি, এদিনের হানায় আল-কায়দার আঞ্চলিক প্রধান আবু বরাজানের মৃত্যু হয়েছে বলেও খবর। অন্য একটি সূত্র জানাচ্ছে, এদিনের কপ্টার হানার পাশাপাশি, অভিযানে অংশ নিয়েছিল মার্কিন কমান্ডোরাও। যদিও, পেন্টাগনের তরফে এর সত্যতা স্বীকার করা হয়নি।
প্রসঙ্গত, গত ২০ তারিখ মার্কিন প্রেসিডেন্ট পদে শপথ নেন ডোনাল্ড ট্রাম্প। তারপর এটিই প্রথম মার্কিন হানা। গতকালই ইয়েমেন, সিরিয়া সহ সাত দেশের শরণার্থী ও নাগরিকদের ঢোকার ওপর নিষেধাজ্ঞা জারি করে ট্রাম্প প্রশাসন। তার ২৪-ঘণ্টার মধ্যে ইয়েমেনে হানা চালিয়ে নিজের মনোভাব আরও একবার স্পষ্ট করলেন ট্রাম্প।