লন্ডন: নয় নয় করে তিন সপ্তাহ কেটে গিয়েছে তাঁর প্রয়াণের পর। ঘোষণা হয়ে গিয়েছে নতুন রাজা এবং তাঁর উত্তরাধিকারীরও। কিন্তু রানিকে হারানোর শোকে এখনও কাতর ব্রিটেন (Queen Elizabeth II Demise)। সেই আবহেই রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্য়ুর সঠিক কারণ সামনে এল। জানা গেল, বার্ধ্যজনিত কারণেই ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্য়াগ করেন তিনি।


সামনে এল রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর কারণ


eবৃহস্পতিবার রানির মৃত্যুর শংসাপত্র সামনে এসেছে (Queen Elizabeth II Death CErtificate) । তাতে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ রয়েছে বার্ধক্য়ের। স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রানি। গত ৮ সেপ্টেম্বর তাঁর অসুস্থতার কারণ সামনে আসে প্রথমে। তার কয়েক ঘণ্টার মধ্যেই জানা যায়, পরিবারের সদস্যদের উপস্থিতিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রানি (Britain)।


রানির মৃত্যুর শংসাপত্র সামনে এনেছে ন্য়াশনাল রেকর্ডস অফ স্কটল্যান্ড। সেখানে মৃত্য়ুর তারিখ দেখানো হয়েছে ৮ সেপ্টেম্বর। রানির মেয়ে রাজকুমারী অ্যান ১৬ সেপ্টেম্বর মায়ের মৃত্যু নথিভুক্ত করেন। মৃত্যুর আগে ১৪ ঘণ্টা তিনি মায়ের পাশেই ছিলেন বলে এর আগে সংবাদমাধ্যমকে জানান রাজকুমারী অ্যান। 



আরও পড়ুন: US Visa: ভারতীয়দের জন্য অপেক্ষার সময় দু’বছর, চিনাদের জন্য দু‘দিন, মার্কিন ভিসায় বৈষম্য!


শংসাপত্রে রানির মৃত্যুস্থান হিসেবে ব্য়ালমোরাল প্রাসাদের উল্লেখ রয়েছে। বাকিংহ্যাম প্যালেস, উইন্ডসর কেল্লার পাশাপাশি সেখানেই সবচেয়ে বেশি সময় অতিবাহিত করতেন রানি। শংসাপত্রে রানির স্বামী, প্রয়াত প্রিন্স ফিলিপ, ডিউক অফ এডিনবরা, বাবা, প্রয়াত রাজা ষষ্ঠ জর্জ এবং মা, রানি এলিজাবেথের উল্লেখ রয়েছে। পেশার জায়গায় উল্লেখ রয়েছে 'রানি'।


ব্রিটেনের রাজতন্ত্রের ইতিহাসে সবচেয়ে দীর্ঘমেয়াদি শাসক রানি। ১৯৫২ সালে সিংহাসনে আরোহন ঘটে তাঁর। তার পর দীর্ঘ ৭০ বছর ব্রিটেনে রাজত্ব করেছেন তিনি। ব্রিটেনে রানির মৃত্যু হলে, তাঁর মৃত্যু নথিভুক্ত করাতে হত না। কারণ রাজা বা রানির ক্ষেত্রে সে দেশে এই নিয়ম কার্যকর নয়। কিন্তু স্কটল্যান্ডে এই নিয়ম খাটে না। সেখানে ব্যক্তি নির্বিশেষে সকলের মৃত্যু নথিভুক্ত করা বাধ্যতামূলক।


ব্রিটেনের রাজ পরিবারের দীর্ঘমেয়াদি শাসক রানি দ্বিতীয় এলিজাবেথ


রানির মৃত্যুর পর তাঁর বড় ছেলে, চার্লস ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নামে সিংহাসনে আরোহন করেছেন। তাঁর স্ত্রী ক্যামিলা রানির ইচ্ছা অনুসারে ক্যুইন কনসর্ট হয়েছেন। রাজা চার্লসের ছেলে প্রিন্স উইলিয়াম এর পর সিংহাসনে বসবেন।