ঢাকা: প্রবল বৃষ্টির জেরে হওয়া ধসে বাংলাদেশে প্রাণ হারালেন অন্তত ১২৫ জন। নিহতদের মধ্যে একাধিক সামরিক অফিসারও রয়েছেন। এখনও মাটির নীচে অনেকে চাপা পড়ে আছেন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা।
বাংলাদেশ সংবাদমাধ্যম সূত্রে খবর, ভারত সীমান্ত লাগোয়া পার্বত্য জেলা রাঙামাটি, বান্দরবান এবং চট্টগ্রামে পাহাড়ে ধস নামে। সবচেয়ে ক্ষতিগ্রস্ত রাঙামাটি। সেখানেই তার সামরিক কর্মী সহ অন্তত ৭৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ওই সেনাকর্মীরা ধসে বন্ধ হওয়া হাইওয়ে পরিষ্কার করার দায়িত্বে ছিলেন।
এছাড়া, চট্টগ্রামের অন্তর্গত রঙ্গুনিয়া ও ছন্দানায়েশ উপজেলা অঞ্চলে ২৩ জনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে। বান্দরবানে মারা গিয়েছেন ৬ জন। আহত হয়েছেন আরও ৫। খবরে প্রকাশ, আহতের সংখ্যা শতাধিক। বহু জায়গায় ধসের নীচে দেহ চাপা পড়ে রয়েছে বলে আশঙ্কা। কিন্তু, প্রতিকূল আবহাওয়ার কারণে সেখানে উদ্ধারকার্য শুরু করা যায়নি।
বাংলাদেশ প্রশাসন জানিয়েছে, ধসে অধিকাংশ মৃত্যু হলেও অনেকে বিদ্যুৎস্পৃষ্ট, ডুবে ও দেওয়াল চাপা পড়েও মারা গিয়েছেন। বাংলাদেশ সেনার মুখপাত্র জানান, রাঙামাটিতে যে ৪ সামরিক কর্মীর মৃত্যু হয়েছে, তাঁদের মধ্যে এক মেজর, এক ক্যাপ্টেন পদমর্যাদার অফিসারও রয়েছেন। একজন নিখোঁজ। আরও ১০ জন আহত হয়েছেন।
আধিকারিকরা জানান, ধস যখন নামে, তখন বহু মানুষ ঘুমে আচ্ছন্ন ছিলেন। যে কারণে, মৃত্যুর সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মৃতদের মধ্যে বহু শিশুও রয়েছে বলে খবর। প্রসঙ্গত, ঠিক দুসপ্তাহ আগেই ঘূর্ণিঝড় মোরা-য় আটজনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছিলেন শতাধিক।