লাহৌর: ২০০৮ সালের ২৬ নভেম্বরে মুম্বইয়ে জঙ্গি হামলার ঘটনা নিয়ে নতুন করে তদন্ত এবং জামাত উদ দাওয়া জঙ্গিগোষ্ঠীর প্রধান হাফিজ সঈদকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানাল ভারত। পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রকের এক আধিকারিক সংবাদসংস্থা পিটিআই-কে বলেছেন, এই মামলায় ২৪ জন সাক্ষীকে বয়ান দিতে পাঠানোর জন্য ভারতকে চিঠি দিয়েছিল পাকিস্তান। তারই জবাবে নতুন করে তদন্ত শুরু করা এবং সঈদ ও লস্কর ই তৈবা কমান্ডার জাকিউর রহমান লকভিকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর দাবি জানিয়েছে।
গত ৩০ জানুয়ারি সন্ত্রাস দমন আইনে সঈদ ও জামাত উদ দাওয়া এবং ফালাহ ই ইনসানিয়ত চার নেতাকে গৃহবন্দি করেছে পাকিস্তান। পাক অভ্যন্তরীণ মন্ত্রকের ওই আধিকারিক বলেছেন, ভারত যদি মুম্বই হামলার ঘটনায় সঈদের বিরুদ্ধে জোরাল প্রমাণ দেয়, তাহলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পাকিস্তানের কোনও আপত্তি নেই।
ফের ২৬/১১ হামলার তদন্ত, হাফিজ সঈদকে কাঠগড়ায় তোলার দাবি ভারতের
Web Desk, ABP Ananda
Updated at:
02 Mar 2017 10:57 PM (IST)
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -