লন্ডন হামলার সূত্র সন্ধান পাকিস্তানেও, তল্লাশি জঙ্গির আত্মীয়র রেস্তোরাঁয়
ABP Ananda, web desk | 06 Jun 2017 08:01 PM (IST)
ইসলামাবাদ ও লন্ডন: লন্ডনে জঙ্গি হামলার সূত্র সন্ধানে এবার তল্লাশি পাকিস্তানে। লন্ডনে হামলার ঘটনায় যুক্ত পাক বংশোদ্ভূত জঙ্গির আত্মীয়র রেস্তোরাঁয় হানা দিল পাকিস্তানি কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত শনিবার লন্ডনে জঙ্গি হামলায় সাত জনের মৃত্য হয়। ২৭ বছরের খুরাম ভাট ও আরও দুই জঙ্গি লন্ডন ব্রিজের ওপর ফুটপাথে পথচারীদের ওপর গাড়ি চালিয়ে দেয়। এরপর বরো মার্কেটে তারা ছুরি নিয়ে হামলা চালিয়েছিল। ব্রিটেনের পুলিশ গতকাল দুই হামলকারীকে শনাক্ত করেছে। একজন পাক বংশোদ্ভূত বাট ও অন্যজন মরক্কো-লিবিয়াজাত রাচিড রেদোয়ান। এদিন সকালে সাদা পোশাকে পাক আধিকারিকরা ঝিলাম শহরে বাটের আত্মীয়র একটি রেস্তোরাঁয় হানা দেন। সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে এ কথা জানা গেছে। ওই রেস্তোরাঁর মালিক স্থানীয় নামী ব্যবসায়ী নাসির বাট বলে জানা গেছে। তাঁর মালিকানাধীন রেস্তোরাঁয় পাক সামরিক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন বলে মনে করা হচ্ছে। ঘটনাস্থলে থাকা এক আধিকারিক বলেছেন, ব্রিটিশ আধিকারিকরা জানিয়েছেন, খুরাম ভাটের মগজধোলাইয়ের কাজটা হয়েছে ব্রিটেনেই। এক্ষেত্রে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাটের আত্মীয়দের বাড়িতে এই তল্লাশি চালানো হচ্ছে। বাটের পরিবারের সদস্যদের করা সমস্ত টেলিফোন কলগুলি খতিয়ে দেখা হচ্ছে।