অনলাইনে জেহাদি প্রচার, রোমানিয়া থেকে বহিষ্কার করা হবে ‘অবাঞ্ছিত’ পাকিস্তানিকে
Web Desk, ABP Ananda | 31 Aug 2016 01:19 PM (IST)
বুখারেস্ট: অনলাইনে জেহাদি প্রচার চালানোর অভিযোগে রোমানিয়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হল এক পাকিস্তানিকে। রোমানিয়ার এক অভিবাসন কর্তা জানিয়েছেন, ২০১৫-র শেষদিকে বেআইনিভাবে ইউরোপীয় ইউনিয়নভুক্তে দেশটিতে প্রবেশ করা সন্দেহভাজন লোকটি বর্তমানে পুলিশি হেফাজতে আছে। তাকে বহিষ্কার করে পাকিস্তানে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। আগামী ১০ বছরে তার আবার রোমানিয়ায় ঢোকাও নিষিদ্ধ করা হচ্ছে। এক বিবৃতিতে রোমানিয়ার গুপ্তচর সংস্থার অফিসাররা জানিয়েছেন, নিজের দেশে সক্রিয় সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলির সমর্থনে অনলাইনে প্রচার চালাচ্ছিল সে। ইসলামি মৌলবাদ সমর্থনের পাশাপাশি বিশ্বজুড়ে জেহাদের ডাকও দেয় সে। তার প্রচার নজরে পড়ে নিরাপত্তা সংস্থাগুলির। ইন্টারনেটে বোমা তৈরি নিয়ে গবেষণার দায়েও অভিযুক্ত হয়েছে সে। প্রসঙ্গত, সম্প্রতি ফ্রান্স, বেলজিয়াম ভয়াবহ সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হওয়ার পর নড়েচড়ে বসেছে রোমানিয়া সরকার। কঠোর সন্ত্রাস দমন আইন আনতে চলেছে তারা। গত সোমবারই সন্ত্রাসবাদী কার্যকলাপে জড়িত বলে কাউকে সন্দেহ হলে যাতে আগের চেয়ে আরও সহজে রোমানিয়া থেকে বহিষ্কার করা যায়, সে ব্যাপারে পার্লামেন্টে বিল পেশ করেছেন আইনপ্রনেতারা।