ওয়াশিংটন: রাশিয়া দাবি করেছে যে, তারা ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহার করছে। এরইমধ্যে ইউক্রেন সংকট নিয়ে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বড়সড় মন্তব্য। তিনি বলেছেন, ইউক্রেনে রাশিয়ার অনুপ্রবেশের আশঙ্কা খুবই প্রবল এবং তা আগামী কয়েকদিনের মধ্যেই হতে পারে।
রাশিয়ার দাবি উড়িয়ে হোয়াইট হাউসে বাইডেন সাংবাদিকদের বলেছেন, আশঙ্কা খুবই প্রবল। রাশিয়া তাদের কোনও বাহিনীই সরায়নি। বরং তারা আরও বাহিনী মোতায়েন করেছে। বাইডেন আরও বলেছেন, ওরা ছদ্ম ফ্ল্যাগ অপারেশন করছে হামলা করার একটা অজুহাতের জন্য।
বাইডেন আরও বলেছেন, আমরা যে সব ইঙ্গিত পাচ্ছি, তাতে দেখা যাচ্ছে যে, ইউক্রেনের ভেতরে ঢুকতে এবং ইউক্রেনে হামলা চালাতে তারা প্রস্তুত। আমার মনে হচ্ছে, আগামী কিছুদিনের মধ্যেই তা হতে পারে।
বাইডেন বলেছেন, চলতি অচলাবস্থার কূটনৈতিক সমাধানে মার্কিন প্রস্তাবের ক্ষেত্রে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নয়া ও লিখিত জবাব তিনি এখনও পড়ে দেখেননি।
ইউক্রেনের পশ্চিমপন্থী নীতি ও ন্যাটো-তে সামিল হওয়ার দীর্ঘমেয়াদি লক্ষ্য বানচাল করার লক্ষ্যে রুশ সামরিক বাহিনী ইউক্রেনের অধিকাংশ সীমান্ত ঘিরে রয়েছে।<
/p>
এর পাশাপাশি বাইডেন বলেছেন, এখনও সমস্যার কূটনৈতিক নিষ্পত্তির উপায় রয়েছে এবং আগামী বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্চে মার্কিন বিদেশ সচিব তাঁর ভাষণে ওই উপায়ের রূপরেখা তুলে ধরতে পারেন। রুশ প্রেসিডেন্ট পুতিনকে ডাকার কোনও পরিকল্পনা এখন নেই বলেও জানিয়েছেন বাইডেন।
উল্লেখ্য, ইউক্রেন সংকট নিয়ে বারেবারেই রাশির দাবি নিয়ে প্রশ্ন তুলেছে। হোয়াইট হাউস বুধবার বলেছে যে, ইউক্রেনে যে কোনও সময় রুশ হামলা হতে পারে। বুধবার হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি আশঙ্কা প্রকাশ করে বলেন, যে কোনও সময় হামলা হতে পারে। সাকি সাংবাদিকদের সঙ্গে তাঁর দৈনিক কথাবার্তার সময় বলেন, আমাদের যে টুকু মনে হচ্ছে, তাতে যে কোনও সময় হামলা হতে পারে। রাশিয়া কোনও ভুয়ো অজুহাত খাড়া করে ইউক্রেনে হামলা চালাতে পারে।