নয়া দিল্লি: ইউক্রেনের চার শহরে আজ সকালে ফের যুদ্ধবিরতি ঘোষণা করল রাশিয়া। মস্কো জানিয়েছে, কিভ, চেরনিভ, সুমি ও মারিওপোলে সংঘর্ষবিরতি ঘোষণা করা হয়েছে। ওই চার শহরে থেকে কোন রাস্তা দিয়ে তারা নাগরিকদের সরিয়ে নেবে, তা ইউক্রেন ঠিক করতে পারে।
এর আগে সংঘর্ষবিরতি ঘোষণার পরও তা লঙ্ঘনের একাধিকবার অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। সেইসঙ্গে শুধুমাত্র রাশিয়ার সীমান্ত পথই সংঘর্ষবিরতিতে খোলা রাখা হচ্ছে বলেও অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতেই রাষ্ট্রপুঞ্জে রাশিয়ার প্রতিনিধি জানান, যুদ্ধবিধ্বস্ত শহর থেকে নাগরিকদের সরিয়ে নেওয়া ও বিভিন্ন সাহায্য পৌঁছোনোর জন্য আজ সংঘর্ষবিরতি ঘোষণা করা হয়েছে।
রাশিয়া ইউক্রেনের ১৩ দিনের সংঘর্ষে প্রায় ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে ইউক্রেনের একাধিক শহর। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও গোলা মুহূর্মুহূ আছড়ে পড়ছে বিভিন্ন শহরে। এরইমধ্যে পাল্টা আঘাতের দাবি করেছে ইউক্রেন। তাদের দাবি, কিভের আকাশে রাশিয়ার একটি বিমানকে তারা ধ্বংস করেছে।
আরও পড়ুন, এখনই যুদ্ধ বন্ধ নয়? রাশিয়া-ইউক্রেনের তৃতীয় রাউন্ডের শান্তি বৈঠকও নিষ্ফল
এদিকে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ কবে থামবে? দিশা মিলল না বেলারুশের বৈঠকে। ইউক্রেনের সঙ্গে তৃতীয় দফার বৈঠকের পরে রাশিয়ার প্রতিক্রিয়া, প্রত্যাশা পূরণ হয়নি! তবে ইউক্রেনের দাবি, আলোচনা ইতিবাচক! আজই ফোনে রাশিয়া ও ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেন মোদি। সংঘাত মেটাতে পুতিন যাতে সরাসরি জেলেনস্কির সঙ্গে কথা বলেন, সেই অনুরোধ জানান প্রধানমন্ত্রী।
প্রায় ২ সপ্তাহ হতে চলল। ইউক্রেনে আক্রমণ থামাচ্ছে না রাশিয়া। ইউক্রেনের খারকিভ, মারিওপোল, মাইকোলেভ, লুহানস্ক, নিকোলেভের মতো শহরগুলি কার্যত ধ্বংসস্তূপে পরিণত। এত মৃত্যু, এত ক্ষয়ক্ষতি, বিশ্বজোড়া চাপানউতোর, যুদ্ধ বন্ধ করার আবেদন, কিন্তু এখনও অবধি রাশিয়ার নমনীয় হওয়ার লক্ষ্মণ দেখা যাচ্ছে না। সোমবার সকালে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ-র অনুরোধে, কিভ, মারিওপোল, খারকিভ এবং সুমি শহরে সাময়িক যুদ্ধ বিরতি ঘোষণা করে রাশিয়া।