Ukraine war newsরাশিয়া ও ইউক্রেনের তৃতীয় রাউন্ডের শান্তি বৈঠকও নিষ্ফল হল।  সূত্রের খবর, দু’পক্ষ সোমবার বেলারুশে বৈঠকে বসলেও তার থেকে সংঘর্ষ থামানোর কোনও রফাসূত্র বেরোয়নি। ইউক্রেনের প্রতিনিধিদলের এক সদস্য জানান, সংঘর্ষের মধ্যে করিডর তৈরি করে কীভাবে যুদ্ধবিধ্বস্ত শহর থেকে নাগরিকদের বের করা যায়, তা নিয়ে কিছুটা ইতিবাচক আলোচনা হয়েছে। 


এবার বিদেশমন্ত্রী পর্যায়ে বৈঠকে বসতে চলেছে ইউক্রেন ও রাশিয়া।  বৃহস্পতিবার রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে তুরস্কে বৈঠক হওয়ার কথা ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্র কুলেবার।  ইউক্রেনের বিদেশমন্ত্রী জানিয়েছেন, শান্তি ফেরানোর জন্য তিনি যে কারও সঙ্গে আলোচনায় বসতে রাজি। 


সোমবার তুরস্কের টেলিভিশন চ্যানেলে তুরস্কের বিদেশমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেন, "উভয় মন্ত্রীই আমাকে বৈঠকে অংশ নিতে এবং ত্রিপক্ষীয় বিন্যাসে বৈঠকটি করতে বলেছেন।" তুরস্ক আগেই রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ এবং ইউক্রেনের দিমিত্রো কুলেবাকে  Antalya Diplomacy Forum-এ দেখা করার জন্য আমন্ত্রণ জানান।


 তুরস্ক, ইউক্রেন এবং রাশিয়া উভয় দেশের সঙ্গেই অর্থনৈতিক লেনদেনে যুক্ত।  গত মাসে রাশিয়ার  আক্রমণের আগেই  এই সংকটের মধ্যস্থতা করার চেষ্টা করে। 


 






এই পরিস্থিতিতে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কির সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় সরকার সূত্রের খবর 
পুতিনের সঙ্গে প্রায় ৫০ মিনিট কথা বলেন নরেন্দ্র মোদি। সুমি-সহ ইউক্রেনের বিভিন্ন শহরে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের প্রসঙ্গে তাঁদের কথা হয়। ভারতীয় পড়ুয়াদের উদ্ধারের বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন রাশিয়ার প্রেসিডেন্ট। সূত্রের খবর, সমাধান খুঁজতে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে পুতিন যাতে সরাসরি কথা, সেই অনুরোধ জানান প্রধানমন্ত্রী। এরপর ইউক্রেনের প্রেসিডেন্টের সঙ্গেও ফোনে প্রায় ৩৫ মিনিট কথা বলেন নরেন্দ্র মোদি। 


রাশিয়া ইউক্রেনের ১৩ দিনের সংঘর্ষে প্রায় ধ্বংসস্তূপের চেহারা নিয়েছে ইউক্রেনের একাধিক শহর। রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও গোলা মুহূর্মুহূ আছড়ে পড়ছে বিভিন্ন শহরে।  এরইমধ্যে পাল্টা আঘাতের দাবি করেছে ইউক্রেন।  তাদের দাবি, কিভের আকাশে রাশিয়ার একটি বিমানকে তারা ধ্বংস করেছে।