সেন্ট পিটার্সবার্গ: রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে স্থায়ী আসন এবং পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর (এনএসজি) সদস্যপদ নিয়ে ভারতের দাবিকে ফের সমর্থন করার প্রতিশ্রুতি দিল রাশিয়া। বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠক হয়। সেই বৈঠকেই এই প্রতিশ্রুতি দেন রাশিয়ার প্রেসিডেন্ট।
মোদী-পুতিন বৈঠকের পর এক ‘ভিশন ডকুমেন্ট’ প্রকাশ করা হয়। তাতে বলা হয়েছে, ‘আমরা মনে করি রাষ্ট্রপুঞ্জ এবং বিশেষ করে নিরাপত্তা পরিষদের সংস্কার জরুরি। বাস্তব পরিস্থিতির প্রতিনিধিত্ব যাতে আরও বেশি থাকে এবং চ্যালেঞ্জ ও আশঙ্কাজনক পরিস্থিতির মোকাবিলা যাতে আরও ভালভাবে করা যায়, সেটা নিশ্চিত করতে হবে। রাশিয়া ফের রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যপদ নিয়ে ভারতের দাবিকে সমর্থন করছে। পরমাণু সরবরাহকারী গোষ্ঠীর সদস্য হওয়ার জন্য ভারতের আবেদনকে স্বাগত জানাচ্ছে রাশিয়া।’
ভারত গত বছরই এনএসজি-র সদস্য হওয়ার আবেদন জানায়। কিন্তু চিনের বাধায় এই গোষ্ঠীর সদস্য হতে পারেনি ভারত। এ বিষয়ে রাশিয়া ফের পাশে থাকার বার্তা দেওয়ায় আশা দেখছে ভারত। মোদী-পুতিনের ‘ভিশন ডকুমেন্ট’-এ চিনের ওয়ান বেল্ট ওয়ান রোড প্রকল্পেরও বিরোধিতা করা হয়েছে। এই প্রকল্পটিকে চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের নিজস্ব প্রকল্প বলে উল্লেখ করে বলা হয়েছে, সংশ্লিষ্ট দেশগুলির সার্বভৌমত্ব বিঘ্নিত হচ্ছে। ওই দেশগুলির স্বার্থ এবং মূল আপত্তিগুলি অগ্রাহ্য করা হচ্ছে। আন্তর্জাতিক রাজনীতি, অর্থনীতির ক্ষেত্রেও সহযোগিতার বার্তা দিয়েছে ভারত-রাশিয়া।
ভারতের এনসজি সদস্যপদ, নিরাপত্তা পরিষদে স্থায়ী আসনের দাবিকে সমর্থন রাশিয়ার
Web Desk, ABP Ananda
Updated at:
01 Jun 2017 11:39 PM (IST)
ছবি সৌজন্যে ট্যুইটার
NEXT
PREV
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -