মস্কো: করোনাভাইরাস সংকটের মধ্যেই রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরের একটি হাসপাতালে বড়সড় বিপর্যয়। মঙ্গলবার হাসপাতালের আইসিইউ-র ওভারলোডেড ভেন্টিলেটরে আচমকা অগ্নিকাণ্ডের ফলে পাাঁচ করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। ১৫০ জনকে হাসপাতালের বাইরে নিরাপদভাবে নিয়ে আসা হয়। রাশিয়ার সংবাদসংস্থা এ খবর জানিয়েছে।
রুশ সংবাদসংস্থা তাস জানিয়েছে, সেন্ট জর্জ হাসপাতালে কৃত্রিম ভেন্টিলেশনে রাখা পাঁচ রোগী এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন। কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়।


রাশিয়ার আপতকালীন মন্ত্রকের সংবাদমাধ্যম পরিষেবা বিভাগ সংবাদসংস্থাকে জানিয়েছে যে, আগুন এক বর্গ মিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে।হাসপাতাল থেকে সঙ্গে সঙ্গে ১৫০ জনকে বের করে আনা হয়। ভেন্টিলেশনের মেশিনে শর্ট সার্কিট অগ্নিকাণ্ডের কারণ বলে প্রাথমিকভাবে অনুমান। গত মার্চ মাস থেকে এই হাসপাতালে কোভিড-১৯ আক্রান্তদের চিকিত্সার বন্দোবস্ত করা হয়েছে।

রাশিয়ার করোনা আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়ছে। গত ২৪ ঘন্টাতে নতুন করে করোনা আক্রান্ত ১০,৮৯৯। মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,৩২,২৪৩। এক-একদিনে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়ানোর ঘটনা কয়েকদিন ধরেই চলছে। গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যা ১০৭ থেকে বেড়ে হয়েছে ২,২১৬। সংক্রমণ-মুক্ত ৪৩,৫১২।
রাশিয়ার করোনার প্রকোপ সবচেয়ে বেশি রাজধানী মস্কোতে। জানা গেথে, রবিবার ২,৪৭,৮৪২ জনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। টেস্টের সংখ্যা ৫০ লক্ষ ছাড়িয়েছে।