গুরুতর অসুস্থ রুশ প্রেসিডেন্ট পুতিন, আগামী বছরের শুরুতেই দায়িত্ব ছাড়ছেন?
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
06 Nov 2020 02:51 PM (IST)
গুরুতর অসুস্থতার কারণে আগামী বছরের শুরুতেই দায়িত্ব ছাড়তে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি পারকিনসন্স রোগে আক্রান্ত বলে আশঙ্কা। এই কারণেই তিনি আগামী বছরের জানুয়ারিতে দায়িত্ব ছাড়তে পারেন বলে মস্কো সূত্রে উল্লেখ করে জানিয়েছে সংবাদমাধ্যম।
NEXT
PREV
মস্কো: গুরুতর অসুস্থতার কারণে আগামী বছরের শুরুতেই দায়িত্ব ছাড়তে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি পারকিনসন্স রোগে আক্রান্ত বলে আশঙ্কা। এই কারণেই তিনি আগামী বছরের জানুয়ারিতে দায়িত্ব ছাড়তে পারেন বলে মস্কো সূত্রে উল্লেখ করে জানিয়েছে সংবাদমাধ্যম। প্রতিবেদনে জানানো হয়েছে, স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের কারণে তাঁর পরিবারের সদস্যরা ৬৮ বছরের পুতিনকে অবসর গ্রহণের আর্জি জানিয়েছেন। পুতিনের ৩৭ বছরের গার্লফ্রেন্ড অ্যালিনা কাবায়েভা ও দুই কন্যা তাঁকে দায়িত্ব ছাড়তে চাপ দিচ্ছেন বলে খবর। মস্কোর রাজনৈতিক বিশেষজ্ঞ ভালেরি সোলোভেইকে উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্টে প্রকাশিত প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
সোলোভেই জানিয়েছে, রুশ প্রেসিডেন্টের ওপর পরিবারের বেশ ভালো প্রভাব রয়েছে। আগামী জানুয়ারিতেই ক্ষমতা হস্তান্তরের ঘোষণা করতে পারেন তিনি।
সোলোভেই দাবি করেছেন, পুতিন পারকিনসন্স অসুখে ভুগতে পারেন। কারণ, সম্প্রতি তাঁর মধ্যে এই রোগের লক্ষ্মণ দেখা গিয়েছে।
ইংল্যান্ডের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, পুতিনের সাম্প্রতিক ফুটেজে পুতিনের পা ধারাবাহিকভাবে কাঁপতে লক্ষ্য করেছেন পর্যবেক্ষকরা। চেয়ারের হাতল ধরতে গিয়ে তাঁকে যন্ত্রণা অনুভব করতেও দেখা গিয়েছে।কলম ধরতে গিয়ে তাঁর আঙুলও কাঁপতে দেখা গিয়েছে। তাঁকে পেন কিলারও নিতে হচ্ছে বলে পর্যবেক্ষকদের অনুমান।
রাশিয়ার আইনপ্রণেতারা যে কোনও ফৌজদারি মামলা থেকে প্রাক্তন প্রেসিডেন্টদের অব্যাহতি দান সংক্রান্ত একটি আইনের বিবেচনা করছেন। এরইমধ্যে পুতিনের এই অবসরের জল্পনার বিষয়টি সামনে এসেছে।
মস্কো: গুরুতর অসুস্থতার কারণে আগামী বছরের শুরুতেই দায়িত্ব ছাড়তে পারেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি পারকিনসন্স রোগে আক্রান্ত বলে আশঙ্কা। এই কারণেই তিনি আগামী বছরের জানুয়ারিতে দায়িত্ব ছাড়তে পারেন বলে মস্কো সূত্রে উল্লেখ করে জানিয়েছে সংবাদমাধ্যম। প্রতিবেদনে জানানো হয়েছে, স্বাস্থ্য সংক্রান্ত উদ্বেগের কারণে তাঁর পরিবারের সদস্যরা ৬৮ বছরের পুতিনকে অবসর গ্রহণের আর্জি জানিয়েছেন। পুতিনের ৩৭ বছরের গার্লফ্রেন্ড অ্যালিনা কাবায়েভা ও দুই কন্যা তাঁকে দায়িত্ব ছাড়তে চাপ দিচ্ছেন বলে খবর। মস্কোর রাজনৈতিক বিশেষজ্ঞ ভালেরি সোলোভেইকে উদ্ধৃত করে নিউইয়র্ক পোস্টে প্রকাশিত প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।
সোলোভেই জানিয়েছে, রুশ প্রেসিডেন্টের ওপর পরিবারের বেশ ভালো প্রভাব রয়েছে। আগামী জানুয়ারিতেই ক্ষমতা হস্তান্তরের ঘোষণা করতে পারেন তিনি।
সোলোভেই দাবি করেছেন, পুতিন পারকিনসন্স অসুখে ভুগতে পারেন। কারণ, সম্প্রতি তাঁর মধ্যে এই রোগের লক্ষ্মণ দেখা গিয়েছে।
ইংল্যান্ডের সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, পুতিনের সাম্প্রতিক ফুটেজে পুতিনের পা ধারাবাহিকভাবে কাঁপতে লক্ষ্য করেছেন পর্যবেক্ষকরা। চেয়ারের হাতল ধরতে গিয়ে তাঁকে যন্ত্রণা অনুভব করতেও দেখা গিয়েছে।কলম ধরতে গিয়ে তাঁর আঙুলও কাঁপতে দেখা গিয়েছে। তাঁকে পেন কিলারও নিতে হচ্ছে বলে পর্যবেক্ষকদের অনুমান।
রাশিয়ার আইনপ্রণেতারা যে কোনও ফৌজদারি মামলা থেকে প্রাক্তন প্রেসিডেন্টদের অব্যাহতি দান সংক্রান্ত একটি আইনের বিবেচনা করছেন। এরইমধ্যে পুতিনের এই অবসরের জল্পনার বিষয়টি সামনে এসেছে।
আন্তর্জাতিক (world) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -