নয়াদিল্লি: বিশ্বে করোনায় কমল দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। তবে দৈনিক সুস্থতার সংখ্যা বেড়েছে।


করোনায় এখন পর্যন্ত বিশ্বে মৃত্যু হয়েছে ১২ লক্ষ ৩১ হাজার ৫৫৮ জনের। মোট আক্রান্ত ৪ কোটি ৮৫ লক্ষ ৮০ হাজার ৪০৩ জন।


গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৮ হাজার ৬২২ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ১০ হাজার ৯৪০।


গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬ লক্ষ ৩ হাজার ৩২৫ জনের। গতকাল দৈনিক সংক্রমিতের সংখ্যা ছিল ৬ লক্ষ ৫৬ হাজার ৭০২।


এরইমধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ২১ লক্ষ ১৩ হাজার ৭০৭।গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩ লক্ষ ৮ হাজার ৩৬৬ জন। গতকাল দৈনিক সুস্থতার সংখ্যা ছিল ২ লক্ষ ৯৭ হাজার ২৭৩।


আমেরিকা ও ব্রাজিলে করোনার প্রকোপ সবথেকে বেশি। আমেরিকায় ফের দৈনিক সংক্রমণে রেকর্ড। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১ লক্ষ ২৩ হাজার ৮৫। সে দেশে মোট সংক্রমিত ৯৬ লক্ষ ৩২৪। আমেরিকায় বেড়েছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। মোট মৃত্যু ২ লক্ষ ৩৪ হাজার ৮৭৬। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ২২৬ জনের।