Russia-Ukraine War Live Updates 13 March: বিদ্যুৎ সংযোগ ফিরল চেরনোবিলে, জানাল ইউক্রেন সরকার

কিভ: ইউক্রেনের উপর লাগাতার আক্রমণ রাশিয়ার। শনিবার জেরুজালেমে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির। ইউক্রেনকে ফের ২০০ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র সাহায্য আমেরিকার

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 14 Mar 2022 12:43 AM
Russia-Ukraine War Live Updates: বিদ্যুৎ সংযোগ ফিরল চেরনোবিলে, জানাল ইউক্রেন সরকার

চেরনোবিল পরমাণুকেন্দ্রে ফিরল বিদ্যুৎ সংযোগ। জানাল ইউক্রেন সরকার।

Russia-Ukraine War Live Updates 13 March: ধ্বংসস্তূপে অভুক্ত সারমেদরে ঘোরাঘুরি ইরপিনে, সামনে এল করুণ ছবি

চারিদিকে শুধু ধ্বংস্তূপ। খাঁ খাঁ করছে বসতি এলাকা। শুধু অভুক্ত সারমেয়দের ঘোরাঘুরি ইরপিনে। খাওয়ানোর নেই কেউ। সামনে এল করুণ ছবি। উদ্ধারকার্যে উদ্যোগী কয়েক জন।


Russia-Ukraine War Live Updates: গোলাগুলি বর্ষণ অব্যাহত, কিভে ব্যর্থ শেষ দফার উদ্ধারকার্য, দাবি ইউক্রেনের

শেষ দফায় উদ্ধারকার্য বাকি। কিন্তু অবিরাম গোলাগুলি বর্ষণ করে চলেছে রাশিয়া। তাতে ব্যর্থ উদ্ধারকার্য। দাবি ইউক্রেনের। 

Russia-Ukraine War Live Updates 13 March: আলোচনা চলছে রাশিয়ার সঙ্গে, জানাল ইউক্রেন

রাশিয়ার সঙ্গে আলোচনা চলছে। মারিউপোলই আলোচনার কেন্দ্রে। জানাল ইউক্রেন সরকার।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনীয় শরণার্থী বোঝাই বাস উল্টে গেল ইতালিতে, মৃত ১, আহত অনেকে

ইউক্রেন সীমান্ত পেরিয়ে ইতালিতে ঢুকতে মরিয়া হাজার হাজার মানুষ। শরণার্থী বোঝাই বাস উল্টে গেল ইতালিতে। মৃত্যু ১ জনের। আহত অনেকে। 


Russia-Ukraine War Live Updates 13 March: ইউক্রেনে বোমাবর্ষণে মৃত্যু ভাড়াটে খুনিদেরই, দাবি রাশিয়ার

নিরীহ মানুষ নন, ইউক্রেনে বোমাবর্ষণে মৃত্যু ভাড়াটে খুনিদের। দাবি রুশ সরকারের।

Russia-Ukraine War Live Updates: নিষেধাজ্ঞা ফাঁকি দিতে সাহায্য নয় রাশিয়াকে, চিনকে হুঁশিয়ারি আমেরিকার

নিষেধাজ্ঞা ফাঁকি দিতে সাহায্য করলে ফল ভুগতে হবে। রাশিয়ার পাশে থাকায় চিনকে হুঁশিয়ারি আমেরিকার।

Russia-Ukraine War Live Updates 13 March: ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহারে অভিযুক্ত রাশিয়া

ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করছে রাশিয়া! অভিযোগ মানবাধিকার সংগঠনের।

Russia-Ukraine War Live Updates: মারিউপোলে আটকে তুরস্কের বহু নাগরিক, রাশিয়ার সাহায্য চায় আঙ্কারা

মারিউপোলে আটকে তুরস্কের বহু নাগরিক। রাশিয়ার কাছে সাহায্য প্রার্থনা আঙ্কারার। নিরাপদে সকলকে বার করে আনার আর্জি।










Russia-Ukraine War Live Updates 13 March: ইউক্রেন থেকে উদ্ধার ৩০০ নাইজিরীয় নাগরিক

ইউক্রেন থেকে উদ্ধার ৩০০ নাইজিরীয় নাগরিক। রুশ বোমাবর্ষণের মধ্যে প্রাণে বেঁচে ফিরলেন সকলে।

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনে নিহত আমেরিকার সাংবাদিক, গুলি করে হত্যার অভিযোগ

ইউক্রেনে নিহত আমেরিকার সাংবাদিক। গুলি করে হত্যা বলে অভিযোগ।


 

Russia-Ukraine War Live Updates 13 March: যুদ্ধবিরোধী বিক্ষোভে উত্তাল রাশিয়া, আটক ২৬৮

যুদ্ধবিরোধী বিক্ষোভে উত্তাল রাশিয়া। ২৬৮ জন গ্রেফতার মস্কোয়। গত সপ্তাহে আটক হন প্রায় ৫ হাজার মানুষ। 

Russia-Ukraine War Live Updates: কৃষ্ণসাগরের তীরে রুশ বোমা, নিহত ৯

কৃষ্ণসাগর তীরবর্তী মিকোলাইভে রুশ বোমা। নিহত ৯। জানালেন মেয়র ভিতালি কিম।


 

Russia-Ukraine War Live Updates 13 March: ইউক্রেনে রাশিয়ার আচরণ বর্বরোচিত, বললেন পোপ ফ্রান্সিস

ইউক্রেনে সশস্ত্র আগ্রাসন রাশিয়ার, মন্তব্য পোপ ফ্রান্সিসের। নিরীহদের উপর হামলা বর্বরোচিত, বললেন তিনি। 

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হামলা, মৃত কমপক্ষে ৩৫

ইউক্রেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হামলা। মৃত কমপক্ষে ৩৫। রুশ বোমাবর্ষণেই মৃত্যু বলে দাবি কিভের।


 

Russia-Ukraine War Live Updates 13 March: অস্ত্র সংবরণ করুক রাশিয়া-ইউক্রেন, আর্জি কাতারের

রাশিয়া এবং ইউক্রেন, দুই দেশই অস্ত্র সংবরণ করুক। আর্জি কাতারের।


 

Russia-Ukraine War Live Updates: ইউক্রেন থেকে পোল্যান্ডে সরল ভারতীয় দূতাবাস

ইউক্রেন থেকে সরল ভারতীয় দূতাবাস। পোল্যান্ডে সরিয়ে নিয়ে যাওয়া হল।

Russia-Ukraine War Live Updates 13 March: পোল্যান্ড সীমান্তে ইউক্রেনীয় সেনাঘাঁটিতে হামলা, পুড়ে ছাই ২৫ অ্যাম্বুল্যান্স

পোল্য়ান্ড সীমান্তের কাছে ইউক্রেনীয় সেনাঘাঁটিতে হামলা। দাউ দাউ করে জ্বলতে দেখা গেল ২৫টির বেশি অ্যাম্বুল্যান্সকে। রুশ যুদ্ধবিমান থেকে বোমাবর্ষণ করা হয়েছে বলে অভিযোগ কিভের।

Russia-Ukraine War Live Updates 13 March: রাশিয়ার বিমানহানার তীব্র সমালোচনা ইউক্রেনের

রাশিয়ার বিমানহানার তীব্র সমালোচনা ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রীর। ইন্টারন্যাশনাল পিসকিপিং অ্যান্ড সিকিউরিটি সেন্টারের ঘাঁটিতে হামলার জন্য নিন্দা। 

Russia-Ukraine War Live Updates 13 March: রাশিয়ার উপর জ্বালানি-নির্ভরতা আর নয়, ঘোষণা জার্মানির

জ্বালানির জন্য আর রাশিয়ার উপর নির্ভর করবে না জার্মানি। ২০২২ সালের মধ্যেই নির্ভরতা আর থাকবে না। যুদ্ধের মাঝে রাশিয়ার উদ্বেগ বাড়িয়ে ঘোষণা জার্মানির ভাইস চ্যান্সেলরের। 

Russia-Ukraine War Live Updates 13 March: সেনাঘাঁটিতে হামলায় মৃত্যু, জখম একাধিক

ল্ভিভে সেনাঘাঁটিতে রাশিয়ার হামলায় প্রাণহানি। ৯ জনের মৃত্যু। অন্তত ৫৭ জন জখম হয়েছেন বলে দাবি ইউক্রেনের স্থানীয় প্রশাসনের।

Russia-Ukraine War Live Updates 13 March: ট্রেনে বোমা, মৃত ১

শরণার্থীদের জন্য় রাখা ট্রেনে বোমার আঘাত। ডনেৎস্ক এলাকার ঘটনা। মৃত্যু ট্রেনকর্মীর। দাবি ইউক্রেনের।

Russia-Ukraine War Live Updates 13 March: বেলারুশের মর্গে উপচে পড়ছে রাশিয়ান সেনার দেহ, দাবি কিভের

ইউক্রেনে হামলার ঘটনায় মৃত্যু হয়েছে বহু রাশিয়ান সেনার। বেলারুশের মর্গ ভর্তি রাশিয়ান সেনার দেহে। কিভ ইন্ডিপেন্ডেন্টের দাবি, স্থানীয়রাই জানাচ্ছেন এই কথা।  

Russia-Ukraine War Live Updates 13 March: ফের বৈঠকে রাশিয়া-ইউক্রেন?

ফের বৈঠকে বসতে পারে রাশিয়া-ইউক্রেন। চতুর্থ এর আগে তিনবার বৈঠক হলেও সমাধানসূত্র মেলেনি। সূত্রের খবর, বেশ কিছু শর্তের ভিত্তিতে হবে বৈঠক।

Russia-Ukraine War Live Updates 13 March: বিমানঘাঁটিতে হামলা রাশিয়ার

ইউক্রেনের বিমানঘাঁটিতে হামলা রাশিয়ার। ইভানো-ফ্রাঙ্কিভস্ক এলাকায় বিমানঘাঁটিতে আক্রমণ। বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ শহরের মেয়রের।

Russia-Ukraine War Live Updates 13 March: ইউক্রেনের পশ্চিমপ্রান্তে হামলা বাড়াচ্ছে রাশিয়া

ইউক্রেনের পশ্চিমপ্রান্তেও আক্রমণের ধার বাড়াচ্ছে রাশিয়া। বিপুল পরিমাণ বাহিনী নিয়ে টানা হামলা।

Russia-Ukraine War Live Updates 13 March: পরপর ৮টি মিসাইল ছুড়েছে রাশিয়া

পরপর ৮টি মিসাইল ছুড়েছে রাশিয়া। ইন্টারন্যাশনাল পিসকিপিং অ্যান্ড সিকিউরিটি সেন্টারে রাশিয়ার মিসাইল আঘাত। যদিও হতাহতের খবর নেই।

Russia-Ukraine War Live Updates 13 March: সেনাঘাঁটিতে মিসাইল হানা

ল্ভিভ শহরে মিসাইল হানা। ইউক্রেনের ওই শহরের কাছে ইন্টারন্যাশনাল পিসকিপিং অ্যান্ড সিকিউরিটি সেন্টারে রাশিয়ার মিসাইল আঘাত করেছে বলে দাবি স্থানীয় প্রশাসনের।

Russia-Ukraine War Live Updates 13 March: বিদেশি অস্ত্র দেখলে টার্গেট, হুঁশিয়ারি রাশিয়ার

ইউক্রেনে সামরিক সাহায্য পাঠালে তা ভালভাবে নেবে না রাশিয়া। বিদেশি অস্ত্রবোঝাই কোনও কনভয় রাশিয়ার টার্গেট হবে। হুঁশিয়ারি পুতিন প্রশাসনের।

Russia-Ukraine War Live Updates 13 March: রাশিয়ার লাগাতার মিসাইল হানায় বিপর্যস্ত ইউক্রেনের দুই শহর

ল্ভিভ এবং খেরসন শহরে একের পর এক বিস্ফোরণ। রাশিয়ার মিসাইলে আঘাতে জ্বলছে দুই শহর।

Russia-Ukraine War Live Updates 13 March: রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে রাশিয়া, আশঙ্কা ন্যাটোর

ফের রাসায়নিক অস্ত্রের চোখরাঙানি। ইউক্রেনের মাটিতে রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে ন্যাটো। আশঙ্কা প্রকাশ ন্যাটো সেক্রেটারি জেনারেলের।

Russia-Ukraine War Live Updates 13 March: আরও কিছুদিন বন্ধ রাশিয়ার শেয়ার বাজার

ফের বন্ধ থাকছে রাশিয়ার শেয়ার বাজার। ১৮ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে। ২৫ ফেব্রুয়ারি থেকে বন্ধ রয়েছে এই বাজার। যুদ্ধের প্রভাব গোপন রাখতেই কী এমন পদক্ষেপ? মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ।

Russia-Ukraine War Live Updates 13 March: মেলিটোপলে নতুন মেয়র

মেলিটোপলের মেয়র এখনও রাশিয়ার কব্জায়। রাশিয়ার সেনার দখলে যাওয়া ওই শহরের জন্য নতুন মেয়রকে পদে আনল ইউক্রেন প্রশাসন।

Russia-Ukraine War Live Updates 13 March: উদ্ধারকাজের মাঝে হামলা, অভিযুক্ত রাশিয়া

উদ্ধারকাজের মাঝেই আক্রমণ করছে রাশিয়ার বাহিনী। সেই কারণে বারবার ধাক্কা খাচ্ছে উদ্ধারপ্রক্রিয়া। দাবি কিভের স্থানীয় প্রশাসনের।

Russia-Ukraine War Live Updates 13 March: ইউক্রেনের প্রায় সব এলাকায় সাইরেনের আওয়াজ

ইউক্রেনের প্রায় সব শহরেই এয়ার রেড অ্যালার্ট। রাশিয়ার বিমান হানার আশঙ্কায় বাজছে সাইরেন।

Russia-Ukraine War Live Updates 13 March: ইউক্রেনের শহরে লাগাতার হামলা

লাগাতার হামলা রাশিয়ার সেনার। ইউক্রেনের বন্দর শহর মারিউপুল বন্দরে আক্রমণ।

Russia-Ukraine War Live Updates 13 March: রাশিয়ার হামলায় সাধারণ নাগরিকের মৃত্যু, সরব ইউক্রেন

সংঘর্ষের মাঝে পড়ে ফের মৃত্যু সাধারণ নাগরিকের। কিভ থেকে পালাতে গিয়ে সাত জন নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রকের। 

Russia-Ukraine War Live Updates 13 March: সংঘর্ষের মাঝেই উদ্ধারপ্রক্রিয়া চালাচ্ছে ইউক্রেন

রাশিয়ার বিরুদ্ধে লড়তে আরও সাহায্য চাইলেন ভোলোদিমির জেলেনস্কি। যুদ্ধের মধ্যেই চলছে উদ্ধারকাজ। শনিবার ১২ হাজারেরও বেশি বাসিন্দাকে উদ্ধার ইউক্রেন প্রশাসনের।

Russia-Ukraine War Live Updates 13 March: ফের ইউক্রেনের পাশে আমেরিকা

রাশিয়ার বিরুদ্ধে লড়তে ফের ইউক্রেনকে সাহায্য আমেরিকার। ইউক্রেনে ২০০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা।

প্রেক্ষাপট


কিভ: ইউক্রেনের উপর লাগাতার আক্রমণ রাশিয়ার। ইউক্রেনের পূর্বদিকে একাধিক শিল্পক্ষেত্রে হামলা রাশিয়ার বিমানবাহিনীর। একাধিক শহরেও হামলার অভিযোগ। শনিবার জেরুজালেমে পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব জেলেনস্কির


চিন্তা রয়েছে চেরনোবিল নিয়েও। চেরনোবিল পরমাণু কেন্দ্রের (Chernobyl Nuclear Plant) সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তাই সেখানে কী ঘটছে, সে ব্যাপারে সম্পূর্ণ অন্ধকারে ইউক্রেন। আন্তর্জাতিক মহলের উদ্বেগ বাড়িয়ে এমনই দাবি করল ইউক্রেন সরকার (Russia Ukraine Conflict)।


গোটা বিশ্বে পরমাণু শক্তিধর সম্পন্ন রাষ্ট্রগুলির গতিবিধিতর উপর নজরদারি চালানো সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (IAEA)-কে এই বার্তা দিয়েছে ইউক্রেন সরকার। তা নিয়ে ওই সংস্থার তরফে একটি বিবৃতি জারি করা হয়। তাতে বলা হয়, ‘‘ইউক্রেন সরকার জানিয়েছে যে, একদিন আগে রাশিয়ার দখলে থাকা চেরনোবিলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তার পর থেকে আর চেরনোবিলের সঙ্গে যোগাযোগ নেই তাদের।’’


প্রায় দু’সপ্তাহ আগে চোরনোবিল দখল করে রুশ সেনা। ইচ্ছাকৃত ভাবেই তারা চেরনোবিলের বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ ইউক্রেনের। যুদ্ধ মিটলেও সেখানে নতুন করে বিদ্যুৎ সংযোগ স্থাপন করা সম্ভব হবে কি না, তা নিয়ে সন্দিহান তারা। তবে এখনও পর্যন্ত কোনও অপ্রীতির ঘটনা সামনে আসেনি বলে জানানো হয়েছে।





অন্য দিকে, শুক্রবার ১৬ দিনে পা রাখল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। সমাধানসূত্র বার করতে বৃহস্পতিবারও দুই দেশের মধ্যে বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রো কুলেবা এবং রাশিয়ার বিদেশমন্ত্রী সেরগেই লাভরভ। কিন্তু সমাধানসূত্র অধরাই থেকে গিয়েছে। বরং ইউক্রেন সরকার জানিয়েছে  যে, প্রাণে বাঁচতে কিভের অর্ধেক জনসংখ্যাই পালিয়ে গিয়েছে। 


গতবছর প্রকাশিত একটি পরিসংখ্যান অনুযায়ী, ইউক্রেনের রাজধানী কিভে (Kiev Population) প্রায় ৩৫ লক্ষ মানুষের বসবাস। এর মধ্যে গত দু’সপ্তাহে ২০ লক্ষ মানুষই সেখান থেকে পালিয়ে



- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.