Russia-Ukraine War Live Updates 14 March: ইউক্রেনে টিভি টাওয়ারে বড় হামলা রুশ বাহিনীর, মৃত্যুর কোলে ঢলে পড়লেন ৯

Russia Ukraine War: ফের শুরু আলোচনা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামার আশায় বিশ্ব।

abp ananda Last Updated: 14 Mar 2022 10:24 PM
Russia Ukraine Conflict: টিভি টাওয়ারে রুশ হানা

ইউক্রেনের একটি টিভি টাওয়ারে হামলা চালাল রুশ সেনা বাহিনী। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৯ জনের, দাবি সূত্রের। 

Russia-Ukraine War: মার্কিন কংগ্রেসে কাল ভাষণ জেলেনস্কির

ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি মার্কিন কংগ্রেসে একটি ভার্চুয়াল ভাষণ দেবে কাল। রাশিয়ার যুদ্ধ তীব্র হচ্ছে ইউক্রেনে। এরি পরিস্থিতিতে মার্কিন হাউস এবং সেনেটের সদস্যদের সঙ্গে কথা বলবেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এমনটাই জানিয়েছেন ডেমোক্র্যাট নেতারা।  

Russia Ukraine Conflict: ইউক্রেন ফেরত বাংলার পড়ুয়াদের সঙ্গে দেখা করবেন মুখ্যমন্ত্রী

১৬ মার্চ ইউক্রেন ফেরত বাংলার পড়ুয়াদের সঙ্গে দেখা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ১৬ মার্চ বেলা ১২ টায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র দেখা করবেন মুখ্যমন্ত্রী। 

Russia-Ukraine War: রাশিয়া-ইউক্রেন শান্তি আলোচনা স্থগিত কাল পর্যন্ত

ইউক্রেনের রাষ্ট্রপতি প্রশাসনের উপদেষ্টা মাইখাইলো পোডোলিয়াক বলেছেন যে প্রতিনিধি দলগুলি শর্তাবলী স্পষ্ট করার জন্য বিরতি চেয়েছে। আগে শর্ত স্পষ্ট করা হবে। এরপর ফের শুরু হবে আলোচনা। 

Russia Ukraine Conflict: ইউক্রেনে মোট ৬৩৬ নাগরিকের মৃত্যু হয়েছে, দাবি রাষ্ট্রপুঞ্জের রিপোর্টে

রাষ্ট্রসংঘের মানবাধিকার কার্যালয় সোমবার বলেছে যে তারা ইউক্রেনে ১৩ মার্চ পর্যন্ত যে সমীক্ষা চালিয়েছে তা অনুযায়ী এখনও পর্যন্ত ৪৬ জন শিশু সহ ৬৩৬ জনের মৃত্যু হয়েছে। 

Russia-Ukraine War: লাভের টাকা ইউক্রেনকে দেবে ফাইজার

যুদ্ধের মধ্যে বড় ঘোষণা ফাইজারের। ইউক্রেনকে সমর্থন করার জন্য রাশিয়ায় করা সমস্ত লাভ জেলেনস্কির দেশকে দেবে ফাইজার। 

Russia Ukraine Conflict: পুতিনকে চ্যালেঞ্জ ছুঁড়লেন ইলন মাস্ক

কোনও দেশের সমর্থন নিয়ে নয়, বরং এককভাবেই লড়াই করুক রাশিয়া। ইউক্রেনের পাশে দাঁড়িয়ে সোমবার সরাসরি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেই চ্যালেঞ্জ জানালেন টেসলা এবং স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক। 

Russia-Ukraine War: 'একসঙ্গে আমরা জিতবই', আশ্বাসবার্তা ইউক্রেন প্রেসিডেন্টের

সোমবার প্রকাশিত একটি নতুন ভিডিওতে, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি বলেছেন: "রাশিয়া আমাদের অবকাঠামো ধ্বংস করে চলেছে, আমাদের শহরগুলিকে মারতে চলেছে। তবে আমরা প্রতিটি শহরের প্রতিটি রাস্তা পুনর্নির্মাণ করব। শহর রক্ষা করতে, গ্রাম রক্ষা করতে, আমাদের জমির প্রতিটি মিটার রক্ষা করতে একে অপরকে সাহায্য করুন! একে অপরকে সমর্থন করুন। একসঙ্গে আমরা জিতবই।" 

Russia Ukraine Conflict: কিভের কুরেনিভকা এলাকায় ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে নিহত এক

রাশিয়ান ক্রুজ ক্ষেপণাস্ত্রের আঘাতে কিভের একটি আবাসিক ভবন এবং কিরিলিভস্কা স্ট্রিটে একটি ট্রলি বাসে বিস্ফোরণ ঘটে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো বলেছেন, এ ঘটনায় একজন নিহত হয়েছেন। 

Russia-Ukraine War: চেরনোবিল পাওয়ার লাইনেও হামলা রুশ বাহিনীর, দাবি ইউক্রেনের

ইউক্রেন দাবি করেছে যে চেরনোবিল পাওয়ার লাইন রুশ বাহিনীর দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানি বলেছে যে পাওয়ার লাইনটি মেরামত করার পরে আবার রাশিয়ান বাহিনী ক্ষতিগ্রস্ত করেছে তা। "বিদ্যুৎ সরবরাহ সম্পূর্ণরূপে পুনরুদ্ধার করার আগে, দখলদার বাহিনী আবার এটিকে ক্ষতিগ্রস্ত করে।"

Russia Ukraine Conflict: রাশিয়ায় বন্ধ ইনস্টাগ্রাম

ইউক্রেন রাশিয়ার যুদ্ধের আবহে রাশিয়ায় ইনস্টাগ্রাম ব্যবহার বন্ধ করা হলে বলে সূত্রের খবর। 

Russia-Ukraine War: "রাশিয়াকে সাহায্য করলে চিনকে ভুগতে হবে"

মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে রীতিমতো হুঁশিয়ারি দেওয়া হয়েছে। সাফ জানান হয়েছে, রাশিয়াকে নিষেধাজ্ঞা এড়াতে সাহায্য করলে তার পরিণতি ভোগ করতে হবে চিনকে। 

Russia Ukraine Conflict: কিভে বিমান কারখানায় হামলা, নিহত ২

ইউক্রেনীয় কর্তৃপক্ষ জানিয়েছে, কিভের আন্তোনভ বিমান কারখানায় রুশ বাহিনীর হামলায় দু'জন নিহত ও সাতজন আহত হয়েছে। কিভ শহরের সরকার বলছে, কারখানায় বড় ধরনের আগুন লেগেছে।

Russia-Ukraine War: ইউক্রেনের বিশ্ববিদ্যালয়েও রুশ আঘাত

সংবাদসূত্রে খবর, ইউক্রেনের চেরনিহিভ পলিটেকনিক ন্যাশনাল ইউনিভার্সিটিতে রবিবার রাতে হামলা করেছে। 

Russia Ukraine Conflict: চতুর্থ দফার রুশ-ইউক্রেন আলোচনার সম্ভাবনা, লক্ষ্য রফাসূত্র

ইউক্রেন এবং রাশিয়ার প্রতিনিধিরা সোমবার আবারও আরেক দফা আলোচনার জন্য মিলিত হতে চলেছে। ইউক্রেনের আলোচক মাইখাইলো পোডোলিয়াক অনলাইনে বলেছেন, "চতুর্থ রাউন্ডের আলোচনা হতে চলেছে।  শান্তি, যুদ্ধবিরতি, অবিলম্বে সেনা প্রত্যাহার এবং নিরাপত্তার নিশ্চয়তা নিয়ে এই আলোচনা হবে।" 

Russia-Ukraine War Live Updates 14 March: আলোচনায় ভরসা রাখতে চাইছে ইউক্রেন

চলছে আলোচনা। যুদ্ধ থামাতে রাশিয়া-ইউক্রেনের চতুর্থ রাউন্ডের আলোচনা চলছে। সমাধান সূত্রে মিলবে বলে আশা ইউক্রেনের।

Russia-Ukraine War Live Updates 14 March: রাশিয়ার নিশানায় বসতি এলাকা

একাধিক শহরে লাগাতার হামলা রাশিয়ার। মারিউপুলে নিহত আড়াই হাজারেরও বেশি। অন্য শহরগুলিতেও লাগাতার মিসাইল হামলার অভিযোগ।

Russia-Ukraine War Live Updates 14 March: বিশ্ববিদ্যালয়ে হামলা রাশিয়ার, অভিযোগ ইউক্রেনের

শিক্ষাঙ্গনেও হামলার অভিযোগ। ইউক্রেনের ন্যাশনাল ইউনিভার্সিটিতে রাশিয়ান সেনার হামলার অভিযোগ ইউক্রেন সরকারের।

Russia-Ukraine War Live Updates 14 March: মিসাইল হানা নিয়ে সরব পোল্যান্ড

পোল্যান্ড সীমান্তের কাছে ইউক্রেনের মাটিতে রাশিয়ার মিসাইল হানা। ওই ঘটনায় মুখ খুলল পোল্যান্ড। এই ঘটনা ন্যাটোর জন্য একটি বার্তা। দাবি, পোল্যান্ডের ডেপুটি বিদেশমন্ত্রীর।

Russia-Ukraine War Live Updates 14 March: শুধুমাত্র পোল্যান্ডেই পালিয়েছেন ইউক্রেনের ১৭ লক্ষ বাসিন্দা

লাফিয়ে বাড়ছে শরণার্থী। ইউক্রেন থেকে শুধুমাত্র পোল্যান্ডেই পালিয়েছেন ১৭ লক্ষেরও বেশি ইউক্রেনের বাসিন্দা। জানিয়েছে পোল্যান্ডের সীমান্তরক্ষী বাহিনী। 

Russia-Ukraine War Live Updates 14 March: রাশিয়াতে নিষিদ্ধ হল ইনস্টাগ্রাম

পূর্ব ঘোষণা মেনেই রাশিয়াতে নিষিদ্ধ হল ইন্সটাগ্রাম। রাশিয়ার বিরুদ্ধে হিংসামূলক তথ্য ছড়ানোর অভিযোগ ছিল ইন্সটাগ্রামের বিরুদ্ধে।

Russia-Ukraine War Live Updates 14 March: কিভের অ্যান্তোনভ বিমানবন্দরে রাশিয়ার মিসাইল হানা

কিভের অ্যান্তোনভ বিমানবন্দরে রাশিয়ার গোলাবর্ষণ, অভিযোগ ইউক্রেনের। ওই বিমানবন্দরে রয়েছে ইউক্রেনের বিমানবাহিনীর ঘাঁটিও।

Russia-Ukraine War Live Updates 14 March: বহুতলে মিসাইল হামলা, অভিযোগের তির রাশিয়ার দিকে

কিভের একটি বহুতলে মিসাইল হামলা। রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ ইউক্রেনের। ঘটনায় নিহত সাধারণ নাগরিক, জানিয়েছে স্থানীয় প্রশাসন। বহুতল থেকে বাসিন্দাদের উদ্ধার করছে সেনা। 

Russia-Ukraine War Live Updates 14 March: হামলায় ব্যাহত উদ্ধারকাজ

ইউক্রেনের শহর সুমিতে সপ্তাহভর চলছে  সংঘর্ষ। প্রবল গোলাগুলির মধ্যে ব্যাহত উদ্ধারকাজ। সোমবার শহর ছেড়ে বেরোতে পারেননি কেউ।

Russia-Ukraine War Live Updates 14 March: রাতভর বোমাবর্ষণ রাশিয়ার, দাবি ইউক্রেনের বাসিন্দার

রাতভর বোমাবর্ষণ করেছে রাশিয়ান সেনা। প্রাণ হাতে করে বাঁচতে হয়েছে। উদ্ধারের পর সংবাদমাধ্যমে দাবি ইউক্রেনের মারিউপুল শহরের বাসিন্দার।

Russia-Ukraine War Live Updates 14 March: পাল্টা আঘাত ইউক্রেনের

রাশিয়ার বিমানবাহিনীর বিরুদ্ধে বড়সড় সাফল্যের দাবি ইউক্রেনের। একদিনে চারটি বিমান ধ্বংস করার দাবি জেলেনস্কির সেনার।

Russia-Ukraine War Live Updates 14 March: ইউক্রেনের শহরে লাগাতার মিসাইল হামলা

মারিওপুলে লাগাতার রুশ হামলার অভিযোগ। শহরের একাধিক বহুতল ভবনে মিসাইল হামলা।

Russia-Ukraine War Live Updates 14 March: ইউক্রেনকে ৫০০ জেনারেটর পাঠাচ্ছে ব্রিটেন

ফের রাশিয়াকে সাহায্য় ব্রিটেনের। বিদ্যুৎ সঙ্কট মেটাতে ইউক্রেনকে ৫০০টি জেনারেটর পাঠাচ্ছে বরিস জনসনের সরকার। রাশিয়ার হামলায় ইউক্রেনে বিদ্যুৎ উৎপাদনে ধাক্কা লেগেছে। আপৎকালীন পরিষেবায় সঙ্কট মেটাতেই ব্রিটেনের এই পদক্ষেপ। 

Russia-Ukraine War Live Updates 14 March: লাফিয়ে বাড়ছে শরণার্থী

যত যুদ্ধ এগোচ্ছে, লাফিয়ে বাড়ছে শরণার্থীর সংখ্যা। এখন পোল্যান্ডে আশ্রয় নেওয়া ইউক্রেনের শরণার্থী সংখ্যা পেরিয়েছে দেড় মিলিয়ন। দাবি মানবাধিকার সংস্থার।

Russia-Ukraine War Live Updates 14 March: রাশিয়ার একাধিক শিল্পপতির উপর নিষেধাজ্ঞা অস্ট্রেলিয়ার

রাশিয়ার একাধিক শিল্পপতির উপর নিষেধাজ্ঞার খাঁড়া অস্ট্রেলিয়ার। মোট ৩২ জন শিল্পপতির উপর নিষেধাজ্ঞা। তালিকায় রয়েছেন চেলসি ফুটবল ক্লাবের মালিক রোমান আব্রামোভিচও।

Russia-Ukraine War Live Updates 14 March: চিনের কাছে সাহায্যের আবেদন রাশিয়ার

চিনের কাছে সাহায্যের আবেদন রাশিয়ার। সামরিক এবং অর্থনৈতিক দুভাবেই সাহায্যের আবেদন। রাশিয়াকে সাহায্য করলে চিনকে ফল ভুগতে হবে। হুঁশিয়ারি আমেরিকার।  

Russia-Ukraine War Live Updates 14 March: ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলে বাধা রাশিয়ার, দাবি ব্রিটেনের প্রতিরক্ষা দফতরের।

ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলে বাধা দিচ্ছে রাশিয়া। ইউক্রেনকে আন্তর্জাতিক সমুদ্রপথের সংযোগ থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। দাবি ব্রিটেনের প্রতিরক্ষা দফতরের। 

Russia-Ukraine War Live Updates 14 March: ইউক্রেনে নো ফ্লাই জোন করার আবেদন জেলেনস্কির

ফের ইউক্রেনে নো ফ্লাই জোন করার আবেদন ভোলোদিমির জেলেনস্কির। ন্যাটোর কাছে আবেদন। এর আগেও আর্জি জানিয়েছিল ইউক্রেন, সেবার আবেদনে সাড়া দেয়নি ন্যাটো।  

Russia-Ukraine War Live Updates 14 March: রাশিয়ার বিরুদ্ধে আগ্রাসনের অভিযোগে মিছিল খেরসনে

ইউক্রেনের খেরসনে রাশিয়ার বাহিনীর বিরুদ্ধে মিছিল। রাশিয়ার হামলার প্রতিবাদ নাগরিকদের। 

Russia-Ukraine War Live Updates 14 March: সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে রাশিয়ার সমর্থনে মিছিল

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে পুতিনের সমর্থনে মিছিল। সার্বিয়া ও রাশিয়ার পতাকা নিয়ে মিছিল। সার্বিয়ার মাটিতে রাশিয়ার পক্ষ-বিপক্ষ দু'তরফেই মিছিল হয়েছে।

Russia-Ukraine War Live Updates 14 March: সোমবার ফের শুরু রাশিয়া-ইউক্রেন বৈঠক

সোমবার ফের শুরু রাশিয়া ইউক্রেন আলোচনা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক হবে। এর আগে আলোচনা হলেও বেরোয়নি সমাধান।

প্রেক্ষাপট

কিভ: নিরীহ নাগরিক নয়, ইউক্রেন এবং ন্যাটোর সামরিক পরিকাঠামো ধ্বংসই তাদের লক্ষ্য। যুদ্ধ শুরুর গোড়া থেকেই এমন দাবি করে আসছে রাশিয়া (Russia Ukraine War)। কিন্তু ফেব্রুয়ারি ভ্লাদিমির পুতিন (Vladimir Putin) ইউক্রেনে সেনা পাঠানোর পর থেকে, গত ১৭ দিনে শুধুমাত্র মারিউপোল (Mariupol) শহরেই ২ হাজার ১৮৭ জন নাগরিক প্রাণ হারিয়েছেন বলে এ বার দাবি করল ইউক্রেন সরকার। গত ২৪ ঘণ্টাতেই সেখানে রাশিয়া ২২ বার বোমাবর্ষণ করেছে বলে জানাল মারিউপোলের সিটি কাউন্সিল।                                                                                            


রবিবারও রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ সমাপ্তি নিয়ে একদফা আলোচনা হয়েছে। মস্কোর তরফে আলোচনায় যথেষ্ট আগ্রহ দেখানো হচ্ছে বলে জানিয়েছে আমেরিকাও। তার মধ্যেই মারিউপোল সিটি কাউন্সলিলের তরফে একটি লিখিত বিবৃতি প্রকাশ করা হয়। তাতে বলা হয়, 'গত ২৪ ঘণ্টায় ২২ বার মারিউপোলে বোমাবর্ষণ করেছে রাশিয়া। বসতি এলাকায় আক্রমণ চালানো হয়েছে। ১০০টিরও বেশি বোমা ফেলা হয়েছে মারিউপোলে।'                


এই মারিউপোলে উদ্ধারকার্য চালানো ঘিরে গোড়া থেকেই বার বার রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। নিরীহ নাগরিকদের নিরাপদে বার করে নিয়ে যেতে সেখানে মানব করিডর গড়তে সম্মত হয় দুই দেশই। তার জন্য দিনের নির্দিষ্ট সময়ে যুদ্ধবিরতিতেও সম্মত হয় তারা। কিন্তু ইউক্রেনের অভিযোগ, যুদ্ধবিরতি চলাকালীনও আক্রমণ চালিয়ে যাচ্ছে রাশিয়া। তাতে ব্যাহত হচ্ছে উদ্ধারকার্য। এমনকি মারিউপোল থেকে মানব করিডর যে ভাবে বেলারুশে গিয়ে শেষ হচ্ছে, তাতেও আপত্তি তুলেছে কিভ। যদিও যুদ্ধবিরতি চলাকালীন ইউক্রেনীয় সেনার তরফেই লাগাতার প্ররোচনা দেওয়া হচ্ছে বলে দাবি রাশিয়ার।                                    

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.