Russia Ukraine War:  রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলছে। এরইমধ্যে বেলারুশ সীমান্তে দুই দেশে আলোচনার ব্যাপারে সম্মতি প্রকাশ করেছে। এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বলেছেন, আলোচনার আগে যুদ্ধবিরতির ঘোষণা করুক রাশিয়া। গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ চালিয়েছিল রাশিয়া। তারপর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। রাষ্ট্রপুঞ্জের দাবি, রুশ হামলায় এখনও পর্যন্ত ১০২ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে সাত শিশুও।


এরইমধ্যে আলোচনার ব্যাপারে সম্মত হয়েছে দুই দেশ। বেলারুশ সীমান্তে এই আলোচনার আগে রাশিয়ার বাহিনীর উদ্দেশে বলেছেন, অস্ত্র ছাড়। এখান থেকে বেরিয়ে যাও। তোমাদের কমান্ডারদের বিশ্বাস কর না। তোমাদের প্রচারকারীদের বিশ্বাস কর না। শুধু নিজের জীবন বাঁচাও।


জেলেনেস্কির দাবি, এখনও পর্যন্ত সাড়ে চার হাজার রুশ সেনা প্রাণ হারিয়েছেন।


উল্লেখ্য,  ইউক্রেনের পরিস্থিতি আরও ঘোরাল হয়ে উঠেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর দেশের পরমাণু অস্ত্র-বাহিনীকে যে কোনও পরিস্থিতির মোকাবিলায় তৈরি থাকতে বলেছেন।  এই অবস্থায় রাশিয়ার আক্রমণের পর ইউক্রেনের পরিস্থিতি নিয়ে আপত্‍কালীন অধিবেশনে বসছে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা। এই অধিবেশন ডাকার প্রস্তাবের ওপর ভোটাভুটিতে অবশ্য অংশ নেয়নি ভারত চিন ও সংযুক্ত আরব আমিরশাহী।  এরইমধ্যেই এদিন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর প্রথমবার আলোচনার টেবিলে মুখোমুখি। 


বেলারুশের সীমান্তে দুই দেশের বৈঠক। তবে ঝুঁকি থাকায় কিভ-এর প্রতিনিধিদল সরাসরি ইউক্রেন থেকে বেলারুশ সীমান্তে যায়নি। পোল্যান্ড হয়ে ইউক্রেনের প্রতিনিধিদল বেলারুশের গোমেল এলাকায় যায়। সেখানেই  দু’পক্ষের বৈঠক। 


এরইমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের কাছে অবিলম্বে তাঁদের দেশকে সদস্যপদ দানের আর্জি জানিয়েছেন। তিনি বলেছেন, বিশেষ পদ্ধতি অবলম্বন করে অবিলম্বে ইউরোপীয় ইউনিয়নের সদস্যপদ দেওয়া হোক ইউক্রেনকে। 


এখনও পর্যন্ত রাশিয়ার সামরিক হামলায় ইউক্রেনের ৩৫২ জন নাগরিকের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সে দেশের স্বরাষ্ট্র মন্ত্রক।  নিহতদের মধ্যে ১৪ শিশুও রয়েছে।