কিভ : শেষ পর্যন্ত আলোচনার টেবিলে বসতে চলেছে ইউক্রেন ও রাশিয়া (Ukraine and Russia)। বেলারুশের সীমান্তে হবে ওই বৈঠক। ইতিমধ্যেই রাশিয়ার প্রতিনিধিদের সঙ্গে আলোচনার জন্য নির্ধারিত জায়গায় পৌঁছেও গেছেন ইউক্রেনের প্রতিনিধিরা। এই পরিস্থিতিতে রাশিয়াকে যুদ্ধ থামাতে বলল ইউক্রেন। পাশাপাশি রুশ বাহিনী প্রত্যাহারের দাবিও জানানো হয়েছে।


এক বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট (Ukraine President) ভোলোদোমির জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্রতিনিধিদল রাশিয়ান ফেডারেশনের প্রতিনিধিদের সাথে আলোচনায় অংশ নিতে ইউক্রেন-বেলারুশিয়ান সীমান্তে পৌঁছে গেছে। আলোচনার মূল বিষয় হল, অবিলম্বে যুদ্ধবিরতি এবং ইউক্রেন থেকে সেনা প্রত্যাহার করা।


ইউক্রেনের প্রেসিডেন্ট একটি পৃথক বিবৃতিতে রুশ সেনাকে তাদের সরঞ্জাম পরিত্যাগ করে নিজেদের জীবন বাঁচানোর জন্য যুদ্ধক্ষেত্র ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি দাবি করেছেন যে, ইতিমধ্যেই সাড়ে ৪ হাজারের বেশি রাশিয়ান সেনা প্রাণ হারিয়েছেন। 


এদিকে জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের কাছে ইউক্রেনকে বিশেষ পদ্ধতির মাধ্যমে "এখনই" সদস্যপদ দেওয়ার আবেদন জানিয়েছেন।


আরও পড়ুন, অস্ত্র ছেড়ে ফিরে যাক রাশিয়ার সেনারা, আলোচনার আগে বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট


এই আবহে রাশিয়ার গণমাধ্যম ইউক্রেনের প্রতিনিধিদের হেলিকপ্টারে করে আসার ভিডিও পোস্ট করেছে। রাশিয়ান প্রতিনিধি তথা রাশিয়ান সংসদের আন্তর্জাতিক বিষয়ক কমিটির প্রধান লিওনিড স্লুটস্কি টেলিগ্রাম মেসেঞ্জারে লিখেছেন, "আমরা শীঘ্রই শুরু করব"।


গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ চালিয়েছিল রাশিয়া। তারপর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে। রাষ্ট্রপুঞ্জের দাবি, রুশ হামলায় এখনও পর্যন্ত ১০২ জন সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে রয়েছে সাত শিশুও। এরইমধ্যে আলোচনার ব্যাপারে সম্মত হয়েছে দুই দেশ।


এপ্রসঙ্গে উল্লেখ্য, রাশিয়ার সঙ্গে যুদ্ধের জেরে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিয়ে পঞ্চম বিমান ফিরল দেশে। দিল্লি বিমানবন্দরে নামে বিমানটি। এই দফায় আড়াইশো জন ভারতীয়কে আনা হয়েছে। ইউক্রেনের আকাশসীমা বন্ধ বলে প্রতিবেশি দেশ পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি, স্লোভাকিয়া হয়ে ভারতীয়দের ফিরিয়ে আনা হচ্ছে।