কিভ: রাস্তায় ছড়িয়ে রয়েছে একের পর এক দেহ। কোথাও কোথাও স্তূপের আকারে পড়ে দেহ। খোঁজ মিলেছে গণকবরেরও। রাশিয়ার সৈন্য সরে যেতেই একাধিক শহরে ঢুকে এমনই দৃশ্য দেখা গিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। সম্প্রতি বুচা শহরে নারকীয় হত্যাকাণ্ডের নিদর্শন মিলেছে বলে জানিয়েছে ইউক্রেন। আর যাঁদের মৃতদেহ মিলেছে তাঁদের সঙ্গে যুদ্ধের দূর-দূরান্তেরও কোনও সম্পর্ক নেই। তাঁরা প্রত্যেকেই সাধারণ নাগরিক। রাশিয়া-ইউক্রেনের ভয়াবহ যুদ্ধে যাঁদের জীবনটাই ধ্বংস হয়ে গিয়েছে।


কী ছবি:
সেই ছবিটা আরও একবার চোখের সামনে তুলে ধরল একটি ছবি। ছবিতে দেখা যাচ্ছে। এক শিশু ক্যামেরার দিকে পিছন ফিরে দাঁড়িয়ে। তাঁর পিঠে নাম ও ঠিকানা লেখা রয়েছে। কিভ ইনডিপেন্ডেন্টের এক সাংবাদিক আনাস্তাশিয়া লাপাতিনা (Anastasiia Lapatina) টুইট করে জানিয়েছেন, শিশুর পিঠে পরিবারের নাম-ঠিকানা ও ফোন নম্বর লেখা রয়েছে। রাশিয়ার হামলায় অগুনতি সাধারণ মানুষ মারা যাচ্ছেন। বাদ যাচ্ছে না শিশুরাও। তাই কোনও বিপদ ঘটলে যাতে পরিচয় খুঁজে পাওয়া যায়, যাতে পরিবারের কাছে শিশুকে পৌঁছনো যায় সেই কারণেই এমন কাজ। ছবিটি ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল। ওই সাংবাদিক জানাচ্ছেন, এখন ইউক্রেনের পরিস্থিতিটা ঠিক কীরকম? তা এই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে।


 






কী বলছেন ওই মহিলা?
দিন তিনেক আগে সাশা মাকোভিই নামে এক ইউক্রেনীয় মহিলা তাঁর সন্তানের ওই ছবি ইনস্টাগ্রামে দিয়েছিলেন। সেখানে তিনি যা লিখেছিলেন তা অনুবাদ করলে দাঁড়ায়, 'আমি এমনটা করেছি, যাতে আমাদের কিছু হয়ে গেলে ওকে যেন কেউ উদ্ধার করতে পারে।'


একমাসের উপর হয়ে গিয়েছে ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ চলছে। লাগাতার রুশ মিসাইল হামলার শিকার হয়েছে ইউক্রেনের একাধিক শহর। অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন। অনেকে পালাতে পারেননি। যাঁরা রয়ে গিয়েছেন তাঁদের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। প্রাণ গিয়েছে কারও। কেউ কেউ প্রতি মুহূর্তে প্রাণের ভয় নিয়ে বাঁচছেন। যা নিয়ে ইতিমধ্যেই তীব্র সমালোচনা করেছে বিভিন্ন দেশ। ইউক্রেনে রাশিয়ার সেনারা গণহত্যা চালিয়েছে বলে অভিযোগ করেছে খোদ ইউক্রেনের সরকার। সেই দাবির সমর্থনে সুর তুলেছে আমেরিকা-সহ ইউরোপের একাধিক দেশ।     


আরও পড়ুন: পাকিস্তানে অশান্তিতে কলকাঠি আমেরিকার! 'মস্কো সফরের শাস্তি পাচ্ছেন ইমরান', দাবি রাশিয়ার