কিভ: ইউক্রেনে প্রথম দফার সেনা অভিযান সফল বলে দাবি করছে রাশিয়া (Russia Ukraine War)। কিন্তু রাশিয়াকে মোক্ষম ঘা দেওয়া গিয়েছে বলে পাল্টা দাবি করলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। তাঁর দাবি, যুদ্ধে ১৬ হাজার রুশ সেনার (Russian Army) মৃত্যু হয়েছে। তাদের উপযুক্ত জবাব দিয়েছে ইউক্রেনীয় সেনা। বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে রাশিয়ার।


আলোচনাই একমাত্র পথ, বললেন জেলেনস্কি


শুক্রবার যুদ্ধ পরিস্থিতি নিয়ে মুখ খোলেন জেলেনস্কি। ভিডিও বার্তায় বলেন, ‘‘দেশের দক্ষিণে ডনবাস এবং খারকিভে চোখে চোখ রেখে শত্রুপক্ষের মোকাবিলা করছে আমাদের সেনা। রাশিয়ার আক্রমণ দক্ষ হাতে প্রতিরোধ করছেন আমাদের সৈনিকরা। রুশ নেতৃত্বকে আমাদের একটাই কথা বলার রয়েছে। এই মুহূর্তে গঠনমূলক আলোচনা অত্যন্ত জরুরি। যত শীঘ্র, আলোচনার মাধ্যমে নিরপেক্ষ অবস্থানে পৌঁছনো যায়, ততই ভাল।’’


আগ্রাসী মনোভাব নিয়ে যুদ্ধে নামলেও, প্রতিরোধের মখে পড়ে রুশ সেনা ছত্রভঙ্গ হওয়ার পথে বলে এর আগে জানায় আমেরিকা এবং ন্যাটো-ও। কয়েক দিন আগে ন্যাটো জানিয়েছিল, ইউক্রেনীয় সেনার মুখোমুখি হয়ে গত এক মাসে অন্তত ১৫ হাজার রুশ সেনার মৃত্যু হয়েছে। কিন্তু জেলেনস্কি জানিয়েছে ১৬ হাজার রুশ সেনা যুদ্ধক্ষেত্রে প্রাণ হারিয়েছেন। জেলেনস্কির দাবিতে কোনও প্রতিক্রিয়া না দিলেও, রাশিয়ার দাবি এখনও পর্যন্ত যুদ্ধে তাদের ১ হাজার ৩০০ সেনার মৃত্যু হয়েছে।


আরও পড়ুন: Russia-Ukraine War: পোল্যান্ডের মহিলা ডালা সাজিয়ে বসে বিক্রি করছেন ইউক্রেনের পতাকা।Bangla News


কিভ অভিযানে আপাতত গরজ নেই রাশিয়ার


গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে সেনা অভিযানের ঘোষণা করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এক মাস পেরিয়ে গেলেও, যুদ্ধ নিয়ে সমঝোতায় এসে পৌঁছতে পারেনি দুই দেশ। দফায় দফায় বৈঠক হলেও মেলেনি সমাধানসূত্র।ফলে লাগাতার ইউক্রেনে বোমাবর্ষণ চলছে রুশবাহিনীর। কিন্তু একটানা যুদ্ধ চালাতে গিয়ে তাদের অস্ত্রভাণ্ডারেও টান পড়তে শুরু করেছে বলে দাবি আমেরিকার।


আমেরিকার প্রতিরক্ষা বিভাগের দাবি, একসময় দ্রুতগতিতে কিভের দিকে এগোলেও, বর্তমানে আশেপাশের ছোট ছোট এলাকাগুলিতেই মনোনিবেশ করছে রুশ সেনা। মূলত পূর্বের ডনবাসের দখল নেওয়াই লক্ষ্য তাদের। তাই এই মুহূর্তে যুদ্ধক্ষেত্রে সরাসরি ইউক্রেনীয় সেনার মুখোমুখি হচ্ছে না তারা।