মস্কো: আমেরিকার পর এ বার রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ ইউরোপীয় ইউনিয়নেরও। রাশিয়াকে যুদ্ধাপরাধ বন্ধের নির্দেশ দিল তারা। ইউরোপীয় ইউনিয়নের (European Union) সদস্য দেশগুলি সাফ জানিয়েছে, আন্তর্জাতিক ন্যায় আদালত আগেই রাশিয়াকে যুদ্ধ থেকে পিছু হটার নির্দেশ দিয়েছে। আন্তর্জাতিক আইন মেনে  তাই যুদ্ধ থেকে পিছিয়ে আসা উচিত রাশিয়ার। 


রাশিয়াকে যুদ্ধাপরাধ বন্ধের নির্দেশ ইউরোপীয় ইউনিয়নের


ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের তরফে যৌথ বিবৃতি জারি করে বলা হয়, ‘ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ করার আগ্রাসী মনোভা আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে। এর ফলে অগণিত মানুষ প্রাণ হারাচ্ছেন। নিরীহ নাগরিকদের কতশত আহত হচ্ছেন।’’ শুধু তাই নয়, রাশিয়া নিরাহ নাগরিকদের নিশানা করছে, বসতি এলাকা, হাসপাতাল, চিকিৎসাকেন্দ্র, স্কুল এবং আশ্রয়স্থলে হামলা চালাচ্ছে বলে অভিযোগ করে ইউরোপীয় ইউনিয়ন। তাদের বক্তব্য়, ‘‘এই যুদ্ধাপরাধ অবিলম্বে বন্ধ হওয়া দরকার।’’


আরও পড়ুন: Russia-Ukraine War: যুদ্ধ থেকে বাঁচতে আশ্রয় থিয়েটারে, রুশ বোমায় শেষ ৩০০ প্রাণ, জানাল ইউক্রেন


এর আগে, সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগও তোলো আমেরিকা। দেশের প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যা দেন। তার পর সম্প্রতি আন্তর্জাতিক অপরাধ আদালতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ তদন্ত চালানোয় সায় দেয় আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স-সহ একাধিক দেশ। 


রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধের (War Crimes) অভিযোগ নিয়ে আগেই সরব হয়েছে তারা। এ বার আরও মারাত্মক অভিযোগ আমেরিকার (Russia Ukraine War)। তাদের দাবি, গত একমাসব্যাপী যুদ্ধে অগণিত ইউক্রেনীয় নাগরিককে হত্যা করেছে রুশ সেনা।


একমাসে রাশিয়ার হাতে নিহত অগণিত মানুষ!



আমেরিকার বিদেশ সচিব অ্যান্টনি ব্লিঙ্কেন এমন দাবি করেছেন। ইউক্রেনের বিরুদ্ধে এই যুদ্ধকে অমানবিক বলে উল্লেখ করেছেন তিনি। ব্লিঙ্কেনের বক্তব্য, ‘‘একমাস আগে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অগণিত ইউক্রেনীয় নাগরকিকে হত্যা করেছে ক্রেমলিন। ভিটে-মাটিচ্যূত করেছে লক্ষ লক্ষ মানুষকে। হাজার হাজার রুশ নাগরিকের মৃত্যুর জন্যও তারা দায়ী। এই অমানবিক যুদ্ধ বন্ধ করতেই হবে।