কিভ: এখনও জ্বলছে ইউক্রেন। বারবার আলোচনায় মিলছে না সমাধান। তার মধ্যেই ইউক্রেনে লাগাতার হামলা রাশিয়ার। পাল্টা হামলা ইউক্রেনেরও। এরই মধ্যে রবিবার ইউক্রেনের কৌশলগত (Strategic) বন্দর ওডেসা-র (Odessa) উপর বিমান হামলার অভিযোগ আনল ইউক্রেন। কৃষ্ণ সাগরে (Black Sea)-এর বন্দর এটি। ইউক্রেনের দাবি, দেশের দক্ষিণ অংশে সেনা সমাবেশ বাড়িয়ে আরও বেশি হামলার পরিকল্পনা করছে রাশিয়া।


ইউক্রেনের দাবি:
ইউক্রেনের প্রশাসন সূত্রে বলা হয়েছে বিমান হামলা (Air Strike) চালানো হয়েছে ওডেসাতে। কিছুক্ষেত্রে এয়ার ডিফেন্সের মাধ্যমে মিসাইল ধ্বংস করা গিয়েছে। দাবি ইউক্রেনের। ওই এলাকায় একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে দাবি। দূর থেকে আগুন ও ধোঁয়াও দেখা গিয়েছে। 


জেলেনস্কির দাবি:
ইউক্রেনের উত্তর থেকে ক্রমশ সেনা সরাচ্ছে রাশিয়া (Russia)। কিন্তু ইউক্রেনের দক্ষিণে (South) ভারী সেনা মোতায়েন রয়েছে রাশিয়ার। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির (Volodymyr Zelensky) দাবি, দক্ষিণ দিকে ভারী হামলার প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। 


এরই মধ্যে ইউক্রেনের দক্ষিণে মাইকোলেইভ (Mykolaiv) শহরে রুশ হামলায় জখম হয়েছেন বেশ কয়েকজন। মৃত্যু হয়েছে একজনের। একইদিনে একাধিক সাধারণ নাগরিকের দেহ উদ্ধার হয়েছে কিভ লাগোয়া একটি এলাকা থেকে। সম্প্রতি রাশিয়ার সেনা সরে গিয়েছে, ওই এলাকা ফের দখল নিয়েছে ইউক্রেনের সেনা। তারপরেই সেখান থেকে ৪১০ জন সাধারণ নাগরিকের দেহ উদ্ধার হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে কিভের উত্তর-পশ্চিমে বুচা (Bucha) শহরে গণহত্যার অভিযোগ এনেছে ইউক্রেন। 


এরই মধ্যে রাশিয়ার অর্থনৈতিক অবস্থাও টলমল করছে বলে দাবি আমেরিকার। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলি রাশিয়ার উপর আর্থিক নিষেধাজ্ঞা জারি করায় রাশিয়ার সেন্ট্রাল ব্যাঙ্কের ৬৩০ বিলিয়ন মার্কিন ডলার সম্পত্তির অর্ধেকই অচল হয়ে গিয়েছে। রাশিয়ার ব্যাঙ্কগুলিকে সুইফট থেকে বাদ দেওয়া হয়েছে। ফলে রাশিয়ার ব্যাঙ্কগুলি আন্তর্জাতিক লেনদেনের ক্ষেত্রে সমস্যায় পড়েছে। ডলারের তুলনায় রুবলের দাম অর্ধেক হয়ে গিয়েছে। গতকাল অবশ্য রুবলের দাম অনেকটা বেড়েছে। এখন ডলারের তুলনায় ৮৩-৮৪ শতাংশ কম দাম রুবলের।


আরও পড়ুন: একগুচ্ছ নিষেধাজ্ঞার জেরে আর্থিক মন্দায় রাশিয়া, দাবি আমেরিকার