নয়াদিল্লি: ভারতের মোবাইলের বাজারে প্রায় একচেটিয়া দাপট চলে শাওমির (Xiaomi)। তাদের নতুন কোনও মডেল আসার খবর পেলেই মুখিয়ে থাকে উৎসাহীরা। এবার ভারতের বাজারে তাদের ফ্ল্যাগশিপ মডেল Xiaomi 12 Pro আনতে চলেছে প্রস্ততকারী সংস্থাটি। সব ঠিক থাকলে এপ্রিলেই লঞ্চ হতে পারে নতুন মডেলটি। সম্প্রতি সেই কথা জানিয়েছে শাওমি। ভারতের আগেই চিনে এবং বিশ্বের আরও কিছু দেশে  Xiaomi 12 Pro এনেছে সংস্থাটি। শাওমির আরও একটি ফোন নিয়ে জল্পনা চলছে, সেটি হল Xiaomi 12 Ultra।


টুইটে কী?
সূত্রের খবর, OnePlus 10 Pro এবং Realme GT 2 Pro-এর সঙ্গে টক্কর দেবে শাওমির এই 5G মডেল। এই মডেল লঞ্চ নিয়ে নিজেই টুইট করেছেন শাওমি ইন্ডিয়ার প্রধান এবং শাওমির গ্লোবাল ভাইস প্রেসিডেন্ট মনু কুমার জৈন। যদিও ঠিক কবে ভারতের বাজারে আসবে এই মডেল তা জানাননি তিনি। 


 






নতুন মডেলে চমক:
শাওমির ফ্ল্যাগশিপ (flagship) মডেল হতে চলেছে Xiaomi 12 Pro. থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ( Qualcomm Snapdragon 8 Gen 1 SoC). স্ক্রিন হবে ৬.৭৩ ইঞ্চি, QHD+ LTPO অ্যামোলেড ডিসপ্লে হবে এই ফোনে। RAM-এও থাকছে চমক। ১২ জিবি RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকবে এই নতুন মডেলে। অ্যান্ডয়েড ১২-এর উপর তৈরি MIUI 13-এ চলবে শাওমির এই ফ্ল্যাগশিপ মডেল।  Xiaomi 12 Pro-তে থাকছে তিনটি ক্যামেরা। 50MP Sony IMX 707 sensor এবং 50MP ultra-wide sensor থাকছে। দূরের ছবি তোলার সুবিধার জন্য রয়েছে 50MP টেলিফটো সেন্সরও। সেলফির জন্য থাকছে 32MP-এর ক্যামেরা। দীর্ঘক্ষণ ব্যাটারির ব্যাকআপের জন্য Xiaomi 12 Pro-তে থাকছে 4600 mAh-এর ব্যাটারি।


আরও পড়ুন: OnePlus Nord CE 2 Lite আসছে বাজারে ! কবে হতে পারে লঞ্চ ?