কিভ : তারিখটা ছিল ১ মার্চ। খাবার কিনতে গেছিলেন। সেই সময় ইউক্রেনের খারকিভে রুশ যুদ্ধবিমানের মিসাইল হামলায় মৃত্যু হয় ভারতীয় ডাক্তারি পড়ুয়ার। জখম হন আরও এক ভারতীয় ছাত্র। সেই মৃত ছাত্রর দেহ অবশেষে ফিরছে। কর্ণাটক সরকার শনিবার জানিয়েছে, আগামী ২১ মার্চ দেশে পৌঁছবে দেহ।


নবীন শেখারাপ্পা । বয়স ছিল মাত্র ২১। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার মধ্যেই, হাজার হাজার ভারতীয় পড়ুয়ার মতো নবীনও আটকে পড়েছিলেন খারকিভ শহরে! বাঙ্কার থেকে বেরিয়েছিলেন একটু খাবারের খোঁজে! ঠিক তখনই রুশ যুদ্ধবিমান মিসাইল ছোড়ে! মুহূর্তের মধ্যে ছিন্নভিন্ন হয়ে যায় ২১ বছর বয়সী ভারতীয় ডাক্তারি পড়ুয়ার দেহ। শোকে ভেঙে পড়ে পরিবার। 


 আরও পড়ুন : 'কয়েক প্রজন্মের মধ্যে আর ঘুরে দাঁড়াতে পারবে না রাশিয়া', হুমকি জেলেনস্কির


প্রি-ইউনিভার্সিটির পরীক্ষায় ৯৭ শতাংশ নম্বর পেয়েছিলেন নবীন শেখরাপ্পা। তবু রাজ্যে ডাক্তারি পড়ার সুযোগ পাননি কর্ণাটকের হাভেরি জেলার চালাগেরির বাসিন্দা ওই পড়ুয়া। বাধ্য হয়েই ডাক্তারি পড়তে যান ইউক্রেনের খারকিভ ন্যাশনাল মেডিক্যাল ইউনিভার্সিটিতে। ছেলের গলা শুনেছিলেন মৃত্যুর দু দিন আগেই। বেঘোরে প্রাণ যাওয়ার খবর পেলেও, ছেলের দেহ এখনও দেখতে পায়নি পরিবার। বহু নিয়মের বেড়া টিকে অবশেষে ফিরছে দেহ। 
কর্ণাটক সরকার সূত্রে খবর, ২১ মার্চ দেহ বিমানবন্দরে পৌঁছানোর কথা। এই দেহ আনানোর জন্য প্রয়োজনীয় সমস্ত নথি জমা করা হয়েছে। বিদেশ মন্ত্রক (MEA) নবীনের মৃতদেহ আমার ব্যবস্থা করার জন্য একজন ফিউনারেল এজেন্ট নিয়োগ করে। মনোজ রাজন নামে স্টেট নোডাল অফিসার (ইউক্রেন ক্রাইসিস) এক বিবৃতিতে জানান, সেই এজেন্ট মৃতদেহ পেয়েছে। প্রয়োজনীয় কাগজের কাজ সম্পন্ন হয়েছে। তারপর দেহটি পোল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছে।  পোল্যান্ডের ভারতীয় দূতাবাসেও প্রয়োজনীয় সমস্ত নথিপত্র জমা পড়েছে।  


বাইডেন-জিনপিং ফোনালাপের পরেও, যুদ্ধের ২৪তম দিনে ইউক্রেনে লাগাতার রুশ হামলা। ইউক্রেনের দাবি, গত ২৪ ঘণ্টায় রাশিয়া ১৪টি ক্ষেপণাস্ত্র এবং ৪০টি বিমান হামলা চালিয়েছে। আজভ সাগরও তাদের নিয়ন্ত্রণের বাইরে। রাজধানী কিভ ছাড়াও ইউক্রেনের একাধিক শহরে চলছে রুশ হামলা।