কিভ : বাইডেন-জিনপিং ফোনালাপের পরেও, যুদ্ধের ২৪তম দিনে ইউক্রেনে লাগাতার চলছে রুশ হামলা । এরই মধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি শনিবার একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, এখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে কথোপকথন প্রয়োজন। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে রাশিয়াকে তিনি রীতিমতো হুঁশিয়ারিও দেন।
রাশিয়াকে সতর্ক করে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি দাবি করেন, নিজের ক্ষতি রুখতে শান্তি ও নিরাপত্তা নিয়ে আলোচনাই রাশিয়ার কাছে একমাত্র পথ। এটা দেখা করা, কথা বলার সময়। এটা ইউক্রেনের অখণ্ডতা এবং ন্যায়বিচার পুনরুদ্ধারের সময়। না হলে, রাশিয়ার এমন ক্ষতি হবে যে তারা কয়েক প্রজন্মের মধ্যে আর ঘুরে দাঁড়াতে পারবে না। হুঁশিয়ারি জেলেনস্কির।
শনিবার এক ভিডিওপ্রকাশ করে ভলোদিমির জেলেনস্কি বলেন, "ইউক্রেনের প্রতি ন্যায়বিচারের সময় এসেছে। আমি চাই সবাই এখন রাশিয়া আমাদের কথা শুনুক, বিশেষ করে মস্কোর মানুষরা । আলজাজিরা এই কথা জানিয়েছে।
আরও খবর :
মারিউপোলের থিয়েটার হলে এখনও আটকে সহস্রাধিক, বিভীষিকাময় অভিজ্ঞতার কথা বললেন উদ্ধার হওয়া মানুষজন
তিনি বলেন, '' কথা বলার সময় এসেছে।" জেলেনস্কি ওই ভিডিওতে মস্কোর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন। ইউক্রেনের যুদ্ধ-বিধ্বস্ত শহরগুলিতে রুশ সেনারা মানবিক সহায়তা পর্যন্ত পৌঁছতে দিচ্ছে না। বিপর্যস্ত মানুষ ত্রাণ পাচ্ছেন না। রুশ সেনারা মানবিক সহায়তাটুকু সাধারণ নাগরিকের কাছে পৌঁছে দেওয়া থেকে আটকাচ্ছে। জেলেনস্কির কথায়, "এটি একটি ইচ্ছাকৃত কৌশল..."
জেলেনস্কি নাকি দাবি করেন "রাশিয়াকে এর জন্য জবাব দিতে হবে । মানবিক সহায়তা অবরুদ্ধ করার জন্য "
এদিকে, ইউক্রেনের সশস্ত্র বাহিনীর দাবি, রাশিয়া আর্মেনিয়া থেকে তাদের সৈন্য স্থানান্তর করছি। ইউক্রেনের সংবাদমাধ্যম কিভ ইন্ডিপেন্ডেন্টে দাবি করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় রাশিয়া ১৪টি ক্ষেপণাস্ত্র এবং ৪০টি বিমান হামলা চালিয়েছে। আজভ সাগরও তাদের নিয়ন্ত্রণের বাইরে। রাজধানী কিভ ছাড়াও ইউক্রেনের একাধিক শহরে চলছে রুশ হামলা। একের পর এক গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে। রুশ বোমায় ধ্বংস হয়ে যাওয়া মারিউপোলের থিয়েটার হলে এখনও তেরোশোর বেশি মানুষ আটকে রয়েছেন বলে দাবি।