সৌমিক সাহা, ইউক্রেন: ২ মাস হতে চলল, কিন্তু যুদ্ধ (War) থামার কোনও লক্ষণ নেই! হামলা অব্যাহত রুশ বাহিনীর। ধ্বংস ইউক্রেনের (Ukraine) অস্ত্র কারখানা। পরমাণু-হামলা চালাতে পারেন পুতিন (Putin), বিশ্বকে সতর্ক করলেন জেলেনস্কি। ধ্বংসস্তূপের মাঝেই এক ইউক্রেন সেনার শেষকৃত্যের সাক্ষী হল ABP আনন্দ।
৫২টা দিন পেরিয়ে গেছে যুদ্ধের। তবু দমছে না রাশিয়া, আরও ধ্বংস হচ্ছে ইউক্রেন। কিভ থেকে খারকিভ। এখনও অব্যাহত রয়েছে রুশ হামলা। রবিবারও রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রকের তরফে দাবি করা হয়েছে, কিভের কাছে ব্রোভারিতে, গোলা-বারুদের কারখানা ধ্বংস করে দিয়েছে তারা। মারিউপোলের সমস্ত শহরাঞ্চল তাদের দখলে এসেছে বলে দাবি করেছে রুশ সেনা।
নিশানায় শুধু সাধারণ ইউক্রেনবাসীরাই নন, খারকিভে এভাবেই সোভিয়েত কমান্ডার জর্জি ঝুকভের মূর্তি ভেঙে দিল রুশ সেনা। এইভাবে হামলার পরও, রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে বলে আশঙ্কা করছে ইউক্রেন।
রাশিয়ার সঙ্গে ইউক্রেনের সৈনাবাহিনীর ক্ষয়ক্ষতির তুলনা করে জেলেনস্কি আরও দাবি করেছেন যে, দেড় মাসের বেশি সময় চলা যুদ্ধে, তাঁদের আড়াই হাজার থেকে ৩ হাজার সেনার মৃত্যু হয়েছে। সেখানে রুশ সেনার হতাহতের সংখ্যা অন্তত ১৯ হাজার। পুতিনের সরকার জেলেনস্কির এই তথ্য মানতে না চাইলেও, যুদ্ধে যে দুই দেশের সেনাবাহিনীরই বড় ক্ষতি হয়েছে, তা বলে দিচ্ছে এই ছবিগুলিই।
পূর্ব ইউক্রেনে রুশ সেনার মোকাবিলা করতে গিয়ে, প্রাণ দিয়েছেন ইউক্রেনের সেনা রাশলন সিকসয়ের (Ruslan Siksoy)। রবিবার লাভিয়ে রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হল তাঁর শেষকৃত্য। আবেগঘন সেই মুহূর্তের সাক্ষী ছিল ABP আনন্দও!
রুশ ক্ষেপণাস্ত্র হানা: ইউক্রেনের লিভে রুশ ক্ষেপণাস্ত্র হানা। ক্ষেপণাস্ত্র হানায় বড় এলাকায় আগুন। ক্ষেপণাস্ত্র হানার পর শহরজুড়ে আতঙ্ক ছড়ায়। মারিউপোল শহরে লাগাতার রুশ গোলা ও ক্ষেপণাস্ত্র বর্ষণ। রুশ হামলায় ২০৫ শিশুর মৃত্যু, আহত সাড়ে ৩০০-র বেশি, এমনই দাবি ইউক্রেনের।
ধ্বংসস্তূপে পরিণত একের পর এক স্কুল, খেলার মাঠ, স্টেডিয়াম: যুদ্ধ চলছে। রাশিয়ার নির্বিচার আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একের পর এক স্কুল, খেলার মাঠ, স্টেডিয়াম। এর মধ্যেও ঘুরে দাঁড়ানোর লড়াই চালিয়ে যাচ্ছে বিধ্বস্ত ইউক্রেন। বেলারুশ, রাশিয়া, ইউক্রেনের সীমান্ত থেকে এবিপি আনন্দর প্রতিবেদন।