নয়াদিল্লি: ভারতের বাজারে ক্রমশ চড়ছে ভোজ্যতেলের (edible oil) দাম। তা নিয়ে ভোগান্তিতে সাধারণ নাগরিকরা। বিষয়টি নিয়ে প্রথম থেকেই শাসকদলকে নিশানায় রেখে সরব হয়েছে বিরোধী দলগুলি। এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী।  বাণিজ্য ও শিল্পমন্ত্রী (Commerce and Industry Minister) পীযূষ গোয়েল (Piyush Goyal) শুক্রবার রাজ্যসভায় এই বিষয়টি নিয়ে মুখ খোলেন মন্ত্রী। তিনি জানান, বিশ্বজুড়ে একাদিক কারণে বেড়েছে ভোজ্যতেলের দাম। দামবৃদ্ধির পিছনে রাশিয়া-ইউক্রেন (russia ukraine war) যুদ্ধও একটি কারণ বলে জানান তিনি। 


প্রশ্নের উত্তরে:


রাশিয়া-ইউক্রেন যুদ্ধের জন্য ভারতে সূর্যমুখী তেলের (sunflower oil) আমদানির উপর কোনও প্রভাব পড়েছে কিনা তা নিয়ে রাজ্যসভায় একটি প্রশ্ন করা হয়। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মন্ত্রী জানান, ভারতে যত পরিমাণ ভোজ্যতেল খরচ হয়, তার মধ্যে সূর্যমুখী তেলের পরিমাণ খুবই অল্প। যুদ্ধের আগে থেকেই ইউক্রেন থেকে এই তেল আমদানি করা হচ্ছিল। এই পরিস্থিতিতে আর কোন দেশ থেকে ওই তেল আমদানি করা যায়, সেই বিষয়টি ভারত সরকার ভেবে দেখছে বলে জানান তিনি।


চাষিদের প্রশংসা:


এই বিষয়ে বলতে গিয়ে ভারতীয় চাষিদের (indian farmer) প্রশংসা করেছেন মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানান, এই বছরে ভারতের চাষিরা আগের চেয়ে বেশি পরিমাণে সর্ষেচারা রোপণ করা করেছেন। এর ফলে জোগান বাড়বে। সর্ষে আমদানির (import) উপর নির্ভরতা কমবে ভারতের, জানান তিনি। এটাই ভারতীয় চাষিদের তেলবীজ চাষে উৎসাহিত করার  সুযোগ বলে মন্তব্য করেন তিনি।


যুদ্ধের ফলে যাঁরা ইউক্রেনে (ukraine) তাঁদের ব্যবসা ছেড়ে ভারতে ফিরেছেন তাঁদের পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেছিলেন  ডিএমকে (dmk) সাংসদ পি উইলসন। তার উত্তর দিতে গিয়ে মন্ত্রী জানান, এখনও কেউ এই সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের কাছে আসেননি।'


আরও পড়ুন: পয়লা এপ্রিল 'পরীক্ষা পে চর্চা', পড়ুয়াদের বার্তা দেবেন প্রধানমন্ত্রী