রাজর্ষি দত্তগুপ্ত, বুদাপেস্ট : ইউক্রেন যুদ্ধের ( Russia Ukraine Conflict) ২৮ তম দিনে আরও ভয়ঙ্কর হয়েছে রাশিয়ার হামলা। কিভ, খারকিভ, মারিউপোল, ইউক্রেনের একের পর এক শহরে আছড়ে পড়ছে রাশিয়ার ক্ষেপণাস্ত্র। 


সবথেকে খারাপ অবস্থা মারিউপোলে। প্রতি ১০ মিনিট অন্তর ক্ষেপণাস্ত্র বা গোলা আছড়ে পড়ছে সেখানে।  বিদ্যুত্‍, জল, খাবার, ওষুধ, কিছুই নেই ওই শহরে। তা সত্ত্বেও রাশিয়ার আত্মসমর্পণের হুঁশিয়ারি উড়িয়ে দিয়েছেন মারিউপোলের বাসিন্দারা।  এখনও প্রায় ৩ লক্ষ মানুষ অবরুদ্ধ হয়ে রয়েছেন ওই শহরে।  


 হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের দূতাবাসের বাইরে অসহায় মানুষের ভিড়

যুদ্ধবিধ্বস্ত দেশ থেকে শেষ সম্বলটুকু নিয়ে দেশ ছেড়ে পালিয়ে  আসছেন মহিলা ও শিশুরা। যুদ্ধবিধ্বস্ত কিভ, খারকিভ থেকে পালিয়ে আসা মানুষ ভিড় করছেন হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের দূতাবাসের বাইরে। তাঁদের যন্ত্রণার সাক্ষী এবিপি আনন্দ। 


কোথাও যুদ্ধ বিধ্বস্ত শহরের ছবি...কোথাও যোদ্ধার ছবি! ফুল...মোমবাতিতে শ্রদ্ধা জানাচ্ছেন সেখানকার মানুষ। অনেকেই ছোট্ট শিশুর প্রাণ বাঁচাতে যেতে চাইছেন অন্য দেশে। কিন্তু ভিসার মেয়াদ শেষ । আবেদন জানিয়েছেন তাঁরা মেয়াদবৃদ্ধির জন্য। ততদিন শরণার্থী শিবিরে মাথা গুঁজে থাকা। দূতাবাসের গায়ে ঝুলছে ব্যানার...তাতে লেখা হেল্প ইউক্রেন আর্মি। যে যেভাবে পারেন, সাহায্য করুন। 



 


সাজানো-গোছানো শহরগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে
ছবির মতো সাজানো-গোছানো শহরগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে । তবু রুশ সেনাদের রুখে দিতে, ঘুরে দাঁড়াতে -  হাল ছাড়ছে না ইউক্রেন। শুধু ধ্বংসক্ষেত্র। চারিদিকে শোকের ছায়া। কেউ প্রিয়জন হারানোর বেদনায় কাতর, কেউ আবার জানেনই না প্রিয় মানুষটা কোথায়।


বাড়ছে মৃত্যু
যুদ্ধে (Russia-Ukraine War ) দিনদিন সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা বাড়ছে।  রাষ্ট্রপুঞ্জের প্রাথমিক তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত ইউক্রেনের ৯২৫ জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। তার মধ্যে ৭৫ শিশুও রয়েছে।  তবে রাষ্ট্রপুঞ্জই জানিয়েছে, প্রকৃত মৃত্যুর সংখ্যা এর থেকে অনেক বেশি হতে পারে। কারণ, যুদ্ধের এই অবস্থায় প্রকৃত তথ্য জোগাড় করাও কঠিন।