Russia-Ukraine War LIVE Updates, March 22: ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা মোদির

Russia-Ukraine War LIVE Updates, March 22: ২৭ দিন ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। জেনে নিন প্রতি মুহূর্তের আপডেট।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 22 Mar 2022 09:56 PM
Russia-Ukraine Conflict Live Updates:৭৫ শিশু সহ কমপক্ষে ৯২৫ জন নাগরিকের মৃত্যু হয়েছে ইউক্রেনে, খবর সংবাদ সংস্থা সূত্রে

৭৫ শিশু সহ কমপক্ষে ৯২৫ জন নাগরিকের মৃত্যু হয়েছে ইউক্রেনে। খবর সংবাদ সংস্থা সূত্রে। 

Russia-Ukraine War Live Updates: ইউক্রেন থেকে পালিয়ে গিয়েছে ৩.৫ মিলিয়ন উদ্বাস্তু, খবর সংবাদ সংস্থা সূত্রে

ইউক্রেন থেকে পালিয়ে গিয়েছে ৩.৫ মিলিয়ন উদ্বাস্তু, খবর সংবাদ সংস্থা সূত্রে

Russia-Ukraine Conflict Live Updates:ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা মোদির

ইউক্রেনের পরিস্থিতি নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা মোদির। খবর প্রধানমন্ত্রীর দফতর সূত্রে। 

Russia-Ukraine War Live Updates: রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে চিন ও ইসলামিক রাষ্ট্রগুলিকে মধ্যস্থতার পরামর্শ পাক প্রধানমন্ত্রী ইমরান খানের

রাশিয়া-ইউক্রেন সংঘর্ষে চিন ও ইসলামিক রাষ্ট্রগুলিকে মধ্যস্থতার পরামর্শ পাক প্রধানমন্ত্রী ইমরান খানের

Russia-Ukraine Conflict Live Updates: কার্ফু চলাকালীন ফের বিস্ফোরণে কেঁপে উঠল কিভ, খবর সংবাদ সংস্থা সূত্রে

কার্ফু চলাকালীন ফের বিস্ফোরণে কেঁপে উঠল কিভ, খবর সংবাদ সংস্থা সূত্রে

Russia-Ukraine War Live Updates: রাশিয়ার হামলার জেরে লুহানস্কে শিশু হাসপাতালে আগুন, দাবি ইউক্রেনের

রাশিয়ার হামলার জেরে লুহানস্কে শিশু হাসপাতালে আগুন, দাবি ইউক্রেনের

Russia-Ukraine Conflict Live Updates: ২,৩৮৯ শিশুকে 'অপহরণ' করেছে রাশিয়া, দাবি মার্কিন দূতাবাসের

২,৩৮৯ শিশুকে 'অপহরণ' করেছে রাশিয়া, দাবি মার্কিন দূতাবাসের

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনে হাসপাতালও ধ্বংস, খাবার, জল না পেয়ে অবরুদ্ধ অসংখ্য

ইউক্রেনে হাসপাতালও ধ্বংস, খাবার, জল না পেয়ে অবরুদ্ধ অসংখ্য

Russia-Ukraine Conflict Live Updates: মার্কিন রাষ্ট্রদূতকে তলব ক্রেমলিনের

মার্কিন রাষ্ট্রদূতকে তলব ক্রেমলিনের

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনে ১০ মিনিট অন্তর বোমাবর্ষণ

ইউক্রেনে ১০ মিনিট অন্তর বোমাবর্ষণ। 

Russia-Ukraine Conflict Live Updates:যুদ্ধের সাতাশতম দিনে রুশ টার্গেট মারিউপোল

যুদ্ধের সাতাশতম দিনে রুশ টার্গেট মারিউপোল

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনে জৈব-রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া, আশঙ্কা আমেরিকার

ইউক্রেনে জৈব-রাসায়নিক অস্ত্র ব্যবহার করতে পারে রাশিয়া। আশঙ্কা আমেরিকার। 

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেন সেনাকে আত্মসমর্পণ করার নির্দেশ, রাশিয়ার দাবি ওড়াল জেলেনস্কির দেশ

ইউক্রেন সেনাকে আত্মসমর্পণ করার নির্দেশ, রাশিয়ার দাবি ওড়াল জেলেনস্কির দেশ

Russia-Ukraine War Live Updates: ইউক্রেনের ১১টি রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা জেলেনস্কির

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বড়সড় প্রভাব পড়েছে ইউক্রেনের অভ্যন্তরীণ রাজনীতিতেও। সম্প্রতি ইউক্রেনের ১১টি রাজনৈতিক দলকে সাসপেন্ড বা নিষিদ্ধ ঘোষণা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি। 

Russia-Ukraine Conflict Live Updates:রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ৬৫১টি আবাসন, ৩ হাজারের বেশি বাড়ি, দাবি ইউক্রেনের

রুশ হামলায় ক্ষতিগ্রস্ত ৬৫১টি আবাসন, ৩ হাজারের বেশি বাড়ি, দাবি ইউক্রেনের

Russia-Ukraine War Live Updates: রাশিয়া, ইউক্রেনের মধ্যে প্রথম যুদ্ধবন্দি বিনিময়, ৯ সেনাকে মুক্তি

রাশিয়া, ইউক্রেনের মধ্যে প্রথম যুদ্ধবন্দি বিনিময়, ৯ সেনাকে মুক্তি

Russia-Ukraine Conflict Live Updates: উদ্ধারকার্যে প্রাধান্য মারিউপোলকে, জানাল ইউক্রেন

মারিউপোলে উদ্ধারকার্য সম্পূর্ণ করাই আপাতত প্রধান লক্ষ্য। বিবৃতি জারি করে জানাল ইউক্রেন সরকার। রাশিয়ার সঙ্গে এই নিয়ে দফায় দফায় আলোচনা।

Russia-Ukraine War Live Updates: কিভ দখল করতে আসা আত্মহত্যার সমান, রাশিয়াকে হুঁশিয়ারি ইউক্রেনের

কিভ দখল করতে মরিয়া রাশিয়া। কিন্তু তা আত্মহননে সমান। দাবি ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা ওলেক্সি আরেস্তোভিচের।


 

Russia-Ukraine Conflict Live Updates: ইউক্রেনের সর্বত্র পোঁতা রয়েছে মাইন-বিস্ফোরক, দাবি কিভের

ইউক্রেনের সর্বত্র পোঁতা রয়েছে মাইন, বিস্ফোরক। ৮২ হাজার ৫২৫ স্কোয়্যার কিলোমিটার জায়গা বিপজ্জনক। যুদ্ধে জয়ী হলেও আগে সেগুলি নিস্ক্রিয় করতে হবে, দাবি কিভের। 


 
Russia-Ukraine War Live Updates: নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার রাশিয়ার, দাবি ইউক্রেনের

ক্রামাটর্সকে নিষিদ্ধ ফসফরাস বোমা বর্ষণ রাশিয়ার, অভিযোগ ইউক্রেনের। 'ফসফরাসের মতোই জ্বলে-পুড়তে হবে', বার্তা কিভের।

Russia-Ukraine Conflict Live Updates: ফের আছড়ে পড়ল রুশ গোলা, নিহত ২, আহত ৩, দাবি ইউক্রেনের

রুশ গোলার আঘাতে মৃত ২, আহত ৩। লিসিচানস্ক এবং লুহানস্কে হামলা রাশিয়ার, দাবি ইউক্রেনের।


 

Russia-Ukraine War Live Updates: ধ্বংসস্তূপে পরিণত ৪৪৩১ বাড়ি-আবাসন, জানাল ইউক্রেন

আবাসন-বাড়ি মিলিয়ে যুদ্ধে ধ্বংস ৪ হাজার ৪৩১ নির্মাণ। রাশিয়ার ছোড়া বোমা-গোলায় ধূলিসাৎ সবকিছু, জানাল ইউক্রেন।

Russia-Ukraine Conflict Live Updates: যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত নেই, জাপান সংসদে ভাষণ দেবেন জেলেনস্কি

যুদ্ধ পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান জাপানের। প্রশংসা জো বাইডেনেরও। মঙ্গলবার জাপানের সংসদে ভাষণ দেবেন ভলোদিমির জেলেনস্কি।

Russia-Ukraine War Live Updates: যুদ্ধের সমর্থনে পুতিনের সভায়! লোভনীয় বিজ্ঞাপন হারালেন অলিম্পিকে সোনাজয়ী রুশ সাঁতারু

ভ্লাদিমির পুতিনকে সমর্থন জানাতে জনসভায় অংশগ্রহণ। টোকিয়ো অলন্পিক্সে সোনাজয়ী রুশ সাঁতারুর সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করল সাঁতারের পোশাক প্রস্তুতকারী সংস্থা স্পিডো।

Russia-Ukraine Conflict Live Updates: ১৩ জায়গায় আক্রমণ প্রতিহত, নিহত ৩০০ রুশ সেনা, দাবি ইউক্রেনের

সমুদ্রপথও আটকে রেখেছে রাশিয়া। কিভ, চেরনিহিভ, খারকিভ এবং ডনেৎস্কে বোমাবর্ষণ চলছে। ১৩ জায়গায় আক্রমণ প্রতিহত করেছে ইউক্রেনীয় সরকার। তাদের হাতে মৃত্যু ৩০০ রুশ সেনার, দাবি ইউক্রেন সরকারের। 


 

Russia-Ukraine War Live Updates: নিরাপত্তা ও যুদ্ধের সমাপ্তি চাই, ন্যাটোর সদস্যপদ লাগবে না, বললেন জেলেনস্কি

ন্যাটোর সদস্যপদের আর্জি আর জানাবে না ইউক্রেন। পশ্চিমি দেশগুলির কোনও অথৈ জলে পড়ে রয়েছে। ইউক্রেন নিরাপত্তার গ্যারান্টি চায়, রাশিয়ার তরফে সেনা প্রত্যাহার চায়। ন্যাটোর সদস্যতা পাওয়ায় কোনও আগ্রহ নেই ইউক্রেনের, বললেন ভলোদিমির জেলেনস্কি।


 

Russia-Ukraine Conflict Live Updates: রাসায়নিক ও জৈবিক বোমা পেলার পরিকল্পনা পুতিনের, দাবি বাইডেনের

রাসায়নিক এবং জৈবিক বোমা ব্যবহারের পরিকল্পনা করছেন ভ্লাদিমির পুতিন, দাবি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। কড়া পদক্ষেপের হুঁশিয়ারি।

Russia-Ukraine War Live Updates: মারিউপোল থেকে উদ্ধার ৪৫ হাজার, জানাল ইউক্রেন

মারিউপোল থেকে সবমিলিয়ে উদ্ধার ৪৫ হাজার মানুষ। জানাল ইউক্রেনের সরকার।

Russia-Ukraine Conflict Live Updates: হাইপারসনিক ক্ষেপণাস্ত্রেও লাভ হবে না রাশিয়ার, দাবি ব্রিটেনের

ইউক্রেনের বিরুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার রাশিয়ার। এতে যুদ্ধের ফলাফল পাল্টাবে না, দাবি ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রকের। যুদ্ধক্ষেত্রে রাশিয়া এগোতেই পারছে না বলে দাবি তাদের। 

Russia-Ukraine War Live Updates: দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী শান্তি চুক্তি থেকে সরছে রাশিয়া, অভিযোগ জাপানের

দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী শান্তি চুক্তি থেকে সরছে রাশিয়া। মস্কোর তীব্র সমালোচনা জাপানের। ভ্লাদিমির পুতিন সরকার আলোচনায় আগ্রহী নয় বলে অভিযোগ। 


 


 

Russia-Ukraine Conflict Live Updates: রুশ সেনার হাতে অপহৃত তিন ইজরায়েলি নাগরিক, দাবি ইউক্রেন সরকারের

তিন ইজরায়েলি নাগরিককে অপহরণ করেছে রুশ সেনা, দাবি ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী ইরিনা ভেরেশ্চুকের। মেলিতোপোল থেকে সকলকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। 

Russia-Ukraine War Live Updates: মারিউপোলে ফের রুশ গোলা, উদ্ধারকার্যের সময় আহত ৪ শিশু, জানালেন জেলেনস্কি

মানব করিডর গড়ে উদ্ধারকার্যের সময় রুশ গোলায় আহত চার শিশু। মারিউপোলের জাপোরিঝিয়ার ঘটনা। জানালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি।


 

Russia-Ukraine Conflict Live Updates: মারউপোলের দখল ছাড়া হবে না, রাশিয়াকে জানাল ইউক্রেন

আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না। হাতছাড়া করা হবে না মারিউপোলকেও। রাশিয়াকে সাফ জানাল ইউক্রেন সরকার।

Russia-Ukraine War Live Updates: রাশিয়ার বিরুদ্ধে ভারতের অবস্থান নড়বড়ে, মন্তব্য বাইডেনের

পরস্পরের বন্ধু হলেও রাশিয়ার বিরুদ্ধে ভারতের অবস্থান নড়বড়ে বলে এ বার মন্তব্য করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটনে ব্যবসায়ীদের নিয়ে একটি সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন বলে খবর। বাইডেন জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মস্কোর বিরুদ্ধে কড়া অবস্থান ন্যাটোর। কিন্তু চতুর্দেশীয় জোটের শরিক ভারতের অবস্থান নড়বড়ে। বরং জাপান এবং অস্ট্রেলিয়ার অবস্থান মজবুত।"

Russia-Ukraine Conflict Live Updates: রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধে চেচনিয়ার ছেলেরা! ভিডিও ঘিরে তোলপাড়

রাশিয়ার হয়ে ইউক্রেনে যুদ্ধ করছে চেচনিয়ার লড়াকু যুবকের দল! নেটমাধ্যমে প্রকাশিত ভিডিও ঘিরে তোলপাড়। চেচনিয়ার নেতা রমজান কাদিরভ নিজে ভিডিওটি পোস্ট করেছেন। তাতে মারিউপোলে নিজেদের উপস্থিতির কথা জানিয়েছেন তিনি। 

প্রেক্ষাপট

কিভ: আন্তর্জাতিক মহলে রাশিয়ার বিরুদ্ধে ভোটদান থেকে বিরত থেকেছে দিল্লি (India Russia Relations)। তা নিয়ে এ বার ভারতের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। ওয়াশিংটন এবং দিল্লি (India US Relations) পরস্পরের বন্ধু হলেও রাশিয়ার বিরুদ্ধে ভারতের অবস্থান নড়বড়ে বলে মন্তব্য করলেন তিনি। ওয়াশিংটনে ব্যবসায়ীদের নিয়ে একটি সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন বলে খবর। বাইডেন জানান, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে মস্কোর বিরুদ্ধে কড়া অবস্থান ন্যাটোর। কিন্তু চতুর্দেশীয় জোটের শরিক ভারতের অবস্থান নড়বড়ে। বরং জাপান এবং অস্ট্রেলিয়ার অবস্থান মজবুত।"


ভূ-রাজনৈতিক তাপ-উত্তাপ থেকে রক্তক্ষয়ী যুদ্ধ (Russia Ukraine War)। তার পর এক মাস কাটতে চলল। অথচ কোনও পক্ষই হাতিয়ার ফেলতে রাজি নয়। তাই আর কোনও রাখঢাক চান না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy)। বরং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের (Vladimir Putin) সঙ্গে মুখোমুখি সাক্ষাৎ চান তিনি। চোখে চোখে রেখে জানতে চান, যুদ্ধে ইতি টানার কোনও সদিচ্ছা আদৌ রয়েছে কি না পুতিনের। এ ছাড়া আর কোনও উপায় নেই বলে মনে করছেন জেলেনস্কি। 


যুদ্ধের ২৬তম দিনে, সোমবার জেলেনস্কিকে উদ্ধৃত করে এমনই বার্তা তুলে ধরেছে ইউক্রেনীয় সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স। তাতে জেলেনস্কির যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা হল, "প্রক্রিয়া যা-ই হোক না কেন, যুদ্ধে ইতি টানতে হলে ভ্লাদিমির পুতিনের সঙ্গে মুখোমুখি আলোচনা অত্যন্ত প্রয়োজন। অন্যথায়, যুদ্ধ থামাতে রাশিয়া কতদূর এগোতে প্রস্তুত, তা জানা বোঝা সম্ভব নয় বলেই মনে হয় আমার। ওঁর সঙ্গে সমঝোতা করতে প্রস্তুত আমি। যুদ্ সমাপ্তির যদি ১ শতাংশ সম্ভাবনাও থাকে, এই পদক্ষেপ করতেই হবে আমাদের।  সমঝোতা এবং পুতিনের সঙ্গে সরাসরি কথা বলার দিকে এগোতে হবে। সমঝোতায় না এলে, যুদ্ধে সমাপ্তি ঘটানো সম্ভব নয়।"


দীর্ঘ সংঘাতের পর্ব চলাকালীন, গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সেনা অভিযানের নির্দেশ দেন পুতিন। তাতে রাশ টানতে আমেরিকা-সহ একাধিক পশ্চিমি দেশ তাদের গলায় নিষেধাজ্ঞার ফাঁস টেনে ধরেছে (International Sanctions on Russia)। কিন্তু তার পরেও যুদ্ধ এখনও অব্যাহত। বেলারুশ সীমান্তে এ নিয়ে দফায় দফায় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে আলোচনা হলেও, এখনও পর্যন্ত সমঝোতায় এসে পৌঁছনো যায়নি। বরং ইউক্রেনে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহাররে কথা মেনে নিয়েছে রাশিয়া। 


আন্তর্জাতিক মহল এবং মানবাধিকার সংগঠনগুলির আবেদনে সাড়া দিয়ে এ যাবৎ দফায় দফায় মানব করিডর গড়ে ইউক্রেনে আটকে থাকা সাধারণ মানুষকে উদ্ধার করার প্রচেষ্টা চললেও, দু'পক্ষই পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধ বিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। শুধু তাই নয়, রাশিয়া সাধারণ ইউক্রেনীয় নাগরিকদের কার্যত পণবন্দি করছে বলেও অভিযোগ কিভের। জেলেনস্কির অভিযোগ, "আমাদের নির্মূল করতেই ইউক্রেনে পা রেখেছিল রুশ সেনা।"। 


এমন পরিস্থিতিতে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধাপরাধ (War Crime) সংক্রান্ত তদন্ত শুরুর পক্ষে সওয়াল করেছে আমেরিকা। সরাসরি পুতিনকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। তা নিয়ে মস্কোয় রুশ রাষ্ট্রদূত জন সুলিভানকে তলবও করেছে ক্রেমলিন। যদিও জনে জানিয়েছেন, আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত রাশিয়ার। আমেরিকার যে সমস্ত নাগরিক রাশিয়ায় আটকে রয়েছে, তাদের কাছে পৌঁছতে দিতে হবে আমেরিকার কনসুলারকে। 


কাউন্সিল অন ফরেন রিলেশনস-এর পরিসংখ্যান অনুযায়ী, ২৪ ফেব্রুয়ারি থেকে এখনও পর্যন্ত ২ হাজার ২০০ নিরীহ ইউক্রেনীয় নাগরিকের মৃত্যু হয়েছে। ইউক্রেন ছেড়ে পালিয়েছেন প্রায় ৩৫ লক্ষ মানুষ। শরণার্থী হিসেবে বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছেন তাঁরা। অন্য দিকে, কিভের দাবি, যুদ্ধে ১৪ হাজার ৭০০ রুশ সৈনিকের মৃত্যু হয়েছে। 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.