Russia-Ukraine War LIVE Updates, March 24 : রাসায়নিক অস্ত্র ব্য়বহার নিয়ে রাশিয়াকে হুঁশিয়ারি আমেরিকার
Russia-Ukraine War LIVE Updates : যুদ্ধের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন...
বাইডেন জানিয়ে দিলেন যে, যদি রাশিয়া ইউক্রেনের ওপর ক্যামিকাল অস্ত্র প্রয়োগ করে তবে ন্যাটো পাল্টা প্রত্যাঘাত করবে।
মারিউপোল দখলে মরিয়া রাশিয়া। লুহানস্কে রাতভর বোমাবর্ষণ। পাল্টা হামলায় প্রায় ১৫ হাজার রুশ সেনার মৃত্যুর দাবি ইউক্রেনের।
প্রথম থেকেই যুদ্ধের বিরুদ্ধ নিজেদের মতামত জানিয়ে আসছিল মার্কিন যুক্তরাষ্ট্র (USA)। পাশাপাশি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের তীব্র সমালোচনাও করেছিলেন জো বাইডেন।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদ অবিলম্বে ইউক্রেনে যুদ্ধ বন্ধের আহ্বান দিয়েছে।
ইউক্রেনের লাভিভ শহর লাগাতার বোমাবর্ষণে প্রায় ধ্বংস হতে চলেছে।
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধের মুখে ন্যাটো পূর্ব ইউরোপে তার বাহিনীর জন্য রাসায়নিক ও পারমাণবিক প্রতিরক্ষা বাড়াচ্ছে ক্রমাগত।
রাশিয়া ফ্ল্যাশপয়েন্ট এলাকায় যুদ্ধের ফলে কয়েক ডজন মানুষ পালিয়ে গিয়েছেন। ইউক্রেনের তরফে বলা হয়েছে যে কিয়েভের চারপাশে রাশিয়ান বাহিনীকে তাঁরা পিছু হঠতে বাধ্য করেছেন।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর খারকিভে রাশিয়ার হামলায় কমপক্ষে ছয়জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। এক ডজনেরও বেশি আহত হয়েছেন। একটি স্কুল খারকিভে ধ্বংস।
মারিউপোল সিটি কাউন্সিলের দাবি অনুযায়ী, রাশিয়ান দখলদাররা জোরপূর্বক ৬ হাজার মারিউপোল বাসিন্দাকে রাশিয়ায় নিয়ে গেছে।
ব্রাসেলসে ন্যাটো নেতাদের বৈঠক হয়েছিল। সেখানে তাঁদের দাবি ছিল যে চিন যাতে রাশিয়া-ইউক্রেন এই যুদ্ধের বিরোধিতা করুক। শান্তিপূর্ণ অবসানের কাজ করুক।
মারিউপোলে গুলিবৃষ্টি। চারদিক থেকে ঘিরে হামলা। QU160 রকেট ব্যবহার করছে রাশিয়া।
রাষ্ট্রপুঞ্জের তথ্য অনুযায়ী, ২ লক্ষের বেশি ইউক্রেনবাসী ইউক্রেন থেকে পোল্যান্ড সীমান্ত পার করে পোল্যান্ডে এসেছেন।
ইউক্রেনের নিরাপত্তা ব্যাকআপ হিসেবে জার্মানি কয়লা প্ল্যান্টগুলিকে বেশি দিন খোলা রাখার কথা ভাবছে৷
যুক্তরাজ্য ইতিমধ্যে ভদকা সহ রাশিয়ান আমদানির উপর ৩৫% শুল্ক আরোপ করেছে।
ইউক্রেন আক্রমণ করে বড় ভুল করেছেন ভ্লাদিমির পুতিন। এমনটাই বলছেন ন্যাটো প্রধান জেনস স্টোলেনবার্গ।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের জন্য যুক্তরাজ্য সরকার আরও ৫৯টি রাশিয়ান সংস্থা এবং ব্যক্তির উপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট বাইডেন, ইউরোপীয় সহযোগী যারা তাঁরা সবাই ইউক্রেন যুদ্ধ নিয়ে শীর্ষ সম্মেলন শুরু করছেন।
ফরাসি গাড়ি নির্মাতা রেনল্ট ঘোষণা করেছে যে তারা ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের জন্য তাদের মস্কো কারখানায় কার্যক্রম স্থগিত করবে।
লাগাতার রুশ হামলার মুখেই লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। মারিউপোল দখল রুখতে মরিয়া লড়াই। এরই মধ্যো চারদিনের ইউরোপ সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ইউক্রেন যুদ্ধের মধ্যে ন্যাটো পূর্বের প্রতিরক্ষা নিয়ে নতুন করে ভাবছে। জানালেন ন্যাটোর সেক্রেটারি জেনারেল স্টোলেনবার্গ
প্রায় এক মাস হতে চলল রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। এই পরিস্থিতিতে বাস্তুচ্যুত ইউক্রেনের অর্ধেকের বেশি শিশু। দাবি রাষ্ট্রসংঘের।
পূর্ব ইউক্রেনে রুশ হামলায় দুই শিশু-সহ চার জনের মৃত্যু। জানালেন লুগাঙ্সক এলাকার গভর্নর।
ইউক্রেনে যুদ্ধের জন্য জি-২০ গ্রুপ থেকে বাদ পড়তে পারে রাশিয়া। সম্প্রতি এমনই জল্পনা তৈরি হয়েছিল আন্তর্জাতিক মহলে। সেই জল্পনায় জল ঢাললেন ক্রেমলিনের দূত। মস্কো জানাল, চলতি বছরের শেষের দিকে ইন্দোনেশিয়ায় G20 শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার পরিকল্পনা করছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
রাশিয়ার ইউক্রেনে হামলার জেরে বিশ্বব্যাপী গমের সংকট তৈরি হতে পারে। তাই আগেভাগেই কৃষিতে জোর দেওয়ার জন্য ইউরোপের কাছে আবেদন জানালেন বিজ্ঞানী ও গবেষকরা। তাদের আশঙ্কা, ইউক্রেনের বিপুল গমের ভাণ্ডার নষ্ট হওয়ার মাশুল গুনতে হবে বিশ্বকে।
অবশেষে আলোচনা নিয়ে বিবৃতি দিল ইউক্রেন। বুধবার কিভ জানিয়েছে, মস্কো মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে শান্তি প্রচেষ্টায় বাধা দেওয়ার অভিযোগ করছে। যার ফলে প্রায় এক মাস হয়ে গেলেও যুদ্ধ শেষ করার জন্য আলোচনা "উল্লেখযোগ্য অসুবিধার" সম্মুখীন হচ্ছে।
ইউক্রেনে যুদ্ধবিরতিতে সম্মত না হওয়া পর্যন্ত রাশিয়ার সঙ্গে সহযোগিতা করবে না ইউনাইটেড নেশনস-এর লেবার এজেন্সি। এক বিবৃতিতে এই ঘোষণা করল সংস্থা।
ইউক্রেনকে পারমাণবিক, রাসায়নিক হুমকির বিরুদ্ধে লড়তে সাহায্য করবে ন্যাটো -র মিত্র দেশগুলি। কিভকে 'অতিরিক্ত সমর্থন' করার আশ্বাস দিলেন ন্যাটো চিফ স্টলটেনবার্গ।
"ভারত ও প্রত্যেক দেশের নিজের নিজের বন্ধুত্ব, ইতিহাস আছে। সেই অনুযায়ী তারা সিদ্ধান্ত নেয়। কিন্তু, ইউক্রেনের পুতিন যেভাবে নৃশংস যুদ্ধ শুরু করেছে, তার বিপদ বোঝার প্রয়োজন আছে।" রাশিয়ান রিজোলিউনশন নিয়ে রাষ্ট্রসংঘে ভোটাভুটিতে ভারতের বিরত থাকা নিয়ে প্রতিক্রিয়া ভারতে জার্মান রাষ্ট্রদূত ওয়াল্টার জে লিন্ডার।
রাশিয়ার বিরুদ্ধে সংঘাতের সুর চড়িয়ে বুধবার ফরাসি পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় ফরাসি কোম্পানিগুলিকে রাশিয়া ছাড়ার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি।
বন্ধু নয় এমন দেশগুলি থেকে গ্যাস সরবরাহের জন্য কেবল রুবেল গ্রহণ করবে বলেছে রাশিয়া। বুধবার এই বার্তা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার তারই পাল্টা বিবৃতি দিল জার্মানি। রুবেলে গ্যাসের মূল্য পরিশোধ চুক্তি লঙ্ঘনের সমান বলে জানিয়েছে জার্মানি ।
নাৎসি প্রতীক বিশিষ্ট টি শার্ট পরেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। গত সপ্তাহে ইউএস কংগ্রেসের ভার্চুয়াল মিটিংয়ে এই টি শার্ট পরেন তিনি, এমনই অভিযোগ উঠল। যদিও ওই প্রতীকটি ইউক্রেন মিলিটারির বলে জানা গেছে।
"স্বাধীনতা, শান্তি, ইউক্রেনের প্রয়োজন রয়েছে। এই বার্তা পাঠান।" বিশ্ববাসীর কাছে আবেদন জেলেনস্কির।
ইউক্রেনের রাজধানীতে রাশিয়ার গোলাবর্ষণে মৃত্যু রুশ সাংবাদিক ওসাকা বৌলিনার। দ্য ইনসাইডার-এর হয়ে কাজ করতেন তিনি।
ন্যাটোর সম্মেলনের আগে পশ্চিমের দেশগুলি থেকে আরও অস্ত্র চাইল ইউক্রেন।
রুশ আগ্রাসনের প্রতিবাদ জানাতে আপনার পথে নামুন। বিশ্ববাসীর কাছে আবেদন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির।
রাশিয়ার বোমাবর্ষণের জেরে ইউক্রেনের মাইকোলেভের চিড়িয়াখানায় আটকে পড়েছে ৪ হাজার প্রাণী।
রুশ বাহিনীর হামলায় তছনছ ছবির মতো সুন্দর সাজানো ইউক্রেন। কিভ, খারকিভ, খেরসন, মারিউপোলের মতো জনবসতিপূর্ণ শহরে আছড়ে পড়ছে গোলা বারুদ বোমা।
প্রায় একমাস হতে চলল ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। যুদ্ধের পারদ যত চড়ছে, ততই বাড়ছে শরণার্থীর ঢল।
লাগাতার রুশ হামলার মুখেই লড়াই চালিয়ে যাচ্ছে ইউক্রেন। মারিউপোল দখল রুখতে মরিয়া লড়াই। ৪দিনের ইউরোপ সফরে বাইডেন
ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পদক্ষেপে বার-বার আঙুল তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মস্কোর ওপরে বিধিনিষেধ আরোপ করেছে আমেরিকা ছাড়াও বেশ কয়েকটি দেশ। এবার তারই পাল্টা দিল রাশিয়া। আমেরিকার কূটনীতিকদের বহিষ্কার করল মস্কো।
প্রেক্ষাপট
কিভ : কিভ, খারকিভ, খেরসন, মারিউপোল - ইউক্রেনে (Ukraine) অবাধ ধ্বংসলীলা চালাচ্ছে রাশিয়া (Russia)। ২৮ দিনের যুদ্ধে ১ কোটি মানুষ গৃহহীন (Homeless)। লক্ষাধিক শরণার্থী আশ্রয় নিয়েছেন হাঙ্গেরিতে। তাঁদের যন্ত্রণার দিনলিপি ধরা পড়েছে এবিপি আনন্দর (ABP Ananda) ক্যামেরায়। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পদক্ষেপে বার-বার আঙুল তুলেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মস্কোর ওপরে বিধিনিষেধ আরোপ করেছে আমেরিকা ছাড়াও বেশ কয়েকটি দেশ। এবার তারই পাল্টা দিল রাশিয়া। আমেরিকার কূটনীতিকদের বহিষ্কার করল মস্কো।
বন্ধু নয় এমন দেশগুলি থেকে গ্যাস সরবরাহের জন্য কেবল রুবেল গ্রহণ করবে বলেছে রাশিয়া। বুধবার এই বার্তা দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এবার তারই পাল্টা বিবৃতি দিল জার্মানি। রুবেলে গ্যাসের মূল্য পরিশোধ চুক্তি লঙ্ঘনের সমান বলে জানিয়েছে জার্মানি । ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের জেরে ফের ক্রীড়াজগতেও নিষিদ্ধ করা হয়েছে পুতিনের দেশকে। এবার রাশিয়ান ও বেলারুশিয়ানদের বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ থেকে বাদ দিল ফেডারেশন।
ফরাসি পার্লামেন্টে ভিডিয়ো বার্তায় এবার গাড়ি প্রস্তুতকারক কোম্পানি রেনোঁকে রাশিয়া ছাড়ার ডাক দিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট। সঙ্গে রাশিয়া ছাড়তে আহ্বান করেছেন সুপারমার্কেট গ্রুপ আউচান ও ডিআইওয়াই রিটেইল লেরয় মার্লিন সহ আরও ফরাসি কোম্পানিগুলিকে।
এদিকে সমাধানসূত্র না মেলায় রাশিয়ার বিরুদ্ধে সংঘাতের সুর চড়াল ইউক্রেন। বুধবার ফরাসি পার্লামেন্টে ভাষণ দেওয়ার সময় ফরাসি কোম্পানিগুলিকে রাশিয়া ছাড়ার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কি। ইউক্রেন যুদ্ধ ও মূল্যবৃদ্ধির জের সামলাতে এবার দেশের আর্থিক বৃদ্ধির সম্ভাবনা কম দেখাল ব্রিটেন। ৬ শতাংশের পরিবর্তে এই বৃদ্ধির পরিমাণ দেখানো হয়েছে ৩.৮ শতাংশ।
ইউক্রেনকে পারমাণবিক, রাসায়নিক হুমকির বিরুদ্ধে লড়তে সাহায্য করবে ন্যাটো -র মিত্র দেশগুলি। কিভকে 'অতিরিক্ত সমর্থন' করার আশ্বাস দিলেন ন্যাটো চিফ স্টলটেনবার্গ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -