Russia-Ukraine War LIVE Updates, March 24 : রাসায়নিক অস্ত্র ব্য়বহার নিয়ে রাশিয়াকে হুঁশিয়ারি আমেরিকার

Russia-Ukraine War LIVE Updates : যুদ্ধের প্রতি মুহূর্তের খবরের আপডেটে চোখ রাখুন...

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 24 Mar 2022 11:30 PM

প্রেক্ষাপট

কিভ : কিভ, খারকিভ, খেরসন, মারিউপোল - ইউক্রেনে (Ukraine) অবাধ ধ্বংসলীলা চালাচ্ছে রাশিয়া (Russia)। ২৮ দিনের যুদ্ধে ১ কোটি মানুষ গৃহহীন (Homeless)। লক্ষাধিক শরণার্থী আশ্রয় নিয়েছেন হাঙ্গেরিতে। তাঁদের যন্ত্রণার দিনলিপি...More

Russia Ukraine War Live: বাইডেনের হুমকি

বাইডেন জানিয়ে দিলেন যে, যদি রাশিয়া ইউক্রেনের ওপর ক্যামিকাল অস্ত্র প্রয়োগ করে তবে ন্যাটো পাল্টা প্রত্যাঘাত করবে।