মস্কো:  ফের সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার (Russia Ukraine Temporary Ceasefire)। রবিবার আড়াই ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার (Russia Ukraine War)। ভারতীয় সময় বেলা ১২.৩০ থেকে দুপুর ৩ পর্যন্ত যুদ্ধবিরতি। ওই সময়ের মধ্যে যুদ্ধবিধ্বস্ত মারিউপোল এবং ভলনোভখায় আটকে পড়া সাধারণ মানুষকে নিরাপদে সরানো, খাবার এবং ওষুধ বিলির কাজ চলবে। এই নিয়ে দ্বিতীয় বার যুদ্ধবিরতি ঘোষণা হল।


এর আগে, শনিবারও সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করে মস্কো। মানবিক করিডর গড়ে সাধারণ মানুষকে নিরাপদে বার করে নিয়ে যাওয়া, খাবার, ওষুধ পৌঁছে দেওয়ার কথা বলা হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্যেই তা ভেস্তে যায়। যুদ্ধবিরতি চলাকালীন রাশিয়া হামলা চালিয়ে যাচ্ছিল বলে এক দিকে যেমন অভিযোগ করে কিভ, তেমনই ইউক্রেনীয় সেনাই প্রথম হামলা চালায় বলে দাবি করে রুশ সেনা।


রাশিয়া জানায়, যুদ্ধবিরতি চললেও, সাধারণ মানুষকে বেরোতে দিচ্ছিল না ইউক্রেন। আন্তর্জাতিক রেড ক্রস কমিটি রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধবিরতির গ্যারান্টার হিসেবে কাজ করছে। তারা জানিয়েছে, দু’পক্ষের সঙ্গেই কথা চলছে। এই মুহূর্তে সাধারণ মানুষকে নিরাপদে বার করে নিয়ে যাওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তা নিয়ে সমঝোতার চেষ্টা চলছে।


আরও পড়ুন: Russia Ukraine War: এ বার তাপবিদ্যুৎ কেন্দ্র দখল করার পথে রাশিয়া! দাবি ইউক্রেনীয় সেনার


তার জেরে রাতভর বোমাবর্ষণ তো চলেই, রবিবার সকালে রাশিয়ার তরফে আক্রমণের তীব্রতা বাড়ানো হয় বলেও অভিযোগ সামনে আসে। ইউক্রেনীয় সেনা জানায়, কিভের ১০০ কিলোমিটার দক্ষিণে কানিভ জলবিদ্যুৎ কেন্দ্রের  (Kaniv Hydroelectric Power Plant) দিকে এগোচ্ছে রুশ সেনা। নাইপার নদীর কাছে বিলুজারস্কি জাতীয় উদ্যানের উপর ঘোরাঘুরি করছে রুশ সেনার হেলিকপ্টার।


ইউক্রেনীয় সেনার তরফে বিবৃতি জারি করে কানিভ নিয়ে সতর্কবার্তা জারি করা হয়। জানানো হয় যে, কিরসান থেকে কানিভের দিকে এগোচ্ছে রুশ সেনা। জলবিদ্যুৎ প্রকল্পটি দখল করাই তাদের লক্ষ্য।  সে দেশের সংবাদমাধ্যমের দাবি, ক্ষেপণাস্ত্র ছুড়ে জলবিদ্যুৎ প্রকল্পটি গুঁড়িয়ে দিতে চেয়েছিল তারা। কিন্তু ক্ষেপণাস্ত্র ধ্বংসকারী প্রযুক্তি ব্যবহার করে সেই প্রচেষ্টা ব্যর্থ করে দেয় ইউক্রেনীয় সেনা।  কিন্তু এ বার সামরিক ভাবে সুসজ্জিত হয়ে রাশিয়া কানিভের দিকে এগোচ্ছে বলে জানানো হয়।