মস্কো: ইউক্রেনে রক্তক্ষয়ী যুদ্ধ নিয়ে টানাপোড়েন চলছে (Russia-Ukraine War)। তার মধ্যেই আন্তঃমহাদেশীয় সারমাত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (Sarmat Intercontinental Ballistic Missile) সফল পরীক্ষা সারল রাশিয়া। ওই ক্ষেপণাস্ত্র পরমাণু অস্ত্র বহন করতেও সক্ষম বলে জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Vladimir Putin)। তাঁর দাবি, এর পর তাদের চোখে চোখ রাখার আগে শত্রুপক্ষকে দু’বার ভাবতে হবে।



অন্য ক্ষেপণাস্ত্রের চেয়ে সারমাত অনেক বেশি বিধ্বংসী!


রাশিয়ার সারমাত ক্ষেপণাস্ত্রকে এত দিন ‘শয়তানের অধিপতি’ হিসেবে উল্লেখ করে আসছিল পশ্চিমের দেশগুলি। রাশিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রগুলির মধ্যে এটি অন্যতম। রাশিয়ার হাতে শব্দের চেয়েও দ্রুতগামী কিনঝল, আভানগার্দ ক্ষেপণাস্ত্র রয়েছে। কিন্তু সারমাতের কোনও জুড়ি নেই বলে দাবি পুতিনের।  


আরও পড়ুন: WhatsApp Video Message Scam: ফের সক্রিয় পাকিস্তানের চক্র ! হোয়াটসঅ্যাপ বার্তায় ২৫ লক্ষর 'টোপে' পা বাড়ালেই সর্বনাশ


এর আগে, মার্চ মাসে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ চলাকালীন কিনঝল ক্ষেপণাস্ত্র ছুড়েছিল রাশিয়া। তার জন্য আন্তর্জাতিক মহলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাদের। বুধবার সারমাতের সফল পরীক্ষার পর বিবৃতি দিয়ে দেশবাসীকে অভিনন্দন জানান পুতিন। তিনি বলেন, সারমাত আান্তঃদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষার জন্য সকলকে অভিনন্দন। এই ক্ষেপণাস্ত্র সত্যইই অনন্য। যুদ্ধক্ষেত্রে আমাদের সেনাবাহিনীর শক্তিবৃদ্ধি করবে এই ক্ষেপণাস্ত্র। বহির্শত্রুর হাত থেকে রাশিয়াকে নিরাপত্তা দেবে। আগ্রাসী মনোভাব দেখিয়ে রাশিয়াকে হুমকি দেওয়ার আগে দু’বার ভাবতে হবে শত্রুপক্ষকে।”


পৃথিবীর যে কোনও প্রান্তে আঘাত হানতে পারে


রুশ প্রতিরক্ষা মন্ত্রকের তরফে জানানো হয় যে, দেশের উত্তরের প্লেসেৎস্ক কসমোড্রোম থেকে সফল ভাবে এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা সম্পন্ন হয়েছে। তারা জানায়, দূরপাল্লার বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের নিরিখে সারমাত বিশ্বের সমস্ত ক্ষেপণাস্ত্রের চেয়ে শক্তিশালী। এই ক্ষেপণাস্ত্র দেশের পরমাণু শক্তিকে আরও মজবুত করে তুলব।


সারমাত আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র প্রযুক্তিকে মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দিতে সক্ষম বলে জানা গিয়েছে। এই ক্ষেপণাস্ত্রের ওজন  প্রায় ২০০ টন। একসঙ্গে একাধিক যুদ্ধাস্ত্র ছুড়তে পারে সেটি। সারমাত ক্ষেপণাস্ত্র পৃথিবীর যে কোনও প্রান্তে শত্রুপক্ষের উপর আঘাত হানতে পারে বলে দাবি পুতিনের।