মারিউপোল : যুদ্ধের ২৪তম দিনে ইউক্রেনে লাগাতার রুশ হামলা। ইউক্রেনের দাবি, গত ২৪ ঘণ্টায় রাশিয়া ১৪টি ক্ষেপণাস্ত্র এবং ৪০টি বিমান হামলা চালিয়েছে। আজভ সাগরও তাদের নিয়ন্ত্রণের বাইরে। রাজধানী কিভ ছাড়াও ইউক্রেনের একাধিক শহরে চলছে রুশ হামলা। একের পর এক গোলাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে। রুশ বোমায় ধ্বংস হয়ে যাওয়া মারিউপোলের থিয়েটার হলে এখনও তেরোশোর বেশি মানুষ আটকে রয়েছেন বলে দাবি।


 শহরে রুশ বোমায় বিধ্বস্ত থিয়েটারে এখনও আটকে বহু মানুষ ।   ঘটনাস্থলে যোন এক ধ্বংসস্তূপ। ঘটনাস্থলের ছবি দেখে মনে হবে, সেখানে কেউ আর জীবিত নেই। স্থানীয় সূত্রের খবর, ওই থিয়েটার হলের বেসমেন্টে আশ্রয় নেওয়া অনেক মানুষ এখনও জীবিত, উদ্ধার হওয়ার অপেক্ষায়। 


বিবিসি সূত্রে খবর, ১০দিন ধরে ওই বেসমেন্টটে আশ্রয় নিয়ে দিন কাটছিল অনেকের। তারই মধ্যে একজন বছর ৩৮- এর কেট। তিনি মারিউপোলেরই বাসিন্দা। সঙ্গে তাঁর ১৭ বছরের ছেলে। অবরুদ্ধ শহরের অন্য অনেকের মতোই তাঁদেরও নিজেদের বাড়ি রাশিয়ার আক্রমণে ধ্বংস হয়ে গিয়েছিল।  তারা ভেবেছিলেন ডনেটস্ক আঞ্চলিক থিয়েটার অফ ড্রামা এমন একটি জায়গা যেখানে তারা অপেক্ষাকৃত নিরাপদ হবে। ওই মা ও ছেলে ছাড়াও বিল্ডিংয়ের অন্ধকার ঘর, করিডোর এবং হলগুলিতে আরও বহু পরিবার ছিলেন। 


কেট বিবিসি সাংবাদিককে জানান, কিছু মহিলা মাত্র চার বা পাঁচ মাস বয়সী বাচ্চাদের নিয়েও সেখানে আটকে ছিলেন। "শুরুতে, এই লড়াই এতটাই কঠিন ছিল, কারণ আমাদের কাছে খাবারের সরবরাহ ছিল না। তাই প্রথম দুই দিন, প্রাপ্তবয়স্কদের কোনো খাবার ছিল না ... আমরা শুধুমাত্র শিশুদের খাবার দিয়েছি।" 


জানা গিয়েছে, " কাঠের তৈরি সিটগুলোকে টুকরো টুকরো করে কেটে রান্না করার জন্য জ্বালানি কাঠ হিসেবে ব্যবহার করা হতো। " এখনও আটকে বহু। তাঁরা কী পরিস্থিতিতে আছেন, সেদিকেই তাকিয়ে বিশ্ব ।